কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
: আমাদের উদ্দেশ্য :
এটি একটি ভ্রমণ ভিডিও। আমরা ঘুরতে বেশ পছন্দ করি। ঘুড়ে বেড়ানোর মাঝখানে আমরা যে ভিডিওগুলো করে থাকি, সেখান থেকেই আসলে আমরা এই ব্লক তৈরী করি। আমরা আসলে প্রেসারদারি ব্লগার না। শুধুমাত্র মনের ইচ্ছা থেকে এই ব্লকগুলো তৈরি করা হয়। তাই আমাদের ব্লক গুলো বেশিরভাগই অগোছালো থাকে। তারপরও চেষ্টা করা হয় যতটা গুছিয়ে ব্লক তৈরি করা যায়। আপনারা আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের আরও উৎসাহ দিবেন।
: অডিও সত্ত্ব/Audio Credit :
Miracle Land by tubebackr / tubebackr
Creative Commons - Attribution-NoDerivs 3.0 Unported - CC BY-ND 3.0
Free Download / Stream: tinyurl.com/2f...
Music promoted by Audio Library tinyurl.com/5a...
29 окт 2024