আবার তোমার গলা এলাম। আজ সকালে শুনলাম পুরো গল্পটা। মন্তব্যটাও খুব প্রণিধানযোগ্য। রবীন্দ্র সংগীত টা পুরো শুনলাম নিজের জীবন বৃত্তান্ত কে ঘেঁটে জীবনের করুন ছবি ভেসে এলো। তোমার সুন্দর এত সুন্দর গান তুমি গাও খালি গলায়। আমার মন খুব আনন্দে ভরে উঠে। এইরকম ভাবে তুমি আমাদের গল্প নির্বাচন ও পাঠ করো আমার কাছে আমাদের চির কৃতজ্ঞতা। তুমি যেন অনেক দূরের কাছের মানুষ। একটা দায়িত্ব পালন করছো। জীবন আনন্দ মুখর হয়ে ওঠে। ভালো থেকো সুস্থ থেকো।
' এখন হৃদয়' গল্পের নামকরণটা সার্থক, ভেবে দেখলাম প্রতিটা মুহূর্ত দিয়ে তৈরি আমাদের এই জীবন, মুহূর্ততেই আমরা বাঁচি, আর মুহূর্ত যে রকম পরিবর্তনশীল হৃদয় ঠিক সেরকমই পরিবর্তনশীল। রুমির কৌশিককে ভালোলাগা, বিয়ে করা, এবং পরে দাম্পত্য কলহের জেরে একপ্রকার ছাড়াছাড়ি, এই ছাড়াছাড়ির পেছনে হৃদয়ের ভূমিকা তো আছে, এবং মুহূর্তের ও রুমির মা বাবা ঠাকুরমা যতই বলে থাকুক না কেন 'তোদের মধ্যে তো এই কমাস আগেও এত ভাব ভালোবাসা ছিল ' হঠাৎ করে কি হলো এই কথাগুলোর মধ্য দিয়ে গল্পের এই চরিত্রগুলো এই পরিবর্তনশীল জীবনকে নাকচ করে দিচ্ছেন, কাউকে বা কিছুকে এই মুহূর্তে ভালো লাগছে ঠিক পরমুহূর্তেই আর ভালো লাগবে কিনা তা আমরা জানিনা, আমরা এমনটি সবাই করে থাকি, অতীতে কি হয়েছিল এটা নিয়ে আমরা ভাবি সে নিরিখেই আমরা আমাদের পরবর্তী জীবন কি রকম হবে তার একটা ছবি এঁকে ফেলি, হ্যাঁ এটা ঠিক অতীত আমাদেরকে একটা ধারণা দিতে পারে, কিন্তু সেটা সব সময় ঠিকও না হতে পারে এবং দেখা গেল গেল ভবিষ্যতের ছবি সম্পূর্ণ আলাদা আমাদের ধারণার বাইরে।
অনেক দিন আপনার গল্প শুনি। কিছু লিখিনি সাহস করে। অনেকেই ভালো করে। অনেক ভালোই। কিন্তু আপনার মতোন ভালো আমি শুনিনি। এতটুকু বাড়িয়ে বলতে হচ্ছে না, কারণ কথাটি হৃদয় থেকে, এবং সত্য। কণ্ঠ আপনার ঈশ্বরপ্রদত্ত, সেটা তো আশীর্বাদ, কিন্তু আপনার পাঠের জাদু আছে, যেটা সম্পূর্ণ আপনার কৃতিত্ব আপনার অধ্যাবসায়, আপনার শিল্প। আর গান যেগুলি গল্পের সাথে উপহার দেন, anono মাত্রায় পৌঁছে দেয়। শুধু গানেই আপনি প্রথম শাড়িতে থাকতেন এ আমার নিস্চিত বিশ্বাস। এতটা মুগ্ধতা সৃষ্টি করার জন্য শিল্পী কে জানাই আমার আন্তরিক শুভকামনা এবং নমস্কার 🙏❤️❤️❤️❤️❤️
কিভাবে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না, তবে এতটুকু বলতে পারি এমন মন্তব্য পড়তে পারলেই সারাদিনের ভালোলাগাটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায়! আমার অনেক ভালোবাসা নিও, ভালো থেকো ❤️❤️❤️❤️❤️
সময় বের করে গল্প গুলো পড়া হয়ে উঠে না তাই তোমার গল্পপাঠ শুনতে খুব ভালো লাগে। অসাধারন সুন্দর গলার স্বর। গল্পপাঠ শুনতে, শুনতে হাতের কাজ গুলো অনেক সহজ হয়ে উঠে। তোমাকে ধন্যবাদ। ❤️❤️
আজ বলতে দ্বিধা নেই খালি গলায় কি সুন্দর গান শুনলাম মন ভরে গেল, অপূর্ব। গল্প টা ভালো লাগলো আজকাল আকছার এই ঘটনা শুনতে পাই মন খারাপ লাগে । দাম্পত্য জীবনের সমস্য্য সব কালেই ছিল। সমস্যা ছাড়া জীবন হয়না সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যেতো, কথায় কথায় বিচ্ছেদ হোত না এই কালে বিচ্ছেদ ই একমাত্র সমাধান। এই গল্পের সবচেয়ে সুন্দর লাগলো আপনার গলায় সুমধুর গান মনকে নাড়া দিয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা রইলো আর সেই সঙ্গে অপেক্ষা করবো পরের গল্পের জন্য.....
পৃথা দারুন লাগল ,,,এখন হৃদয়,,,, এই শান্ত রাতে,,, এতোটাই আবেগ আর ভাব দিয়ে তুমি গল্প পাঠ করো যে মন ঠাকুমার দুঃখ কে অনুভব করতে পারে,,,,,, 🥰 আর গান,,,,ওটা তো কোন গভীর এ নিয়ে যায়,,, নীল দিগন্ত এ ❤️❤️❤️ ভালোবাসা রইলো gn
পৃথা, কেন জানি না, তোমার নির্বাচন করা এতো সুন্দর রচনা আর তোমার অপূর্ব পাঠ শুনে যে, আমার তোমাকে কিছু না কিছু লিখতে ভীষণ ইচ্ছে করে। শুনেছি আগেই, কিন্তু সময়ের অভাবে কিছু লিখতে পারি নি। লেখিকার রচনার নামের সার্থকতা আছে বর্তমানে। অপূর্ব তোমার কন্ঠস্বরের গান। 👍❤️👍😘।
Pritha,গল্প পাঠ খুব সুন্দর হয়। কিন্তু আমি অপেক্ষায় থাকি শেষের রেশটুকুর জন্য,যা আমি পাই তোমার গানে। সারাদিন মনের ভিতর ছড়িয়ে থাকবে " কাঁদালে তুম মোরে"। গল্পটা তখন নগন্য হয়ে যায়। আমার অনুরোধ গল্প পাঠের পাশাপাশি তুমি গানটাকেও তুল ধর সবার সামনে।