হ্যাঁ ভাই একটা সময় আমিও ইউটিউবে অনেক ইতালিয়ান ইউটিউবারদের ভিডিও দেখতাম।সবার ভিডিও দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি আপনি যা বলেন সবগুলো সত্য কথা এতে মিথ্যা কোন আশ্রয় নেয়।এজন্য আমি অন্যদের ভিডিও দেখা ছেড়ে দিয়েছি। কারণ তারা থামলেনে দেয় একটা আলোচনা করে আরেকটা আপনার ভিডিওগুলো দেখে যারা ইটালি যেতে ইচ্ছুক আমাদের অনেক উপকার হবে ভাই। বিশেষ করে আমি নিজে অনেক উপকৃত হয়েছি আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ ভাই আপনি এত ব্যস্ততার ভিতরে আমাকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল ভাই। ভালো থাকবেন।
ভাই নিজের কাছের মানুষ আপন হয় সারাজীবন তাই জানতাম কিন্তু আজ মনে হচ্ছে অনেক সময় দুরের মানুষ ও যে এত আপন হয়ে যায় তা আপনার কথা না শুনলে বুঝতাম না মন থেকে অনেক ভালোবাসা থাকলো বড় ভাই ভিসা হোক আর না হোক আপনি যে চেষ্টা করছেন এটাই অনেক কিছু love you vai❤❤❤❤❤❤
ভাই আমার রিনিউ করা পাসপোর্ট আছে কিন্তু পুরনো পাসপোর্টটা হারিয়ে গিয়েছে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করতে গিয়ে কি আমার প্রব্লেম হবে?ইন্ডিয়ার ভিসার মতো পূর্ববর্তী সব পাসপোর্ট কি জমা দিতে হয়?
কাওসার ভাইয়া ইতালি আমার স্বপ্নের দেশ আমি ইতালি যেতে চাই আমার স্বপ্ন পূরণ করতে কিন্তু ভাইয়া ইতালিতে আমার কোন আত্মীয়-স্বজন বা পরিচিত কোন লোক নেই ভাইয়া আমি স্পনসর ভিসা যেতে চাই তো আপনার কাছে আমার আকুল আবেদন আমাকে একটা আবেদন করে দিবেন প্লিজ ভাইয়া স্পনসর ভিসার জন্য।
কাউসার ভাই আমার পাসপোর্টে এক নাম ছিল আপনার ভিডিও দেখে সাত দিনের ভিতরে সবকিছু ঠিক করছি ইনশাল্লাহ পাসপোর্ট পাঠায়া দিছি আমার মামার কাছে দোয়া করবেন আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে
ভাই যদি কোনো ইটালীর ব্যাক্তি আমাকে তার বাড়িতে কাজের ভিসা দেয়,,,,, মনে করুন,, আমার কাজ হলো তার অসুস্থ মায়ের সেবা করা। আর বাড়ির কাজ করা। এই মর্মে আবেদন করা হলে এই ভিসার জন্য কত দিন সময় লাগব? আর আবেদন কী ২৭ মার্চ থেকেই,,? এর আগে কী কিছু হবে?
ভাইয়া আমার ইতালিতে যাওয়ার অনেক ইচ্ছা ভাইয়া ছোট থেকে বাবা মারা গেছে বাবাকে আমি নিজের চোখ দিয়েও দেখি নাই ভাইয়া আমাকে যদি একটু হেল্প করতেন বড় ভাই হিসেবে। ভাইয়া দালালরা বলছে ১৪ থেকে ১৫ লাখ টাকা চায় আমার কাছে এত টাকা নাই ভাইয়া আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে ভাই আপনার উছিলায় আমি অনেক কিছু করতে পারতাম। ভাইয়া আমার বোনও নাই ভালো নাই আপনি আমার বড় ভাইয়া প্লিজ ভাইয়া একটু হেল্প কইরেন
ভাই Asslamulaikum আমি গত ২০ ডিসেম্বর ইতালিতে আসলাম এগ্রিকালচার ভিসায় আমার মালিক খুজে পাচ্ছি না এন্ড যার মাধ্যমে আসলাম সেই ও মালিকের কোনো সন্ধান দেয় না আমি বর্তমানে রোম শহরে আছি এখন আমি কি করতে পারি সৌজন্য পাওয়ার জন্য বা কার কাছে গেলো ভালো হবে যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানাবে প্লিজ ভাইয়া
আমার একটা ফার্মেসী আছে। মোটামুটি ২০/২৫ হাজার টাকা মাসিক আয় আসে। এদিকে ইতালি যাওয়ার সুযোগ আছে, বেতন লাখ টাকা হবে দালাল বলে!? এমতাবস্থায় কোনটা করা ভালো হবে? সকলের সুন্দর সৎ পরামর্শ চাচ্ছি। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। সকলকে অগ্রিম ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।ভাই আমি গতকালকে নিজে ঢাকার vfs office গেছি। সেখানে আপনার কথা মত vip করার কথা বলছি তারা আমাকে না করে দিসে। এখানে এগুলা করা হয় না। নিজের ফরম নিজে পূরণ করতে হবে বললো। আর একটা বিষয় ঢাকায় এখন নাকি ফাইল জমা দেওয়া appoint পাওয়া যাচ্ছে না। এটা আমি লোক মুখে শুনছি।
Bhai Ami knock korechilam se ey reply diche. এপ্লাই করার জন্য পাসপোর্ট এর ফটো কপি এবং তার সাথে ৫০০ ইউরো বাংলা টাকার ৬২ হাজার টাকা দিতে হবে - এবং কাগজ হওয়ার পরে ১১ হাজার ইউরো দিয়ে ইতালি আসতে হবে -১১ হাজার ইউরো তে যখন টাকা দিবেন তখন কার ইউরো রেট অনুযায়ী জত টাকা হবে তা দিয়ে ইতালি আসতে হবে - এবং জদি কোন কারনে কাগজ না হয়- সে ক্ষেত্রে ৩০০ ইউরো কেটে রেখে ২০০ ইউরো ফেরত পাবেন - এই কথার উপরে রাজী হয়ে জদি পাসপোর্ট এবং টাকা দিতে পারেন - তাহলে মেসেজ করেন - আগে ফুল সিন্ধান্ত নিয়ে জানাবেন - ধন্যবাদ