নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। ভালো করে ধর্ম গ্রন্থ পড়ুন । স্বয়ং ভগবান ও নিজের কর্ম ফল নিজে ভোগ করেছেন । কোন উপায় নেই , হাঁ ঈশ্বরকে ভালো বসলে তিনি অনেকটা কষ্ট কম করে দিতে পারেন। সদগুরু ঈশ্বরকে পাওয়ার পথ প্রদর্শক মাত্র । সব কিছু নিজেকে করতে হবে । পরামপিতা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এক ভক্তের কু কর্ম নিজে গ্রহণ করে ছিলেন । তাহাকেও তার ফল ভোগ করতে হয়েছিল ।
সবার দায়ভার সদগুরু নেননা | কেবল মাত্র যাঁরা সদগুরুকে সেইভাবে গ্রহন করেছেন এবং নিজেকে সম্পূর্ণভাবে তাঁর কাছে অর্পন করতে পারেন তাঁদের সুনিয়ন্ত্রণ করে খারাপ কর্মফলকে তাল থেকে তিলে পরিনত করতে পারেন |
যে গুরু বলে ঈশ্বর, আল্লাহ এক; রাম, রসূল, কৃষ্ণ এক, বেদ, কোরান, বাইবেল সব এক; ধর্ম সবই সমান; সে গুরুকে ভণ্ড গুরু বলে জানিবে, সেই গুরুর চ্যালাচামুণ্ডাদের ধূর্ত গোষ্ঠী বলে জানবেন।”