আশাকরি মাস খানেক পরে বড় ইলিশ আসবে বাজারে। এখন যা দেখলাম, সেটার জন্য অতদূর যাওয়ার কোনো মানে হয়না। যতদিন না এই ছোট ইলিশ ধরা এবং বিক্রি করাকে আইন করে বন্ধ না হবে ততদিন এত খোকা ইলিশ বাজারে ছেয়ে থাকবে। তবে ভিডিওর জন্য ধন্যবাদ🙏
এখন ইলিশ প্রচুর এলে ও পাওয়া যায় না বা দাম কমানো হয় না।কেনো না সব প্লাস্টিক প্যাকেট করে store করা হয় পরে বেশি দামে বিক্রি করা হয়।এবং ধীরে ধীরে দাম ধরে রেখে বাজারে ছাড়া হয়।