সফিকুলদা বলার কোন ভাষা নেই এই আপদ মূখ্যমন্ত্রিকে রাজ্য ছারা করতে হবে তবে ২৭তারিখ নবান্ন ঘেরাও আন্দোলন সফল হবে তবে আপনাকে আর সুভেন্দুদা কে টারগেট করেছে কলকাতা হাইকোর্ট আছে এই জজ্ঞাল দের শিক্ষা দেবার জন্য একজন মৌমিতা অসময়ে চলে গেল এরপর আবার কারুর পালা যাতে নাহয় গুন্ডা আর পুলিস দিয়ে রোখা যাবেনা
Bamfront er amole o Biman Bose er Mohila assistant mara joyar ghotona kotha i chapa pore gelo, Bam ponthi vahi ra side theke andolon er jol na mepe ,sei khoon er tondon ta o tule dhorun
অসাধারণ প্রতিবাদী গান, এবার হয়তো পশ্চিমবঙ্গের কিছু একটা হবে। আজকের দিনটা দেখে বুকের কষ্টটা চেপে রাখতে পারলাম না, চোখে জল এসে গেল। Plz সবাই নবান্ন চলো, রাবণ রাণীকে ডাইনিকে শেষ করে আসি। পশ্চিমবঙ্গকে বাঁচান।🙏🙏
অসামান্য এ গানের জন্য প্রতিবাদী এ শিল্পীকে শ্রদ্ধাভরা অভিনন্দন জানাই দাবী শুধু মমতার পদত্যাগ ই নয় , তার পুরো মন্ত্রিসভার ই পদত্যাগ জোরালো ভাবে উচ্চারিত হোক দিকে দিকে।
গান টি অসাধারন, সময় উপযোগী সুন্দর গান, সফিকুল ভাই তুমি যে এই সব যোগাড় করো, ভাবা যায় না, তোমার প্রত্যেক টা সংগ্রহ অসাধারন, এবং এ ছাড়া তোমার প্রত্যেক টা কথা গঠন মূলক এবং ভীষণ দেশের পক্ষে যুক্তি দিয়ে বলা, , ধন্যবাদ, আমি একজন সিপিএম সমর্থক, ,,,,,,,,বয়স 70 বৎসর,
আমরা ছবিতে দেখেছি শরৎ পন্ডিত মহাশয় বৃটিশ শাসকের আমলে অত্যাচারের বিরুদ্ধে কোলকাতার রাজপথে এমনি ছড়া/গান বেধে গেয়ে গেয়ে প্রতিবাদ করতেন । আজও বাংলায় এমন প্রতিভা বিরল নয় । Drama Name - Pushpo Kotha
গান সত্য খুব ভালো, যদি মানুষ সঠিক কর্ম করে। অভাব অনটনের না থেকে শান্তিতে থাকে। কেউ সুরে আনন্দ ,কেউ শব্দেরঅর্থ তে মনের আবেগে বুঝতে চায়। তাতে লাভ কি সমস্ত কিছু মদে আর মোবাইলে ডুবে গেছে। মদ হলে আর কিছু চাইনা। মোবাইলে টিক টক এই নিয়ে মেতে আছে বাংলা বা গোটা ভারতবর্ষ। আপনি আর আমি সমাজ নিয়ে ভাবলে হবে কি। গানকে সম্মান করি কিন্তু দুঃখের সহিত বলছে এই গান কে কেউ সম্মান দেয় না অর্থ বোঝে না গানের অসম্মান হচ্ছে বলে আমি মনে করি। অপূর্ব, গান অপূর্ব, ভদ্রলোককে আমি শিল্পীকে গৌরিক অভিনন্দন জানাই 🙏 এবং জানাই