আস্সালামু আলাইকুম সম্মানিত শায়েখ ড. আব্দুল্লা জাহাঙ্গীর স্যার। হানিফী-আহলে হাদীস দ্বন্দে যখন আমরা বিপর্যস্ত তখন আপনি যেন আল্লাহর পক্ষ থেকে একটি ঐক্যের আলোক বর্তিকা। স্যারের কাছে আরো কিছু প্রত্যাশা ও প্রস্তাবনা ঃ ১। বয়স ভিত্তিক সিলেবাস প্রণয়ন করে ইসলামী বই প্রকাশ ঃ আলহামদুল্লিাহ ইতোমধ্যে আপনার বইগুলো অনেকের উপকার করছে। আপনার তত্ত্বাবধানে শিশু- কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য বিশেষ করে যারা জেনারেল লাইনে তাদের সন্তানদের পড়ান তাদের সন্তানদের স্কুলের পাশাপাশি ইসলামী জ্ঞানের বই এবং যারা জেনারেল লাইনে পড়েছেন তাদের উপযোগী করে সিলেবাস ভিত্তিক (বেসিক ও এডভান্স) ইসলামী জ্ঞানের প্রকাশনার জন্যও অনুরোধ করছি। ২। একটি পূর্ণাঙ্গ দাওয়াহ সংগঠনের উদ্যোগ ঃ অন-লাইনের দাওয়াতের কার্যক্রমের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ দাওয়াতী সংগঠন গড়ে তুলে মাঠ পর্যায়ে কিভাবে পরিচালনা করা যায় তার উদ্যোগ গ্রহণ করার জন্য। প্রচলিত ইসলামী দাওয়াতের (তাবলিগ) দুর্বলতাগুলি (তারা নির্দিষ্ট কিছু আমলের কথা বলেন, ইসলাম যে জীবনের সর্বত্র মানতে হবে বা ইসলামী সমাজে নির্মাণে তাদের উদ্যোগ নেই) কাটিয়ে কিভাবে যুগোপযুগী একটি দাওয়াতী সংগঠন করা যায়, এরাবিক এডুকেশনে যারা জড়িত কেবল তারাই যেন প্রশিক্ষক হিসেবে দাওয়াত দিতে পারেন। যারা মানুষকে দাওয়াত দিবেন তাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র, কোর্স ভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন পদ্ধতি এবং তারা পরবর্তীতে সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে বিনামূল্যে দেশের সর্বত্র মসজিদ ভিত্তিক মারকাজ / ইসলামিক সেন্টার গড়ে তোলা ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়কগুলো নিয়ে কাজ শুরু করা। ৩। স্যার নিজস্ব স্টুডিও কথা জানতে পারলাম। প্রাথমিক ভাবে আগ্রহী মানুষকে নিয়ে সিলেবাস ভিত্তিক ধারাবাহিক লেকচারের মাধ্যমে একটি কোর্স পরিচালনা শুরু করতে পারেন। প্রাথমিকভাবে ঢাকায় ও আপনার এলাকায় শুরু করতে পারেন। যারা ভিডিও ধারন করে নেটে দিলে আমরা উপকৃত হবো। তাই আমরা আপনার একটি পূর্ণাঙ্গ কোর্স আপলোড করে প্র্যাকটিস ও বিতরন করতে পারবে। এখন নেটে বিভিন্ন গুগল শায়খরা আমাদের ঈমানের বারাটা বাজা"েছ, মানুষ বিভ্রান্ত হ"িছল তখন আপনার নেটে এই সার্ভিসটা আমাদের বড় প্রাপ্তি তাই আরো বেশী প্রত্যাশা করছি। প্রয়োজনে নেটে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে কোর্স ফি, কোর্সের মেয়াদ উল্লেখ করে। আল্লাহ স্যার সহ পুরো টিমকে আরো দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন। আমিন। জনৈক আল্লাহর বান্দা।