আমার ২৫টা ফাউমি মুরগি আছে।আল্লাহর রহমতে ৪মাস১০ দিন থেকে ডিম দেয়া শুরু করেছে।এখন বয়স ৫মাস ৫ দিন। প্রতিদিন ১৬থেকে ১৭টা ডিম দিচ্ছে। আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিলনা।শাকিল ভাইয়ের ভিডিও দেখে ম্যানেজমেন্ট এবং ঔষধ এবং খাবর ব্যাবহার করেছি। আলহামদুলিল্লাহ,ভাইয়ের ভিডিও নিয়মিত দেখলে,খামার বিষয়ে ৭০ থেকে ৮০%ধারনা হবে।বাকিটুকু অভিজ্ঞতা আর তকদির।ধন্যবাদ শাকিল ভাই।আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক। আমিন
আমার ৬ টা ফাউমি আছে ১৫-২০ দিনের মত হইছে ডিম দিচ্ছে না ১ টা ডিম ৩ -৪ দিন পর পাই। বয়স হইছে ১ বছর ৫ মাস সকালে বিকালে লেয়ার লেয়ার ১ খাওয়াই এখন করনীয় কি জানাবেন প্লিজ।
ডিমের রানি টায়গার আমার একটা মুরগি এক বছর ধরে ডিম পারে সাত আট দিন বাদ দিয়ে আবার শুরু করে এভাবে বিষ বাইশ টা ডিম দেয় মাসআললাহ সুবহানাল্লাহ সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য,
আমার বাবার আমল থেকে মুরগির ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ অনেক লাভবান আমার বাবা অনুমানিক 2001 ইংরেজি থেকে ব্যবসা এখন বাবা বয়স্ক হয়ে গিয়েছেন সেজন্য আমরা করতেছি
আমার 18 টি দেশি মুরগি আছে আমি প্রতিদিন 10 থেকে 12 টি ডিম পাই। খাবার হিসেবে প্রতিদিন রাত্রে ভুট্টা। সারাদিন চলে সোনালী খাবার। মাঝে মাঝে শুটকি দিয়ে ভুট্টা ভাঙ্গার গুঁড়া দেই। কিন্তু মুরগির পশম সব ঠুকরাইয়া উঠাইয়া ফালায়। আগে ডিম কম পেতাম তার পর একটি কুচে মুরগির ঘর তৈরি করার পর বেশি পাই।
@@MdArifulSheikh-x2n। আসসালামুয়ালাইকুম। ভাই আমি শখের বসে অল্প কিছু মুরগি পালি। আর সেই দিন আমার সংসারে ব্যবহার করি। আগে কিছু বিক্রি করতাম এখন ধান কিনতে পারিনি সেজন্য। অনেক কমিয়ে ফেলেছি। ঔষধ সম্বন্ধে আমার কোন ধারনা নেই। আমি আপনাকে হেল্প করতে পারব না। আমি এটা সম্বন্ধে তেমন ধারণা রাখি না।
আমাদের বাসা নরসিংদী জেলা। কিন্তু,, আমাদের বাসায় অনেক দেশি মুরগী ও মুরগা আছে। এগুলো প্রচুর খাবার খায়। তাই দেশি মুরগী লালন করার নিয়ম এগুলোকে ছেড়ে পাললে কম মারা যায়। ঘরের ভিতরে বন্দী অবস্থায় লালন করলে,, মারা যাওয়ার সম্ভবনা একটু বেশি এবং অনেক রাণী ক্ষেএ হবে। আমার নানু আমার আম্মুকে ৫ মুরগী এবং ২ মুরগা দিছিলো। পরে,,আলহামদুলিল্লাহ এখন ৯৫ টা,, মতো হয়েছে এবং প্রতিদিন ৯ হালি করে ডিম পারে। বি:দ্রঃ কেউ ইউটিউব দেখে কিছু করবেন না। আমার কাকা বাঁশ দিয়ে কবুতরের খোপ বানিয়ে ছিলো ইউটিউব দেখে। কিন্তু,, কিছু দিন পর ঐ পুড়িয়ে ফেলছে।
আসলেই ইউটিউবারদের উচিত লস এবং লাভ দুইটা বিষয় তুলে ধরা উচিত তারা তো শুধু লাভের খাত গুলো তুলে ধরে লসের বিষয়গুলো তুলে ধরে না এটা একেবারে উচিত না কারণ আমিও এর ভুক্তভোগী গরুতে আমি অনেক টাকা লস করেছি
দাদা আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি ফাওমি মুরগি কী আপনাদের বাংলাদেশ থেকে নিয়ে আসা সম্ভব ? আর যদি সম্ভব হয় তাহলে কি করে সম্ভব প্লীজ জানালে উপকৃত হব দাদা 😊
আমার ১টাটাইগার১টা টেস্ট ২টা লাল মুরগীর বাচ্চা আছে। মুরগির পায়খানার অনেক গন্ধ বেশি আমি আমার ঘরে পালি please please help ঔষধের নামটা লিখে বা কীভাবে ব্যবহার করতে হয় ভিডিও বানালে অনেক ভালো হতো please comment
না জেনে শুধু খারাম করলেই হলো?. খামার হুক আর যাই হুক কোন কিছু করার আগে ট্রেনিং নেওয়া ফরজ। ওরা ধরা খাইছে শুধু না জানার কারণে, এতো মুর্খ ভাবে শুরু করলে খামার এতো দিন আছে এটাই অনেক। সফলতা কামনা করি উনাদের।
আমি কিছু টাইগার মুরগী পালন করতে চাাই।করা যাবে কি? এর আগে ফাওমি পালন করে ছিলাম।আমার মুরগী মরেনাই ।ডিম পেরেছিল মুরগী গুলো।কিন্তুু লাভ করতে পারি নাই।আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। এমত অবস্থায় টাইগার মুরগী পালন করতে পারব? মানে লাভ করা সম্ভব?
ভাই আমি ও বিদেশ থেকে দেশে এসে বাড়ির সাদে ৬০০০০ হাজার টাকা খরচ করে ঘর করে দেশি মুরগির খামার করে দের লাখ টাকা বাস খায়ছি এখন শুধু ঘর আর ইনকুভের টা পরে আছে
আসসালামু আলাইকুম ভাইয়া আমার ১০০ দেশি মুরগি আছে আমি আপনার একজন খামারি হতে চাই আমার বাড়ি নোয়াপাড়া যশোর আমার দেশি মুরগী একটু লস হয়েছে মুরগি ডিম পাচ্ছি না বিজ ডিম এর পার্সেন্টেজ খুবই কম আপনি আমাদের বাসায় একটু আসেন