Vai Tumi Jakhon Kno Nutan Mashala Ba Top Debe . Takhon Jodi Ektu Time Ta Bole Dao . ( Mane Kato Din Ei Mashala Ba Top Ta Rakha Jabe ). Ta Hole Amader Mato New Anglers Der Khub Upokar Hobe . Thank you Vai Valo Thakben .
আসল ব্যপারটা হলো, আসেপাশে যদি কেউ পিপড়ের ডিম ছাড়া মাছ ধরে তাহলে সেক্ষেত্রে যেকোনো টোপে ডিম ছাড়াই কিছু মাছ খাবে। কিন্তু পাশে কেউ ডিম দিলে তখন ডিম ছাড়া মাছ হয়তো একটা আধটা খাবে। তবে বেশি ভালো রেজাল্ট হওয়া মুশকিল। কেননা মাছ লার্ভা জাতীয় জিনিস খুব পছন্দ করে।
দাদা আমি একটা পনীর মশলা বানিয়েছি অনেকটা বেশি পরিমানে,সেই মশলাটিতে মশলা ছাড়াও মাখনগাদ,ঘি খাকড়ি,রসের গাদ,পনীর এবং মহুয়া দিয়েছি,দেবার পর চারটি খুব নরম ও পাতলা হয়েযায়,চরটির বয়স প্রায় পাঁচমাস হয়েছে এখনও অনেকটাই পাতলা আছে।ব্যাপার হচ্ছে আমি যে ভাগে জিনিষ গুলি মিশিয়েছি তার মধ্যে নারকেল খোল ব্যবহার করা যাবে?আর যদি ব্যবহার করাযায় তবে সেইটি ভাজা না কাচা ব্যবহার করে সে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই।
দাদা আপনার সাবস্ক্রাইবারদের জন্য একটা ফোনের নতুন নম্বর নিন,আমাদের অনেক প্রশ্ন থাকে,শুধুমাত্র সারাদিনে নির্দিষ্ট এক ঘন্টার সময় দিন তাহলেই হবে,সবসময় সবকিছু এতো প্রশ্ন কমেন্ট করে লেখা যায় না।প্লিজ দাদা আমাদের জন্য আপনার একটু মূল্যবান সময় বার করুন।