আপনার ভিডিও দেখে নভেম্বর/২০২৩ নিজের পাসপোর্ট করেছি, একটা সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, আর কয়েকদিন আগে আমার মামার টাও আপনার ভিডিওর সাজেশন অনুযায়ী করেছি, এটাও কোন সমস্যা হয়নি। আপনি যেভাবে সহজ ভাবে বোঝান, এরকম অন্য কোন পাসপোর্ট ইউটিউবার, ইউটিউব এ নেই।❤❤
@@TechProSOHRABassalamualikum vaiya ami BBA ses korcho 2022 e akhon ami passport korte chachi ar desher bahire MBA Korte cachi tho akhon ami occupation e ki student dile Ki kono problem hobe ki?
আসসালামু আলাইকুম ভাই। ভাই পাসপোর্ট সংক্রান্ত আপনার আগের একটা ভিডিও দেখেছি এবং এই ভিডিও টা দেখলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি যে হেল্পফুল হয়েছে আমার ভাই বলে শেষ করা যাবে না। ভাই আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
@@TechProSOHRAB আস-সালামু আলাইকুম, ভাই । ১০ বছরের মধ্যে বেঁচে থাকলে তো বিয়ে করতেই হবে, এমনকি ১-২ বছরের মধ্যেও হতে পারে 😂 এখন সমস্যা হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করার সময় সিঙ্গেল দিলে কি ১ বছর পর স্পাউস নিয়ে বিদেশে ঘুরতে অথবা থাকতে সমস্যা হবে ?! সেক্ষেত্রে কি করতে হবে ??? আশা করি রিপ্লাই দিবেন দয়া করে, অনেক ধন্যবাদ ❤
জনাব আমার একটি কম্পিউটারের দোকান আছে। আমি এখনো পর্যন্ত কোন কাস্টমারের জন্য পাসপোর্টের কোন আবেদন করি নাই। আপনি বলেছেন যে, একটি মেইল এড্রেস থেকে ৬ টি পর্যন্ত আবেদন করা যাবে । সেক্ষেত্রে কম্পিউটার দোকানদারগণ প্রতিনিয়ত কিভাবে আবেদন করে ।
আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে ২০২৫ /ফেব্রুয়ারি মাসে। এখন আমি ই- আরপি পাসপোর্ট করতে চাচ্ছি। এমআরপি পাসপোর্ট করার সময় আমি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করেছিলাম। এখন আমি চাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড করতে সে ক্ষেত্রে আমার কি করতে হবে
আস-সালামু আলাইকুম, ভাই । ১০ বছরের মধ্যে বেঁচে থাকলে তো বিয়ে করতেই হবে, এমনকি ১-২ বছরের মধ্যেও হতে পারে 😂 এখন সমস্যা হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করার সময় সিঙ্গেল দিলে কি ১ বছর পর স্পাউস নিয়ে বিদেশে ঘুরতে অথবা থাকতে সমস্যা হবে ?! সেক্ষেত্রে কি করতে হবে ??? আশা করি রিপ্লাই দিবেন দয়া করে, অনেক ধন্যবাদ ❤
ID Documents পুরনের পর Save as continue দিলে এই লেখাটি আসে করনীয় কি? The application with this NID number is being processed by the central system. An applicant is not allowed to submit two applications at a time.
আপনার ভিডিও সবসময় দেখে আসছি। ধন্যবাদ ভাই। আমার পিতা মৃত, nid card এ শুধু তার নাম আছে। তাই আমি শুধু নাম লিখলে হবে কিনা? এবং পেশায় কি Other লিখলে হবে কিনা? আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। রতন
Road/Sector/Block (Optional) ভাই, আমি এই জিনিসটি অনলাইনে পূরণ করি নাই এখন কি আমাকে পাসপোর্ট অফিসে কোনো প্রকারের ঝামিলায় পড়তে হবে?? ঝামিলা হলে এর উপায় কি?
১: আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। এখন নবায়নের সাথে জন্মতারিখও সংশোধন করা লাগবে। এখন আমি কোন অপশনে যাব? তথ্য সংশোধন নাকি নবায়ন? ২: স্পাউস নামে আামার ক্ষেত্রে আমার স্ত্রী এবং স্ত্রীর ক্ষেত্রে আমার নাম আছে। এখন নবায়নের ক্ষেত্রে কি কাবিনের কপি লাগবে? ৩: আামার স্ত্রীর পারমানেন্ট এড্রেস ওর বাপের বাড়ি ঠিকানা আছে। পরিবর্তন করার কি প্রয়োজন আছে?
আসসালামু আলাইকুম, আমার ওয়াইফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমি একটি প্রাইভেট কলেজে চাকরি করি। আমার এক ছেলে ও এক মেয়ে আছে দুজনের বয়স 15 বছরের নিচে। আমাদের মোট চারজনের কোন পাসপোর্ট করা হয় নাই। আমার ওয়াইফের NOC এর মাধ্যমে ওয়াইফ সহ চার জনের পাসপোর্ট করতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি আমাদের চারজনের আলাদা আলাদা আবেদন করতে হবে এবং প্রথমে কি আমার ওয়াইফের আবেদন করতে হবে? বিষয়টি ক্লিয়ার করলে খুবই উপকৃত হতাম।
আমার বয়স যখন ১৭ তখন আমি জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট বানাই।পাসপোর্ট বানানোর পর এন আই ডি কারড তৈরি হয়। আমার পাসপোর্ট এবং আইডি কার্ড অনুযায়ী আমার বয়স ১৯ বছর ৩ মাস। কিন্তু এখন আমি বাংলাদেশের বাহিরে কাজের উদ্দেশ্য যাব তাই আমার পাসপোর্ট এ বয়স বাড়িয়ে ২১ বছর করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব।
ভাই আমার একটা প্রভ্লেম হচ্চে, যে আমার ডাকঘর হচ্ছে ছতুরা শরিফ,, কিন্ত আইডি কারড এ আইছে মেইন ডাকঘর গংগাসাগর, অনলাইনে ফ্রম পুরন করার সময় সদু পোসাটাল কোড ৩৪৫২ গংসাগর সো করে ৩৪৫২ ছতুরা শরিফ সো করেনা,ছতুরা পোস্ট অফিস হচ্চে সাখা একটা,, আমি অনলাইন ফমে ছতুরা শরিফ দিয়ে আবেদন করেছি সেই ক্ষেত্রে কোন প্রভ্লেম হবে কি এক্টু জানাবেন প্লিজ
আমার NID কার্ডে বর্তমান ঠিকানা ঢাকার কিন্তু আমি বর্তমানে স্থায়ী ঠিকানায় ( গোপালগঞ্জ) থাকি এক্ষেত্রে আমি বর্তমান ও স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ দিতে পারবো কিনা?
ভাইয়া আমি ই পাসপোর্ট সংশোধন এর জন্য আবেদন করব।কারেকশন করলে পুলিশ ভেরিফিকেশন লাগে।এখন আমার কথা হচ্ছে আমি কি প্রি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করলে সমস্যা হবে
আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি। আমি অনলাইনে আবেদন করেছি কিন্তু ফর্ম download করার পর বাংলা font চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য জায়গায়ও চেষ্টা করেছি একই হয়. এখন কি করার?
আমি পেশা ব্যাবসা দিয়ে সাবমিট করে ফেলছি টাকা পেমেন্ট করি নাই।। পূর্বে MRp পাসপোর্ট ছিল,GD করে নতুন পাসেপোর্ট নিচ্ছি, আমি বেকার।। পেশার ক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারি।।
আবেদন করা বা টাকা জমা দেওয়ার কত দিন পর পর্যন্ত পাসপোর্ট অফিস এ জাওয়া যায়? মানে টাকা জমা দেওয়ার কত দিন এর মধ্যে পাসপোর্ট অফিস আবেদন পত্র জমা দিতে হবে?
আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এনওসি নেওয়ার সময় স্ত্রী ও সন্তানদের নাম উল্লেখ করে নিয়েছি। তাদের জন্য ও পাসপোর্ট এর আবেদন করতে চাই। তাদের আবেদনের ধরন কি অফিশিয়াল হবে? একটা NOC দিয়ে কত জনের আবেদন করা যাবে?
Amar ager passport birth cirtificate dia kora. Akhon ami passport renew korte chaschi. Akhon ki ami birth certificate er poriborte NID use korte parbo?
আমার সার্টিফিকেটে বাবা-মায়ের নামের আগে মোঃ,মোসাঃ নাই কিন্তু আমার এনআইডি কার্ডে বাবা-মায়ের নামের আগে মোঃ,মোসাঃ আছে। এখন আমি পাসপোর্ট করার সময় কোনটা ফলো করবো.?
ভাইয়া আমার বাবার পাসপোর্ট করতে চাচ্ছি প্রথম, আমার বাবার বয়স ৬০ বছর উনার কাবিন নামা নাই এই ক্ষেত্রে কি করতে পারি? আর আমার দাদা দাদির এন আইডি কার্ড নাই সেই ক্ষেত্রে আমার বাবার পাসপোর্ট ফর্মে বাবা মার আইডি ছাড়া কি পসিবল
ভাই আমি একজন হিন্দু ধর্মাবলম্বী। আমি আজ থেকে ১৯ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন রেজিষ্ট্রেশন করার নিয়ম ছিলো কিনা আমি জানতাম না তাই বিবাহের কোন রেজিষ্ট্রেশন কাগজ নাই। তাহলে এখন কি পাসপোর্ট করতে পারবো না? বা পারলে সেটা কিভাবে একটু জানাবেন প্লিজ।
আপনার নিকটস্থ কোনো হিন্দু বিবাহ রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কোনো উকিলের মাধ্যমে ম্যাজিস্ট্রেট এফিডেভিট করিয়ে নোটারি সহ ম্যারেজ সার্টিফিকেট করাতে পারেন। বাংলা এবং ইংরেজি দুই সংস্করণেই করাতে পারবেন।
ভাই আমার বাবা মৃত। পাসপোর্ট করার সময় কি উনার মৃত্যু সনদ দেওয়া লাগবে কি। আর আমার nid তে, আমার ssc এর সার্টিফিকেটে আমার বাবার নাম একরকম, আর আমার বাবার nid কার্ডে আমার বাবার নাম আরেকরকম এখন কি করব। বাবা-মায়ের nid নাম্বার কি পাসপোর্টের আবেদন করার সময়ে দিব কি না দিব না। আমার বয়স ২১ + দয়াকরে জানাবেন খুব উপকার হবে। আপনার ভিডিও গুলো দেখি আমি
Vhai amr passport dilevery date 14 march,permanent address er police clearance hoise bt present address theke akhono police call dey nai akhn ki koroniyo?
আমার বাচ্চার নাম তৌহিদুল তাওসিফ তাহিম বাংলা ভাষায় দেওয়া আছে জন্মনিবন্ধন কাডে এবং ইংরেজি ভাষায় লেখা তাহিম এর ইংরেজি শব্দ tahin দেওয়া হয়। এভাবেই পাসপোর্ট করতে দেওয়া হইছে ।এখন অনলাইনে পাসপোর্টের আপডেট দেওয়া আছে পাসপোর্ট prient queue দেখানো হয়েছে এখন।এখন কি করবো কোন সমস্যা হবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। দয়া করে কমেন্টের উত্তরটা দিবেন। একটু ধারনা দিতে পারেন
Ami offline payment select koree A-challan er maddhome BKASH diye payment kori, ekhon Application form e je bank er name, payment date, payment amount ar payment reference No. chaache taa ki dibo?? please reply!
আমি আমার আইডি থেকে আমার স্ত্রী ও সন্তানের পৃথক দুটি আবেদন এন্ট্রি শুরু করি। পেমেন্টের আগে আমি আর এগুইনি। তারপর আমি লগ আউট করি। এখন পাসপোর্ট সম্পন্ন করে পেমেন্ট যেতে চাচ্ছি। কিন্তু লগ ইন করার পর আবেদন অসম্পূর্ণ দেখাচ্ছে। এখন আমি এই অসম্পূর্ণ আবেদন ২টি সম্পন্ন করবো কীভাবে?
আসসালামু আলাইকুম আমার MRP পাসপোর্টে গ্রামের নাম উল্লেখ নেই। এখন পাসপোর্ট রিনিউ করার সময় কি গ্রামের নামটা যুক্ত করা যাবে ভাইয়া? দয়া করে জানাবেন। ধন্যবাদ
আসসালামু আলাইকুম। আমার এনআইডি কার্ড ও একাডেমিক সকল সার্টিফিকেটে মো: আজিজুর রহমান (রাজা)। ই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে রাজা ফাস্ট ব্রাকেট এবং সেকেন্ড ব্রাকেট নিতেছে না। সে ক্ষেত্রে আমার পাসপোর্টে কি ব্রাকেটে রাজা থাকবে? না শুধু রাজা হবে। অনুগ্রহপূর্বক জানাবেন।
আসসালামুআলাইকুম ভাই আমি ইতালি প্রভাসী,আমার পাসপোর্ট এমআরপি এখন ১ বছর মেয়াদ আছে,আমি বাংলাদেশে গিয়ে ই পাসপোর্ট নিতে চাচ্ছি ছুটিতে দেশে গিয়ে,শেই ক্ষেত্রে কোনো সমস্যা হবেনাতো দয়া করে জানাবেন ভাই
ভাই আমি থাকি চট্টগ্রামে৷ কিন্তু আমার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলায়।এখন আমি পাসপোর্ট যদি চট্টগ্রাম থেকে করতে চায় তাইলে আমার পুলিশ ভ্যারিফিকেশন কোথায় হতে পারে যদি আমি স্থায়ী বর্তমান ঠিকানা দুইটায় কক্সবাজার দি তাহলে? অগ্রীম ধন্যবাদ❤
Ami aktu jante chay j amar ভোটার আই ডি কাডে ঠিকানা ঢাকা আর permanent ঠিকানা চট্টগ্রাম।।এখন আমি কি ঢাকার ঠিকানা দিয়ে present n permanent দিতে পারব ? Please দয়া করে জানাবেন প্লিজ
আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই এখন আমি রিনিউ করতে চাই এবং আমার NID এর সাথে মিল রেখে আমার পাসপোর্টের বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি expired or data change সিলেক্ট করবো? আর বর্তমান ঠিকানা যদি একই থানার under এ হয়ে থাকে সেক্ষেত্রে কি কোনো অঙ্গীকার নাম দিতে হবে? kindly জাবাবেন।
khuboi helpful bro thank you akta posno kono sedule nai application krar por akhon je kno din jawa jabe seta jani but kno time limit ki ase 2/3 month ???
ভাইয়া, 👇👇 প্লিজ রিপ্লাই করবেন🙏🙏 আমার মায়ের পাসপোর্টের মেয়াদ কিছুদিন আগে শেষ হয়ে গেছে। কিন্তু সেটাতে কিছু ছোটখাটো ভুল থেকে গেছিল। যেমন, Gender Female এর জায়গায় Male এবং Emergency contact পরিবর্তন করতে চাই। এখন সেটা রিনিউ করতে হলে আবেদন ফর্মে কোন অপশনটা দিব সংশোধন নাকি নবায়ন.? আর যদি নবায়ন সিলেক্ট করে আগের ভুলগুলো সংশোধন করি তাহলে কি কোন প্রবলেম হবে.? প্লিজ জানাবেন...
Bai Nid carde md pore .ase akhon ai anojai e passport from ki . Dile plm hobe .r jodhi hoy to ki babe sonsodon korbo ami payment A chalane fiyesi .janabe thanks
ভাই আপনার কাছে একটি ইনফরমেশন জানতে চাই, সেইটা হলো আমার বয়স লাইক ১৭ বছর আমি এনআইডি করে ফেলছি, এখন আমি যদি এখন নতুন করে ২০ বছর দিয়ে জন্ম নিবন্ধন করে পাসপোর্ট তৈরি করতে যাই এনআইডি কার্ড গোপন রেখে তাহলে কোনো সমস্যা হবে নাকী?। দয়া করে জানাবেন ভাই
Ekhon problem hobe na but pore ae NiD er sathe mil rekhe passport shongshodhon kora lagbe … mane aponar jokhon boyosh 20 hiye jabe tar pore passport renew korte gele NiD lagbe
আমার স্হায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা হাতে লেখা Passport এ ঢাকায় এক জায়গা ছিল। বর্তমানে বর্তমান ঠিকানায় থাকি না কিন্তু ঢাকায় থাকি, এখন আমি কি বর্তমান ঠিকানা স্হায়ী ঠিকানায় দেখিয়ে E Passport করতে পারবো। জানিয়েন
আমার বাবার একটা পাসপোর্ট করতে চাইছি কিন্তু বাবার আগের পাসপোর্টের সাথে জন্মতারিখ এর মিল নাই। এনআইডি কার্ডের থেকে পাসপোর্টে ৫ বছর কম আছে। ১.জন্মতারিখ সমস্যা ২.পাসপোর্ট হারিয়ে গেছে ৩.পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন ই পাসপোর্ট করতে চাচ্ছি তাহলে কি করনীয়? নতুন আবেদন করতে হলে 1.lost/stolen 2.Data change 3.unsueable 4.other এর মধ্যো কোনটা দিবো? ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জানার ছিলো আশা করি প্রশ্নটা করলে উত্তরটি দিবেন 'আমি NID & PASPORT এ বয়স বাড়িয়ে করেছিলাম' "আমার NID & PASPORT এই ২ টি তে একইরকম বয়স এবং নাম রয়েছে, তবে এই ২ টাই আমার সার্টিফিকেটের সাথে মিল নেই, এখন কি আমি আমার NID & PASPORT দুইটাই সার্টিফিকেটের বয়স এবং নামের সাথে মিলিয়ে নিতে পারবো?" আশা করি উত্তর পাবো ধন্যবাদ❤