আরবি প্রভাষক অথবা সহকারী মৌলবি লিখিত বা ভাইভা পরীক্ষার জন্য নাহু সরফ শিখতেই হবে। এ ছাড়াও যে কোনো লেভেল- এর মাদরাসা স্টুডেন্টদের জন্য নাহু-সরফ শিক্ষার বিকল্প নেই। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস: “নাহু-সরফ কোর্স বেসিক টু অ্যাডভান্স”। মাত্র ৪০ টি ক্লাস করলে আজীবনের জন্য নাহু-সরফ তথা আরবি ভাষায় বস হয়ে যাবেন বলে বিশ্বাস করি ইন শা আল্লাহ। জুম মিটিংএ ক্লাস হবে। সকল ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। পিডিএফ লেকচার শিট দেওয়া হবে। কোনো বই প্রয়োজন হবে না। কয়েকটি ক্লাস শেষেই যাচাই এর জন্য একটি করে পরীক্ষা নেওয়া হবে। ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম ক্লাসটি আপনাদের খেদমাতে পেশ করলাম। দেখুন-বুঝুন-সিদ্ধান্ত নিন। ভর্তি হতে চাইলে ইনবক্স করুন অথবা হোয়াটস্যাপে মেসেজ করুন- 01746-839635