দয়া করে বেশি বেশি মেডিকেল ক্যাপ তৈরি করুন স্কুল গুলোতে।স্কুলে যারা আশ্রয় নিয়েছে তাদের পাশাপাশি আশেপাশের এলাকায় যারা এখনো বাড়িতে আছে তাদের ও অনেক সহায়তা হবে।ছোট বাচ্চা, প্রেগনেন্ট মহিলারা সহ বৃদ্ধ সকলের জন্য এখন চিকিৎসার প্রয়োজন।আর যারা উদ্ধার কাজে যাচ্ছেন তারা এখন গ্যাসের সিলিন্ডার সহ, চাল, ডাল, লবণ,লেত, পেঁয়াজ, রসুন নিয়ে যাবেন। একটা গ্যাস অনেক পরিবার পানি ফুটিয়ে খেতে পারবে + রান্না করে খেতে পারবে।একটা মানুষ কতদিন শুকনা খাবার খেতে পারবে বলেন? আমাদের যার যেমন সামর্থ সে অনুযায়ী অর্থ দিয়ে সাহায্য করতে হবে আমাদের ভাই বোনদের ( বন্যাদূর্গত পরিবার গুলোকে)।আর সবথেকে বেশি জরুরী দোয়া করা সকলের জন্য।