আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমি সত্যিই মুগ্ধ। এইরকম ই ইসলাম এর সৈনিক দরকার। যারা ইসলাম এইভাবে প্রচার করবে। সুবহান আল্লাহ। কয়েকদিন ধরে সামনে ঘুরছিলো আপনার ভিডিও, কিন্তু ঢুকছিলাম না, আজ ক্লিয়ার হলাম। আল হামদুলিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ/ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে/ সত্যিই আমি অনুপ্রাণিত আপনার মন্তব্য পড়ে/ তো ভাইয়া আপনি কেমন আছেন? যদিও পরিচয় এই ভার্চুয়াল জগতে তারপরও আমরা একই শরীর, একই দেহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ/ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে/ সত্যিই আমি অনুপ্রাণিত আপনার মন্তব্য পড়ে/ তো ভাইয়া আপনি কেমন আছেন? যদিও পরিচয় এই ভার্চুয়াল জগতে তারপরও আমরা একই শরীর, একই দেহ।
আসসালামু আলাইকুম আপনার ক্লাসে খুব কঠিন জিনিস গুলো খুব সহজে বুঝে আমি একজন মাদ্রাসার শিক্ষক আমি ভালো করে ইংলিশ শিখতে চাই চেষ্টা করছি কিন্তু আপনিও দোয়া করবেন আপনার ঈমানদারির জন্য আপনাকে আমার খুব ভালো লাগে
আসসালামুয়ালাইকুম আনসারুল হক ভাই....♥️ সত্যি কথা বলতে আমার ইংরেজি শেখার খুবই আগ্রহ ইউটিউবে আমি অনেক টিউটোরিয়াল মূলক ইংরেজি দেখেছি হঠাৎ টিউটোরিয়াল মূলক ইংরেজি দেখতে দেখতে আপনার একটি ভিডিও সামনে আসলো ভিডিওটি খুব মন দিয়ে দেখার পরে অনেক ভালো লাগলো আপনার কথা আপনার সাজেশন সেই থেকে আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখা সুরু করেছি। আপনি যে এত সুন্দর ভাবে ক্লাস তৈরি করেন আমি ইউটিউবে এত সুন্দর করে তৈরি করা ইংরেজি টিউটোরিয়াল ক্লাস খুঁজে পাইনি । এবং আপনার কথা আপনার ক্লাস আপনার উপদেশ শুধু আমার না আমি বিশ্বাস করি যারা আপনার ক্লাস করবে সবারই ভালো লাগবে। পরিশেষে এটাই বলতে চাই যে আপনার জন্য সবাই অনেক দোয়া করে এবং আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন এবং আল্লাহ যেন আপনাকে অনেক দূর নিয়ে যায়। #ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই...০১৭১৭-৪৮৯১৪৮
আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ ভীতি ও পরকাল কেন্দ্রিক বিনয়ী আচরণ আমাদের ও অনুপ্রাণিত করে। আপনার এ জ্ঞান বিতরণ সদকায়ে জারিয়া স্বরুপ আল্লাহ কবুল করুণ।
আলহামদুলিল্লাহ, অনেক শোকরিয়া আল্লাহর কাছে।এমন একজন সাদা মনের মানুষ বিনা মূল্যে আমাদের কে শিক্ষা দিতেছেন।আল্লাহ তায়লা যেন আপনার এবং আপনার পরিবারের সবাই নেক হায়াত দান করেন।। অনেক অনেক মোবারকবাদ আপনাকে স্যার। দোয়া করি সবসময় ভালো থাকেন এবং নতুন নতুন লেসন আমাদের মাঝে নিয়ে আসেন।
Sir apnar proti ti class dekh6i......Ami English a ki6u jantam na .... akhon Mon ho66e 3 month por Ami great lecturer hote parbo ... just apnar jonno.... khub valo thakben....Ami Indian.....
আলহামদুলিল্লাহ আপনি দ্বীন মানেন। আমার খুব ভালো লাগে। আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। ভাই আপনি কি দাওয়াত এর কাজ করেন? যদি করে থাকেন তাহলে আপনি khutbath tv লিখে সার্চ দিলে পাবেন। আমাদের প্রতিষ্ঠান যেখানে অমুসলিম হিন্দুদের বিধর্মীদের দাওয়াত দেওয়ার জন্যে দাওয়াত শেখানো হয়
স্যার হাসবেন না একটি কথা বলি দয়া করে কথাটি রাখবেন যদি পারেন রিপ্লাই করে বলে দেন আর না হয় একটি ভিডিও আপলোড করুন তা হচ্ছে ইংলিশ রিডিং ইংরেজি ভাষায় কথা বলতে আমাদের এ থেকে জেড পর্যন্ত কি শিখতে হবে)( যেমন ধরুন আপনি বলবেন ইংরেজি শিখতে হলে প্রথমে ইংরেজি লেটার তারপর tence তারপর verb নাউন ইত্যাদি শুধু আপনি সিরিয়াল সিরিয়াল বলবেন আর যদি পারেন আপনি এই নিয়ে পাট1 পাট2 ....part 3....part4.. হিসেবে ভিডিও আপলোড করতে পারেন. আমার জানামতে গ্রামের ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে অনেক অনেক অসুবিধা তারা ভালো করে ইংরেজি লেটার গুরু বলতে পারবে না কিভাবে তারা ইংরেজি শিখবে ইংরেজিতে কথা বলবে কোত্থেকে শুরু করবে নাউন কি বার কি পার্টস অফ স্পিচ কি ইত্যাদি ইত্যাদি কিছুই জানে না ...... আমরা ইংরেজি শিখতে হলে প্রথম থেকে মানে ইংরেজি লেটার তারপর কি তারপর কি এভাবেই একটি ভিডিও প্রথম আপলোড করবেন আর না হয় আমাকে এসএমএস করে জানিয়ে দেন.... যদি পারেন আপনি এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাতে পারেন প্রথম ইংরেজি লেটার সঠিক উচ্চারণ নিয়ে ভিডিও করবেন তারপর কি শিখতে হবে তা নিয়ে ভিডিও করবেন এভাবে এভাবে আপনি যদি রিডিং উচ্চারণ Tense Verb Noun Gap filling without clues . Information transfer Summarizing Matching Rearrange Parts of speech. Fill in the gaps Narration Transformation Linker Tag question Completion Capital marks and punctuation Right form of verb Table Prefix and suffix ইত্যাদি নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন অনেক স্টুডেন্ট আপনার চ্যানেল এ যুক্ত হবে .. আপনি এ বিষয়গুলো নিয়ে ভিডিও শুরু করলে তার নাম দিবেন (ইংলিশ লেটার সঠিক উচ্চারণ ) (ইংলিশ স্পেশাল কোর্স পাট 1) যতটা সম্ভব ব্যাখ্যা করে বুঝাবেন এভাবে আপনি পাট বাই পাট ভিডিও আপলোড করুন কয়েকটি ভিডিও আপলোড করার পর দেখবেন অনেক ভিউ হচ্ছে ........... কমেন্ট করে জানাবেন ভিডিও করবেন কিনা
যদিও লাইক, কমেন্ট না করি,,, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আর এই ভিডিও তে যা লিখেছে কিছুই দেখতে পারছি না পরতেও পপারি নাই শুধু শুনতে পারছি, ভাইয়া এই চাট্ টা আরও বড় করে দিন প্লিজ, যাজাকুমুল্লাহ।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্যার আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। সব সময় আপনার ক্লাস গুলো দেখি। অনেক ভালো লাগে। এইটি এই ক্লাসটি ও দেখলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন আমীন
Bro when you say “I have a garden” it makes sense “I have no garden” makes sense but when you ask question with that pattern then it has to be “do I have a garden?” “Don’t I have a garden?” Because usually in the UK we speak like that. So mind that, language is after people. If people are not accepting that so called grammar then you must change the rule. I hope you understand that. By the way your teaching deserves a like.
*Thank you Sir.Onek din por apnake dekhe onek valo laglo.Sir basto thakleo amader dik bibechona kore Live class/Video make korben Kindly.Sir doya roilo apnar jonno.May Allah bless you!*
আপনার দক্ষতা আছে ইংরেজি শিক্ষা দেয়াতে, মার্কেটিং এ আপনার দক্ষতা নাই। তাইতো আপনার প্রথম ক্লাস অন্য একটা পেজে পাই। আপনার পেজে/ চ্যানেলের প্রচার এই ক্লাসে যেইভাবে দিলেন, এই কাজটা প্রথন থেকে করলে আমরাও উপকৃত হতাম, কোন ক্লাস মিস হতো না। যাইহোক, ভালো থাকবেন। আল্লাহ আপনার সহায় হোক।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য আমার মনের অন্তরের অন্তস্থল থেকে আমি ছাত্রদের ছাত্রী জন্য দোয়া করি ওরা যেন অনেক বড় হয় ইনশাআল্লাহ
Assalamualikum,may Allah bless you.Your handwriting is as like someone has type something into the computer.PLEASE make a video for mindblowing handwriting like you.