একটা জিনিষ খুব অবাক করা সেটা হল পশ্চিমবঙ্গের পুলিশ আসলে কী কাজ করে। অপরাধীদের ধরে তাদের সাজা দেবার কাজ করে???? নাকি অপরাধীদের বাঁচিয়ে তাদের সুরক্ষা দেবার কাজ করে???? এই প্রশ্নের উত্তর টা পুলিশ মন্ত্রীর দেওয়া উচিৎ।
ei Beenit Goel e "Kamduni" case e investigating officer chhilo...er jonnoi, Kamduni r accused, chhara peye geche..tarpor e, oke promotion diye CP baniyeche..
মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে, নাহলে আন্দোলন চলবেই, বাংলা চটি হটাও , পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের লজ্জা। CBI তদন্ত করার আগেই তো সব তথ্য লোপাট হতে চলেছে
যদি ভাঙারি ছিল তা এখনই কেন।যখন একটা এ রকম ঘটনা ঘটেছে ।তদন্ত হোলেপর যা করার করতে পারতো।এ থেকে পরিস্কার বোঝা যায় আসল চক্রান্তের মূল মাথা কে বা দোষীদের মাথায় কাদের হাত।
হতে পারে ওই ঘরটাতে ওরা এরকম নরপিশাচ কান্ড ঘটিয়েছে। কিন্তু পাশের ঘরে গিয়ে লাশটা রেখে দিয়েছে। এ কারণেই হয়তো এই ঘটনা ঘটানোর পরের দিন থেকে এরা ভাংচুরে লেগে পড়েছে তথ্য লোপাটের জন্য।
চেয়ারের লোভ সামলানো সবার পক্ষে সম্ভব নয়। এই মুখ্যমন্ত্রীর জায়গায় যদি অন্য কেউ হতো তবে পদত্যাগ করতেন। লজ্জা বলে কিছু নেই মাননীয়ার। তথ্য লোপাট ই হচ্ছে। জনগণ এর শেষ দেখে ছাড়বে।
Ami ageo bolechi je sab exhibits nosto kora habe ar police CBI ke co-operate korbe na. Tachara Poschim Bangla sarkar Supreme court e jabe High court er order er biruddhe
Ask mamata banerjee how come crime scene not closed down, how the Ghosh can give resigned before any investigation, no matter what after any murder case nothing can be changed either place or person , get that mamata benerjee