তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে পারেন রিযিকের জন্য❤আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤
ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহেরবান আমায় দাওগো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে..বইছে অবিরাম... ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহেরবান আমায় দাওগো মেহেরবান।
প্রিয় হুজুর আপনার প্রতিটা ওয়াজ আমি শুনেছি, আমার মনে অনেক বড় একটা ইচ্ছা সমনে থেকে সরাসরি আপনার একটা ওয়াজ শুনা। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনো আপনাকে নেক হায়াত দান করুক🤲আপনার ওয়াজ আমার কলিজা কাপিয়ে দেয়, আল্লাহ কে ভয় করি, জীবনে অনেক অনেক পাপ করেছি,আল্লাহর কাছে হেদায়েত কামনা করি।আমার একটা কলিজার টুকরো মেয়ে আছে, আর আল্লাহ যদি আমাকে আর একটা ছেলে সন্তান দেয় আমি আপনার মতো এমন বড় আলেম বানাতে চাই, আল্লাহ যেনো আমার এই নেক নিয়তকে কবুল করেন, আমিন। আমরা আপনার দেশে আসার অপেক্ষায় আছি, আপনি দ্রুত দেশে এসে দেশের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখান।আমার মতো এ দেশের লাক লাক মানুষ আপনার দেশে ফেরার অপেক্ষায়।
মুসলমান আমার নাম❤️ কুরআন আমার জান❤️নামাজ আমার গাড়ি❤️ জান্নাত আমার বাড়ি❤️ আল্লাহ আমার রব❤️ রাসুল আমার সব❤️ ইসলাম আমার ধর্ম❤️ ইবাদত আমার কর্ম❤️❤️❤️❤️ 212
“বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে, তখন আল্লাহ তার তাওবা কবুল করেন।” [সহীহ বুখারী] ব্যাখ্যা : তাওবা মানে ফিরে আসা। তাওবা করার অর্থ - অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সে জন্যে অনুশোচনা করা ও তা থেকে, ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেয়া। - হযরত মুহাম্মদ (সাঃ)
السلام عليكم. Please Write the thumbnail of the all videos in English So that It would be easy to understand the topic and everyone can benefit. I listen to you So much every day. Love you so much Shaikh from India