এই শো চ্যানেলটায় আপলোড হওয়ার পর থেকে আমরা শিয়াদের সম্পর্কে অনেক বিস্তারিত ভাবে জানতে পারছি। আগে ওদেরকে নিয়ে কত যে ভ্রান্ত ধারণা ছিল আর কিছু আলেম আছে যারা কিতাবের বাইরে গিয়ে বানিয়ে বানিয়ে গপ্পো করে তাদের কথাগুলো একটা সময় আমরা চোখ বন্ধ করে ট্রাস্ট করে নিতাম। ধন্যবাদ এই চ্যানেলের ওনারকে যিনি আমাদের সামনে সত্যকে তুলে ধরছেন একজন স্কলারের মুখোমুখি হয়ে। আল্লাহ আপনাকে সত্য প্রচারের জন্য উত্তম প্রতিদান দান করুন, আমিন। 🤍
শিয়া দের তাকিয়া নীতি মালা সম্পর্কে কিছু লেখা পড়া করুন। উনি যা বলছেন সবকিছু অন্ধভাবে বিশ্বাস করারও কিছু নাই। যেমন এক সাক্ষাৎকারে উনি বলেছেন শিয়াদের এমন কোন ফেরকা নাই যারা আলি রাঃ কে রাসুলুল্লাহ সাঃ এর উপর অগ্রাধিকার দেয়। এটা তিনি সম্পূর্ন মিথ্যাচার করেছেন।শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে যাদের আকিদা কুফরি আকিদা। যারা আলি রাঃ কে এবং ক্ষেত্রবিশেষে ইমামিয়াতকে খাতামুন নাবিয়্যিনকে প্রশ্ন বিদ্ব করে। এদের তথাকথিত হাদীস গ্রন্থ কিতাব আল কাফি পড়লে এদের আকিদা সম্পর্কে জানা যায়। শিয়াদের মধ্যে নুসাইরিরা আলি রাঃ কে খোদার অবতার মনে করে। যদিও তিনি ইশনে আসারিয়ার আলেম, শিয়াদের অন্যসব ফেরকা সম্পর্কে উনার রেখে ডেকে কথা বলা সেই তাকিয়া নীতিমালার প্রতিফলন হিসেবে দেখা যায়।
আমি ছোটবেলা থেকেই শিয়া ও সুন্নিদের বিভিন্ন বিভেদ শুনলেও কখোনো একত্রে আলোচনা শুনিনি আর জানতাম ইমাম মাহাদী আসার পর এই দুই দলের মতভেদ দূর হবে। এই এক বৈঠকে মনে হচ্ছে মাহাদী অনেক সন্নিকটে। আমার অরো আলোচনা আশা করি যাতে আমাদের শত্রুরা আমাদের উভয়কে নিয়ে আর খেলতে না পারে।