আসসালামুয়ালাইকুম ভাই আমার একটি প্রশ্ন মেডিসিনের ভিডিও আপলোড করি,,, অনেক ক্ষেত্রে আমার অন্য ভিডিও থেকে 75% বয়েজ নিয়ে অন্য অনেকগুলো নতুন ভিডিও বানায় তারপর আপলোড করি এতে কি আমার চ্যানেলের সমস্যা হবে মনিটাইজেশন চলে যাবে
আসসালামু আলাইকুম ভাই :- আমি আমার একটি ইউটিউব চ্যানেলে reuse contents policy জন্য মনিটাইজ হারিয়েছি, ঐটা ছিলো আমার লং ভিডিওর চ্যানেল, এখন আমার প্রশ্নটা হলো, আমি ঐটাতে আর লং ভিডিও আপলোড করি না শুধু শর্ট ভিডিও আপলোড করি, আমি কি আর লং ভিডিও গুলো ডিলিট করায় আমার ওয়াচ টাইম কমে গিয়েছে, কিন্তু 10 m Shorts view কমপ্লিট করেছি আমি কি এটিতে এখন মনিটাইজ পাবো?? নাকি লং ভিডিওর ওয়াচ টাইম প্রয়োজন পড়বে??
ভাইজান আমি একটা বড় বিপদে পরেছি, আমার স্মার্ট ফোন থেকে ৫/৬ মাস আগে কিছু ভিডিও ও ছবি ডিলিট করে ফেলেছি এখন এগুলো খুবই দরকার, কিভাবে এগুলো রিকোভারি করবো কোনো কম্পিউটার ছাড়া 😢 প্লীজ ভিডিও দেন ভাইজান।🙏🙏🙏😢😢