এক কথায় বলতে গেলে,,,,বাবার অনেক টাকা থাকলে এই ভাবে খাওয়া সম্ভব। এরা এমন ভাব দেখায় যেন বিশাল ব্যাপার,,,,,,!!!!আসলে, বাবার টাকায় এমন বড়ো বড়ো ভাব না দেখিয়ে, একটু গরীব মানুষ দের সাহায্য করুন, ভগবান মঙ্গল করবেন।
দাদা, আমি বাংলাদেশ থেকে আপনার প্রত্যেকটা ভ্লগ দেখি। সব খাবার আসলে অনেকটা কাছাকাছি আমাদের মতোই। আপনার প্রত্যেকটা ভ্লগ দেখেই আপনার মায়ের প্রতি সম্মান রেখেই বলতেছি, আপনি আপনার এক্সপ্রেশন দিয়ে আপনার মায়ের এক্সট্রা অর্ডিনারী অনেক কথা আপনি ওভারলুক করে চলে যান! এই সাদাসিধা খাবারে সবজান্তা অনেক কমপ্লিমেন্ট না করলেও চলে। যেমন... উঁ উঁ এটা এমন হলে ভালো, ওটা তেমন হলে ভালো!! এসব ন্যাকামি না করলে ভ্লগ গুলো আরো ন্যাচারাল হবে। আজকের ভ্লগ এবং যথারীতি আপনার খাওয়া আজকেও আউটস্ট্যান্ডিং। ধন্যবাদ।
দাদা তুমি ঠিক কথা বলেছো। ইউটিউব এর ইনকামের ফ্লো টা হয়তো ভবিষ্যৎ এ একসমান নাও থাকতে পারে তখন তোমার ক্লাসটা ঠিকটাক রাখতে সঞ্চয় করা উচিত। আর এমন ক্লাসে বিলং করা উচিত যেটা তুমি সবসময় কন্টিনিউ করতে পারবে।❤
পান্তাভাত আমাদের ঐতিহ্য সাথে ইলিশ মাছ সৌখিনতা। যুদ্ধের আগে ফ্রিজ না থাকার ফলে আমাদের মুরুব্বিরা যা করতো- ভাত বেচে গেলে রাতে ওই ভাতটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখতো এতে দুইটা উপকার হতো সকালে মানুষ জন যখন কাজে যেতো সহজেই খেয়ে যেতে পারতো সাথে পেট্টাও ঠান্ডা রাখতো এই পান্তাভাত। আর ইলিশ মাছতো আমাদের জাতীয় মাছ। দুইটাই আমাদের ঐতিহ্যকে ধারন করে এর জন্য পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়।
ইলিশ মাছ এক সময় খুবই সহজলভ্য ছিল। বাংলাদেশের প্রায় প্রতি ঘরে ঘরেই ইলিশ থাকত। আর পহেলা বৈশাখ হয় এপ্রিল মাসে, যখন প্রচন্ড ঘরম থাকে। তখন অনেকেই দুপুর বেলা ঘরম ভাত না খেয়ে ঠান্ডা (পান্তা) ভাত খেত। এ থেকে ধীরে ধীরে এটা বাংলাদেশের মানুষের ঐতিহ্যে রূপ নেয়।
এই মাত্র দুপুরে খেয়ে বিছানায় শুয়ে তোমার ভিডিও টা দেখছিলাম, কিন্তু তোমার এই ভাবে ইলিশ আর পান্তা ভাত খাওয়া দেখে আবার ক্ষিদে পেয়ে গেছে।।। সত্যি বলছি।।।।।।
I watch your vlogs from USA Chicago.. Somyo da tumi j bhabe khao.. r jebhabe khabar gulo k alap korao..😅dekhei lobh laage .. khide pe jai dekhei...I just love watching your videos..
Amdr Bangladesh er national food holo panta ilish. R noboborsho bosorer prothom din tai oidin amra amdr national food diye celebrate kori shathe shutki vorta, alu vorta, begun vaja , alu vaja. Kintu mainly panta ilish thakte hobe must. Ami ekjon bangladeshi. R apndr videos gulo khb vlo lage. Specially apndr bonding. ❤❤
বাংলাদেশে ইলিশ মাছ টা হচ্ছে জাতীয় মাছ।আর বৈশাখ মাসে ইলিশ মাছ বেশ ভাল খেতে হয়।তাই নববর্ষ টা যেহেতু বাঙালী দের পার্বণ গুলোর প্রথম উৎসব, তাই সকাল বেলা পান্তা-ইলিশ দিয়ে শুরু হয়।বেশ কিছু বছর আগে বৈশাখী মেলায় পান্তা-ইলিশ এর সাথে বিভিন্ন ভর্তা সহ এটি খাওয়ার জন্য স্টল দেওয়া হতো।কিন্তু গত কয়েক বছর আগে বাংলাদেশ সরকার এটি বন্ধ করে দেয়।কারন ইলিশের প্রজননের সময়কাল বলে এটি।তাই জাতীয় ভাবে না হলেও যে যার বাড়িতে পান্তা-ইলিশ এর উৎসব টা আজও করে যাচ্ছে।❤
বাঙালিয়ানার সাথে পান্তার একটা মেলবন্ধন আছে বলেই পহেলা বৈশাখে এইটা খাওয়া হয়। জাস্ট পহেলা বৈশাখে পান্তা ইলিশ উদযাপনের জন্য বাংলাদেশে সরকারি কর্মজীবীরা মূল বেতনের ২০% বোনাস পায়। ☺️