*Dear Sir, last week e apnar video ta dekhechilam, exactly apnar screen e jei bhabe lekhechen oi bhabe shajiye niye joma diyechilam, ajke finally visa ta pelam, first time applicant plus fresh passport howar karone 3months er visa peyechi. Thank you so much for all the assistance*
@@enlighteningeducation8528 bhaiya apner shate kotha bola jabe amr visa hoi nih bhaiya dakhno moton ami sokol kico thik kre dawar por o plm nah akhon amr kih kra uchit
@@fahimtelecom1930 Dear Fahim, do you expect me to provide my contact number here? Is it actually even possible? Apnar jodi shomossha na thake then kindly provide your contact number here.
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দেওয়া গাইডলাইন অনুযায়ী আমি ভারতীয় ভিসা আবেদন ফরম পূরণ করেছিলাম এবং আপনার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম। আল্লাহ পাকের রহমতে আমি ছয় মাসের জন্য ভারতীয় ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে,, আমার একটা বিষয় জানার আছে পিলিচ যানাবেন,,আমিতো অটো গাড়ি চালাই তাহলে আমি কি, পেশা গত প্রোমান দেবো,,,, আমরা যদি দুই ভাই এক সাথে যাই তাহলে ও কি দুই ভাইয়ের ব্যাংক একাউন্ট লাগবে
Medical test documents March 2022 ar ase, ate ki kunu problem hobe? Koto din puro test documents or prescription dile India high commission accept Kore?
ভাই, নতুন পাসপোর্ট এর সাথে কি আগের পাসপোর্টও জমা দিতে হবে ? কারন আগের পাসপোর্ট এ নতুন পাসপোর্ট এর রেফারেন্স আছে। দয়া করে জানালে বিশেষ উপকার হয়। ধন্যবাদ।
করোনা কালীন সময় আমার পাসপোর্ট এ এক বছরের ভিসা দিয়েছিল, (ভিসা দেওয়ার ৪ মাস পর করোনা শুরু হয়েছিল) আমি সেই এক বছরের ভিসায় একবার ভারতে যাই নাই অবশ্য তার আগে আমাকে এক বছর করে তিন বার ভিসা দিয়েছিল আমি প্রতি ভিসায় ১/২ বার করে গিয়েছিলাম, এখন আমার প্রশ্ন হল... ১. যেহেতু আমি করোনা কালীন সময় ভিসা থাকা সত্তেও ভারতে যেতে পারি নাই তার জন্য আমাকে কিছু করতে হবে কি? ২.করোনার কোন সার্টিফিকেট দিতে হবে কি? (আমি বুষ্টার ডোজ দেই নাই) ৩.পূর্বের কোন ভিসার কপি নতুন ভিসার আবেদনের সাথে সং্যুক্ত করতে হবে? পূর্বের সবগুলো ভিসার কপি না সর্বশেষ ভিসার কপি? এক্ষেত্রে ভিসা লাগিয়ে যাওয়া না যাওয়ার কোন বিশেষ নিয়ম আছে কি? ধন্যবাদ 🙏
ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা স্থায়ী ঠিকানার কোনো ইউটিলিটি বিল দেইনি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপি। আমার ভিসা কি এতে করে কোনো জটিলতায় পরবে?
রেজা ভাই, আমি কলকাতা এপোলো হসপিটাল থেকে ডক্টর এপয়েন্টমেন্ট নিয়েছি এই অ্যাপোয়েন্টমেন্টে পেশেন্ট দেখার যে ডেট দিয়েছে আমাকে কি সেই ডেটেই দেখাতে হবে আর আমার অফিস থেকে ভিসা পাওয়ার জন্য যে এনওসি নিয়েছি তাতে সম্ভাব্য যে ছুটির ডেট দেওয়া আছে আমাকে কি সেই ডেটেই ভারতে প্রবেশ করতে হবে যদি দু-এক মাস দেরি হয় তাতে কি সমস্যা হবে একটু জানাবেন প্লিজ ভাইয়া
ভাইয়া আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো- আমার পাসপোর্টে পূর্বের 13 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার আছে। কিন্তু এখন আমি 10 সংখ্যার ডিজিটাল এনআইডি কার্ড পেয়েছি। এখন আমি ইন্ডিয়ান ভিসার আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্রের নাম্বার কি আগের 13 সংখ্যাটি লিখব, না-কি বর্তমান 10 সংখ্যার ডিজিটাল নাম্বারটি ব্যবহার করব। বিষয়টি সঠিক উত্তর জানতে আমি খুবই আগ্রহী।
উনার ৫ বছরের মাল্টি ফুল ভিসা আছে ইন্ডিয়ার ,যে পাসপোর্ট এ ভিসা লাগানো ছিল ঐ পাসপোর্ট এর মেয়াদ শেষ। উনি নতুন পাসপোর্ট করেছে। এখন আগের ভিসা এবং নতুন পাসপোর্ট দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে ?দয়া করে জানাবেন।
আমি গত ২৩/০৩/২০২২ থেকে সরকারি চাকুরি থেকে অবসর প্রস্তুতি কালিন ছুটি তে আছি। আগামী ২৩/০৩/২০২৩ তারিখে পেনসন শুরু হবে। জানতে চাই আমাকে কি পেনসন এর আগে বিদেশে গেলে ও noc নিতে হবে না PRL এর মঞ্জুরী পৃত্র দিলেই হবে। অবস্যি জানাবেন। ধন্যবাদ ।
আমি আপনার আর একটা ভিডিও জানতে চেয়েছিলাম, আমি সৌদিআরব প্রবাসী,কীভাবে বাংলাদেশ থেকে ভারতে চিকিত্সার জন্য গিয়ে ভারত হতেই সৌদিআরব ফিরে যেতে পারি,এবিষয়ে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
আমার ১০/১০/২০১৯ হইতে ০৯/১০/২০২০ পরযন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাইতে পারি নাই এখন আমার ভিসার জন্য কি করতে হবে এখন পাসপোর্ট এর ১১সেপ্টেম্বর ২০ ২৩ পর্যন্ত মেয়াদ আছে এখন আমি এপ্লাই করলে ভিসা পাব
Bangladesh thekei visar meyad see hye gele, abar visa korar jnne 1st jesb documents lgcilo oigulai ki abar lgbe?? Nki shudhu application forom ta fill kre finger prints krlei hbe???
আমি attendence থেকে আমার মা এর medical ভিসা আবেদন করেছিলাম একসাথে, আমার মা ভিসা পাইছে, আমার পাসপোর্ট ফাকা আসছে,আমি কি আবার attendence apply করতে পারব? আবেদন এর সময় আমার একটি ২০০৭ সালের পাসপোর্ট ছিলনা তখন,এখন খুজে পাইছি,এখন সব পাসপোর্ট দিব আবেদনের সময়। এমন আবেদন কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে? Tourist,medical,nah medical attendance আমার মা-এর কিভাবে আবেদন করলে ভিসা পেতে পারি? বিপদে পরেছি দয়া করে জানাবেন অনুরোধ করছি, চিরকৃতজ্ঞ থাকব।
আমার পাসপোর্ট তিন টি - পূর্বের পাসপোর্ট গুলোর মেয়াদ শেষ। এখন যেই পাসপোর্ট আছে শুধু সেটা জমা দিলে হবে নাকি পূর্ব দুই টা পাসপোর্ট সাথে পিন মেরে মোট তিন টি পাসপোর্ট জমা দিতে হবে?
স্যার আমার ট্রাভেল কাডের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত আছে 2019 সালে টাকা ঢুকিয়েছিলাম কিন্তু ট্রাভেল কার্ড ইউজ করা হয়নি ওই ট্রাভেল কার্ড দিয়ে একবার ভিসা করেছিলাম কিন্তু ইন্ডিয়া যাওয়া হয়নি যেমন ট্রাভেলকার তেমনি রয়ে গেল এখন আমি চাচ্ছি এ সপ্তাহে গিয়ে এই ট্রাভেল কার্ড দিয়ে আবার ভিসার জন্য এপ্লাই করব এটা কি গ্রহণীয় হবে
ধন্যবাদ ভাই, সুন্দর তথ্যের জন্য। আমি রাজশাহী থেকে ভিসা করেছি। আমার ভিসাতে by rail gede আছে। আমি by road gede add করতে চাই। কিভাবে করা যাবে? আর এর জন্য কত টাকা ও কি কি ডকুমেন্টস লাগবে। জানালে উপকৃত হতাম।
মেডিকেল এটেনডেন্ট হিসাবে ভিসার কাগজপত্রে কি রোগীর কোন ডকুমেন্টস লাগে? আর মেডিকেল ভিসা ও মেডিকেল এটেনডেন্ট ভিসার জন্য কি ভিন্ন ভিন্ন জেলায় আবেদন করলে কোন প্রবলেম হবে?
আমি ১তারিখে ইসলামি ব্যাংক থেকে কার্ডে ডলার এন্ডোর্স করিয়েছি, পাসপোর্টে একটা সিল দিয়েছে কিন্তু কোনো ডকুমেন্ট দেয় নাই এখন আমি ভারতীয় ভিসার জন্য কি ডকুমেন্টস জমা দিবো এন্ডোর্সমেন্ট এর.?
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন আছে যে, যদি কোন ব্যক্তির পেশা গৃহিনী হয় অথবা ছাত্র/ছাত্রী হয় তাহলে তার পিতা/মাতা/স্বামীর পেশা সম্পর্কে তথ্য পূরণ করার অপশন আসে। সেক্ষেত্রে আবেদনকারীর পিতা/মাতা/স্বামীর পেশার স্বপক্ষে কোন কাগজপত্র জমা দিতে হবে ভিসা অফিসে? অনুগ্রহপূর্বক জানাবেন ?
ভিসার ফ্রি কত জমা দিতে হয় এবং আমার পরানো পাসপোর্ট আছে ইন্ডিয়া ভিসা আবেদন করার সময় কি আমার পরানো পাসপোর্ট নাম্বার দিতে হবে না নতুন পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করলে চলবে ভাইয়া প্লিজ এইটি নিয়ে একটি ভিডিও বানান প্লিজ ভাই
Amr NID card akhno paini temporary NID dise jar meyad 2021 sesh hye geche ei NID diye ki apply korle accept korbe ?....r dependant hisebe baba k dile hobe ? amr Baba probashi ...baba r ma er joint bank account shekhetre ki bank statement dile hbe?
ভাই আমি চাকরি করি ভিসা ক্ষেতে noc ব্যবহার করলাম আার স্টুডেন্ট একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিলে কি হবে। ডাচ বাংলা ব্যাংক আমি একাউন্টের খুলিছি ২০১৮ সালে আমার একাউন্টের ৩০,০০০ টাকা আছে।
গুরুত্বপূর্ণ কমেন্ট আসসালামু আলাইকুম আলিমুর রেজা ভাই আপনার কাছে প্রশ্ন হলো ১।ব্যাংক ই-স্টেইটমেন্ট যেটা অনলাইন থেকে নেওয়া যায় এটা ভারতীয় ভিসা কেন্দ্রে জমা করা যায়? না কি ব্যাংক কর্মকর্তা দ্বারা ব্যাংক স্টেইটমেন্ট নিতে হবে। যদি এ বিষয়ে কিছু বলতেন ধন্যবাদ
ভাই আমি এক জন চাকরিজীবী আমি ২০২০ সনে ইন্ডিয়ান ভিসা পাইছি কিন্তু লক ডাউন এর কারনে যেতে পারিনি এখন নতুন ভিসার জন্য আবেদন করবো পুরাতন ভিসার জন্য কি এপ্লিকিশন করতে হবে কেনো গেলাম না। জানালে খুশি হতাম
ভাই আমার আগে একটা পাসপোর্ট ছিল ওই পাসপোর্ট ইন্ডিয়ান ভ্রমন ভিসা ভিসা লাগানো আছে ,কিন্তু আগের পাসপোর্ট আমার এনআইডি সার্টিফিকেট সঙ্গে মিল ছিল না এজন্য আমি পাসপোর্টে সংশোধন করি এখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করলে ভ্রমণ ভিসা পাইতে সমস্যা হবে ।কিভাবে ফাইল সাজিয়ে আবেদন করলে ভিসা হবে ।দয়া করে বুঝিয়ে বলেন?
ভাই পাসপোর্টে ইন্ডিয়ায় ১ বছর মেয়াদীভ্রমন ভিসা রেখে যদি নেপাল ভ্রমনের জন্য ট্রানজিট ভিসা আবেদন করি সে ক্ষেত্রে কি আমি ট্রানজিট ভিসা পাব কি না? আর যদি ট্রানজিট ভিসা পাই সেক্ষেত্রে কি আমার পূর্ববর্তী ১ বছর মেয়াদী ইন্ডিয়ান ভিসা বাতিল হবে???
দাদা একটি প্রশ্ন নতুন করে ব্যাংকে একাউন্ট করে ব্যাংক স্টেটমেন্ট জমা দিলে হবে কিনা,আর একটি প্রশ্ন আমার মা নতুন ব্যাংক একাউন্ট খুলেছে এবং নমিনি হিসাবে আমাকে দিয়েছে ঐ একাউন্টের স্টেটমেন্ট দিয়ে আমি কি ভিসা আবেদন করতে পারবো কিনা একটু জানাবেন, আার যদি আবেদন করা না যায় কি ভাবে করা যাবে একটু যদি বলে দেন।
আমার পাসপোর্ট মুন্সিগঞ্জ এর এড্রেস দেওয়া আছে।আমি কি খুলনা ইন্ডিয়ান ভিসা অফিসে ভিসার জন্য পাসপোর্ট দিতে পারবো নাকি ঢাকায় জমা দিতে হবে। এই ব্যাপারে কেউ অথেনটিক ইনফর্মেশন দিতে পারবেন?
আসছা আমার মা তো হাউজ ওয়াইফ। তাহলে G.no.অপশনে ভিসা আবেদন এর,profession/occupation details,3টা অপশন আছে, Father mother sapos, কোন টা দিতে হবে,আর বাবা তো মরে গেছে,তাহলে মা এর পপেশন কি দিবো।।।আর ওখানে তিনটা অপশন এর ভিতর কোনটা দিবো