ভাইয়া আমি বাংলাদেশের মেয়ে,, ভারতে বিবাহ করেছি এই এক মাস মতো হয়েছে,,ভারতে যাবো পাসপোর্ট ভিসা হলে,, কিন্তু আপনার থেকে কিছু জানার ছিলো,, কোন ভিসা করলে সব সময় আসতে যেতে পারবো,,কোনো সমস্যা হবে না,, একটু বলবেন প্লিজ
১.ভাইয়া আমার nid কার্ডের ঠিকানা টা হচ্ছে বর্তমান ঠিকানা কিন্তু পাসপোর্ট এর ঠিকানাটা স্থায়ী ঠিকানা ।ইন্ডিয়ান ভিসা পেতে কি কোনো সমস্যা হবে? কারেন্ট বিল আমি কোন ঠিকানার টা দিব বর্তমান নাকি স্থায়ী ঠিকানাটা? ২.যদি আমি ইন্ডিয়ান ভিসা application ফর্ম এ স্থায়ী ও বর্তমান ঠিকানা একই দেই তাহলে কি nid কার্ডের সাথে birth সার্টিফিকেট দেওয়া যাবে (nid কার্ডের ঠিকানা বর্তমান কিন্তু বর্তমান ঠিকানা র কারেন্ট বিলের কাগজ দেওয়া সম্ভব না) ইন্ডিয়ান ভিসা পেতে কি কোনো সমস্যা হবে?
আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য ইন্ডিয়া তে যেতে চাচ্ছি। ভিসার জন্য ফাইল জমা দিয়েছি। আমি জানতে চাচ্ছি, আমাদের চিকিৎসাটা একটানা ছয়মাস লাগবে শেষ হতে সেক্ষেত্রে আমি যদি মেডিকেল মাল্টিপল ভিসা পাই তবে ছয় মাসে কতোবার যাতায়াত করা যাবে ইন্ডিয়া তে। আমার প্রতি মাসে একবার করে যেতে হবে। মেডিকেল মাল্টিপল ভিসা পেলে কি প্রতি মাসে যাওয়া যাবে একবার করে যাওয়া যাবে ইন্ডিয়া তে?
ভাই এখন শুনতেছি মেডিকেল ভিসা খুব কম সময়ে দিচ্ছি এমন আমার বোন এর মেডিকেল ভিসার ময়মনসিংহে আজ ১৫ ই অক্টোবর জমা দিলাম ভিসা ডেলিভারি ডেট দিয়াছে ৬ ই নন্মেবর এত দেরিতে দিবার কারণ কি
@@IndianVisaandPassport জী,,, বলছি পারমানেন্ট কিভাবে থাকবো ভাই,, একটা উপায় বলবেন কি?? আমি বাংলাদেশের মেয়ে যদি ইন্ডিয়া তে কোর্ট মেরিজ করি তাহলে কত টাকা লাগবে একটু জানাবেন প্লিজ,, আপনার যদি এই বেপারে জানা থাকে,,,
@@kajolakhi1186Bangladesh theke unmarried sonod baniye india giye married sonod banan tar ese notun kore entry visa dibe youtube onk video ache india te biye kivabe korbo Bangladeshi
ভাইয়া আমার ভিসা দেশে মনে করেন 1 তারিখে মাল্টিপল ভিসা কিন্তু আমি তো ১৫ দিন পরে ঢুকছি কিন্তু আমার ভিসার কোন দিন থেকে ধরা হবে সিল পড়ার পর থেকে ধরা হবে নাকি তিন মাস
Ami akhn kothao job eo nei abr amr student id card o valid na as ami currently student o na. Sekhetre amr occupation and documents e ki deoa uchit, someone plz help with the information
@@IndianVisaandPassport thank you. But noc/ student I’d card copy joma deoar je beparta sekhane ki korbo? R my father is no more. R ami dependant on hisebe amr Ma ke diyeci. Amdr duijoner namei account kore gecen Baba. Sekhetre kontar statement deoa better? Ami asholei confused. Plz parle help korben
ভাই আমার ট্যুরিস্ট মাল্টিপল ছয় মাসের ভিসা সেপ্টেম্বরের ২৩ তারিখ এ ইন্ডিয়া যাইয়া আবার অক্টোবর এর ১০ তারিখে আইসা পরছি এখন আমার আবার নবেম্বের এর ৫ তারিখে জাইতে চাইতাছি অনেক দরকার আমার যেতে হবে ১০ তারিখ এম্বাসি ফেস এয়ার এ গেলে কোনো প্রব্লেম হবে কি
যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ কী বাড়ানো যায়।।আর আমি যদি ভারতে কোন এজেস্নি কাছে বই জমা দিয়ে অন্য কোন দেশে কাজের ভিসায় যেতে চায় তাহলে কী ভিসা করবো।। উরত্ত দিবেন প্লিজ ভাইয়া।।
আমি যদি আজ ভিসার কাগজপত্র জমা দিই,,তাতে করে জমা নেয়ার পর ২২-২৫ দিনের মধ্যে যে রিসিড তারা দেয় ঐ ডেট অনুযায়ী কি পাসপোর্ট পাওয়া যায়? আর ভিসা ৩;৬ মাসের যেটা দেয় তাতে ভারতে কতদিন বর্তমানে থাকা যায়?
@@malotiranimondol3446 স্পেশাল হিন্দু ম্যারেজ এ্যাক্টের আওতায় রেজিষ্ট্রেশন করুন, ওয়েস্ট বেঙ্গল থেকে হবেনা, আমার একটা বছর নষ্ট হয়েছে ওদের ভরসায় থেকে, এ্যাপ্লিকেশন পেন্ডিং পড়ে থাকবে। দিল্লি/মুম্বাই/গাজিয়াবাদ থেকে রেজিষ্ট্রি করুন। ৫০ হাজার টাকা খরচ হবে ঠিকই কিন্তু বারবার এভাবো ভিসা করানোর হাত থেকে বাঁচবেন।