আপনার এই প্রতিবেদন দেখে গত বছর আমি আপনারই টিমের একজন সদস্যের কাছ থেকে ১০ কেজি ফাতেমা ধান ৩০০০ টাকা দিয়ে, নিয়ে ৮০ শতাংশ জমি লাগিয়ে মুট ধান হয়েছিল মাত্র৫.৫ মণ। ধন্যবাদ আপনার টিমের সকলকে।
৮০ শতাংশ জমিতে ৫মণ ধান উৎপাদন করছেন আপনি কেমন চাষী সেটা বুঝা গেল। বাংলাদেশের সবচেয়ে খারাপ জাতের ধান হলেও অন্তত ৮০ শতাংশে ৪০ মণ ধান হবার কথা। আপনাদের মত কিছু মৌসুমি কৃষকের জন্য মুল জাতের বদনাম হয়। আপনি চাইলে আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমাদের ঠিকানায় আমন্ত্রিত। আপনাকে সাথে নিয়েই প্রমানসহ এই জাতের ফলনের পরিমাপের ভিডিও তৈরি করবো।
মাশাল্লাহ, খুব সুন্দর প্রতিবেদন। আমি ২০২১ সালে এই ফাতিমা ধান চাষ করে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে-ন্যাড়া আর কোনদিন বেল তলা যাবেনা । এটা হাইব্রিড ধান। ধানে থোর আসার সময় গাছের সব পাতা শুকিয়ে যায় । কোথায় থেকে ফলন হবে ? সাধু সাবধান !
এই ফাতেমা ধান আমি লাগিয়ে ছিলাম সব ঠিক আছে কিনতু আমার চিটার সংখা বেশি হয়ে ছিল এই ধানটি কি ভাবে লাগাতে হয় এটা নিয়ে A 2 Z একটা ভিডিও যদি দিতেন তাহলে উপকৃত হতাম