আপনারা অনেকেই আমাকে ইংলিশ গ্রামার নিয়ে একটি কোর্স বানাতে রিক্যুয়েস্ট করেছিলেন। আমার নতুন 'ঘরে বসে English Grammar' কোর্সে ইংলিশ গ্রামারের A-Z এবার শিখুন ঘরে বসেই, rules মুখস্থ ছাড়াই। ভর্তি হতে ক্লিক করুন: 10ms.io/english-grammar15
তোমরা অনেকেই ইনবক্সে আমাকে অ্যাডমিশনের জন্যে ইংরেজির ক্লাস নিতে বলো৷ 10 Minute School Admission English Private Batch এ ইনশাআল্লাহ আমি রেগুলার ইংলিশ ক্লাস নিবো। দেখা হচ্ছে ক্লাসে। 😀 ব্যাচ লিংক: 10ms.io/English-adm11
To fill up the correct form of verbs, sometimes it is easy to consider the sentence's meaning rather than memorising so many rules. Many thanks for the useful picking, brilliant Munzereen!
আপু আমি আপনার ঘড়ে বসে Spoken english এবং sobar jonno vocabulary এই বই গুলো নিতে চাই। যদি আমি online এ অর্ডার করি তহলে কি বই গুলো আমার বাসায় এনে দিয়ে যাবে নাকি online pdf পাঠাবে
Mam আমি IELTS শিখতে চাই। আমি কিছুই পারিনা । এখন আমি কি থেকে শুরু করবো। আমি লেখা পড়া ছেড়ে দিয়েছি আর তিন বছর আগে। তখন বুঝিনি English কি জিনিস এখন বুঝতে পারছি। আমি এখন কাজ করি। ফাঁকা সময়টাতে পড়তে চাই IELTS এর জন্যে । এখন আমি কিভাবে শুরু করবো। দয়াকরে এই বিষয়ে একটি ভিডিও বানাবেন অনেক উপকার হবে আমার
IELTS নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করেছি! 😀 IELTS এর Complete Preparation জন্য জয়েন করতে পারেন আমার IELTS Complete Preparation কোর্সে! ❤️ কোর্সে জয়েন করতে, নিচের লিংকে গিয়ে নিজের মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি দিয়ে, নির্ধারিত পেমেন্ট অপশন বাছাই করে পেমেন্ট করার পরপরই আপনি কোর্সটি করা শুরু করতে পারবেন। IELTS: Complete Guideline: 10ms.io/ielts-prep106
একদম বেসিকটা থেকে শুরু করতে হবে। এরপর যা যা শেখা হয়েছে তা ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে প্রাক্টিস করলে বেশ ভালো হয়। আর হ্যাঁ, একদম Zero থেকে Pro হওয়া নিয়েই কিন্তু আমি 'ঘরে বসেই Spoken English' কোর্সটি তৈরি করেছি। আশা করছি, বাকি সবার মত আপনারকেও এই কোর্সটি হেল্প করতে পারবে। মোবাইল ফোনেই ব্যবহার করেই কোর্সটি করতে পারবেন। তাই আমি এখানেই কোর্সটির লিংক দিয়ে দিচ্ছি। 😊 Link: 10ms.io/spoken-english102