Тёмный

ইসলামে হাকিকি পর্দা কি? বললেন মাওলানা আনিসুর রহমান জাফরী আল জাহাঙ্গীর। ফকিরনি দরবার শরীফ| 

Sufibadi Tv
Подписаться 1,4 тыс.
Просмотров 280
50% 1

#ধর্মের মূল সত্য (পর্ব-১০)
আবার বলছি, কোরান আমাকে একা ডাকতে বলছে। দুইজন হলে চলবে না। কারণ আমাকে হতে হবে একা। সবাই ভাবছি যে, আমিতো একা । চিন্তার ভুল। ভুলটি এতই চিকন যে আমাদের চোখে ধরা পড়তে চায় না। বারবার প্রশ্ন জাগে, আমি তো একাই। দুইজন হলাম কী করে? আমার সঙ্গে চুপ করে লুকিয়ে আছে আরেকজন। তার নাম কী? তার নাম খান্নাস। এই খান্নাস আমার সঙ্গে চুপ করে লুকিয়ে থাকার দরুনই কোরানকে বারবার উপদেশ দিতে হয়েছে। সাবধান করে দিয়েছে। সেই উপদেশ আর সাবধান বাণীটি হল, খান্নাসের ধোঁকাবাজি হতে আশ্রয় চাও। বিসমিল্লাহ পড়ার আগেও শয়তানের ধোঁকাবাজি হতে আশ্রয় চাইতে বলা হয়েছে। সে শয়তানটি কেমন? রাজিম তথা পাথরের আঘাত খাওয়া শয়তান। সে পাথর আবার কী? সংসার জীবনে চলার পথে বারবার ভুল করার পাথর। অদৃশ্য পাথর, কিন্তু আঘাত বড়ই নির্মম। সংসার জীবনে অনেক হোঁচট খেতে হয়। হোঁচট খেতে খেতে মনটি ক্ষতবিক্ষত হতে থাকে। এত আঘাত আসছে অথচ বুঝতে পারছি না। তাই প্রথমেই উপদেশ- পাথরের আঘাত খাওয়া শয়তানের ধোঁকাবাজি হতে আশ্রয় চাও। আবার প্রশ্ন আসতে পারে যে, আশ্রয় চাইলেই কি শয়তান হতে মুক্ত হওয়া যায়? এ প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। তবে এর উত্তরটা অনেকেই ধরতে পারেন। এই পাথরের আঘাত খাওয়া শয়তান, এই কুমন্ত্রণা দেওয়া খান্নাস কোথায় বাস করে? সে কি আলাদা বাস করে? না। এই খান্নাস আমারই সঙ্গে বাস করছে। আমার মধ্যে এমনভাবে মিশে আছে যে আমি এ খান্নাসকে আলাদা করে ভাবতেই পারছি না। মনেই হয় না যে আমার সঙ্গে আর একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মনেই হয় না যে, আসলে আমি একা নই, আমি এবং খান্নাস একত্রে আছি। একের ভেতর দুই। অনেকটা উপমার ছলে বলছি, টু ইন ওয়ান, টেপরেকর্ডারের সঙ্গে রেডিওকে ঢুকিয়ে দেওয়া। মনে হয় কেবলই টেপ। রেডিওর কথা মনে হয় না। তেমনি মনে হয়, আমি তো একাই। সত্যিই যদি আমি একা হতাম তাহলে আমার ডাকের জবাব আল্লাহ দেবেন। আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা, আল্লাহর প্রতিশ্রুতিকে মিথ্যা বলে বিশ্বাস করলে আল্লাহকেই অস্বীকার করা হয়।
সুতরাং আল্লাহকে ডাকো, ডাকের জবাব পাবে। কিন্তু ডাকতে হবে একা। দুইজন হলে চলবে না। তুমি ডাকো। কিন্তু তোমার সঙ্গে যে খান্নাস আছে তাকে সাথে নিয়ে ডাকলে জবাব পাবে না। কারণ খান্নাস থাকলে তুমি একা নও। দুজন হয়ে আছ। তাই হও একা। তাড়াও খান্নাসকে ঝাঁটা মেরে। তাড়িয়ে দাও তোমার মধ্যে চুপটি করে যে খান্নাসটি বসে আছে। তারপর ডাকো। জবাব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই জবাব দেবার জন্য তোমার রব তোমাকে বার বার বলছেন। কোরানের একটি বাক্য নয়, কোরানের একটি সুরাও নয় বরং ত্রিশ পারা তথা সমস্ত কোরানটাই তোমাকে এই একটি মাত্র আদেশ দিয়েছে, আর সেই একটি মাত্র আদেশটিই হল, খান্নাস, শয়তান, মরদুদ, ইবলিসের সহ অবস্থান হতে আলাদা হয়ে যাও। অথচ তুমি একাও হতে পারছ না আর ডাকের জবাবও পাও না। তখন অনেক রকম প্রশ্ন, সংশয় আর জিজ্ঞাসার আলো-আঁধারের ফাঁদে পড়ে দিশেহারা হও। এই দিশেহারাদের সিদ্ধান্তগুলো হয় গোঁজামিলের বস্তা। ভুল অঙ্কের ভুল ফল। ইচ্ছাগুলো অনেক সময় কিছুটা আন্তরিক হওয়া সত্ত্বেও আসল বিষয়টি ধরতে না পারার দরুণ এরকম হয়ে যায় । তাই খান্নাসকে তাড়িয়ে দাও। ঝেঁটিয়ে বিদায় করে দাও। তুমি একা হও। কেবলই একা হও। তা হলে? ডাকো রবকে, জবাব অবশ্যই পাবে। যতদিন পর্যন্ত খান্নাসকে তাড়াতে না পারবে, ততদিন পর্যন্ত ডেকে যেতে পারবে, কিন্তু জবাবটি পাবে না। কারণ খান্নাস তোমার সঙ্গে যতদিন বাস করবে ততদিন তুমি শেরেক করছো না, বরং শেরেকে ডুবে আছো। ডুবে আছো মনের অজান্তে। ধরতেই পারছো না যে শেরেকে ডুবে আছো। কী অপূর্ব বিজ্ঞানময় সূক্ষ্ম কৌশলের পুকুরে সাঁতার কাটছো, অথচ বুঝতেই পারছো না। তাই তো আল্লাহ পাকের আর এক নাম হাকিম।
গ্রন্থ- শরিয়তি শয়তান মারেফতি শয়তান।
লেখক-ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।
এই বইটি সংগ্রহের ঠিকানা ও ফোন নম্বর-
১।বে-ইমান হোমিও হল
১০৮, নিউ-এলিফ্যান্ট রোড
ঢাকা-১২০৫
ফোন : 01717636353
২। ডাঃ শফিকুল ইসলাম
বা-ঈমান হোমিও হল
১৩৩ কাটাসুর, সেরে বাংলা রোড
মোহাম্মদপুর, ঢাকা
01911432919
৩। তৌহিদুল ইসলাম
01686294459
★কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে বই পৌঁছে দেয়া হবে★
Website - www.dr-babajahangir.com

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
Далее