Тёмный

এডমিশনের জন্য ইংরেজি Textbook কীভাবে পড়বেন? 

Ahmed's English
Подписаться 107 тыс.
Просмотров 219
50% 1

এডমিশন টেস্ট দেয়ার আগে এই ভিডিয়োটি অন্তত একবার দেখুন।
এডমিশনের শিক্ষার্থীদেরকে দীর্ঘ ১৩ বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে জানি, HSC তে থাকা ইংরেজি Textbook নিয়ে এই শিক্ষার্থীদের ঘাটতি কতখানি। HSC তে খুব মনোযোগ দিয়ে না পড়া বা গুরুত্বপূর্ণ Lesson বাছাই করে পড়ার ফলে শিক্ষার্থীদের এই ঘাটতি তৈরি হয়। বিশেষ করে DU, BUP, GST এডমিশনের সময় ঘাটতি থাকা এই শিক্ষার্থীদের কাছে এই Textbook টি রীতিমত একটি আতঙ্কের নাম।
.
#English_Textbook_কেন_পড়ব?
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ১৫টি MCQ এর মধ্যে ৫/৬টি প্রশ্ন এই Textbook থেকেই করা হয়, যার মধ্যে Vocabulary সেকশনের প্রায় সকল প্রশ্ন এই টেক্সটবুক থেকেই থাকে। শুধু তাই নয়, ইংরেজি লিখিত অংশে ২০ নম্বরের মধ্যে ২০ নম্বরই থাকে এই Textbook থেকে। ঢাবি ছাড়াও জাবি, রাবি, চবি, গুচ্ছ ও BUP ভর্তি পরীক্ষায়ও প্রচুর প্রশ্ন থাকে এই Textbook থেকে।
.
#Text_Marker_কেন_পড়বঃ
#Text_Marker বইটি সেভাবেই লেখা হয়েছে, ঠিক যেভাবে এডমিশন পরীক্ষায় MCQ ও Written প্রশ্ন হয়ে থাকে। বইটিতে আছে প্রায় ৫০০০ MCQ প্রশ্ন ও সম্ভাব্য সকল ধরণের লিখিত প্রশ্নের বিশাল সম্ভার। তাই, এই বইটি পড়া মানে MCQ ও Written প্রশ্ন কমনের কাছাকাছি থাকা। (গত ২ বছর বইটি থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় ১০০% প্রশ্ন কমন ছিল। তখন বইটির নাম ছিল Text Manual, যা আহমেদ স্যারেরই লেখা ছিল।)
.
#বইটিতে_কী_কী_আছে?
আপনার ইংরেজি Textbook টি তৃপ্তিসহকারে পড়তে আহমেদ স্যারের #Text_Marker বইয়ের কোনো বিকল্প নেই। এবার চলুন জেনে নেই, কী কী আছে এই বইটিতে।
.
১। প্রতিটি প্যাসেজ পড়ার সময় আপনি যেসকল শব্দের অর্থ জানবেন না ঠিক শব্দের পাশেই দেখবেন অর্থ লেখা আছে।
.
২। Lesson এর শেষে থাকা মূল বইয়ের Vocabulary গুলোকে সাজানো হয়েছে অনন্যভাবে, যেখানে শব্দগুলোর বাংলা অর্থ, Synonym, Antonym, Parts of Speech, Derivatives ও Sentence Making (এগুলই কিন্তু পরীক্ষায় হুবহু আসে)।
.
৩। প্যাসেজ পড়া শেষে সেই প্যাসেজ থেকে যত ধরণের প্রশ্ন হতে পারে, তা টপিক ভিত্তিক MCQ আকারে সাজানো আছে (Textbook এর ওপর লিখিত অন্য কোনো বইতে এভাবে লেখা নেই। ছবিতে বিস্তারিত দেখুন।)
.
৪। মূল বইয়ের প্রতিটি Lesson শেষে ঐ Lesson থেকে MCQ প্রশ্নগুলো যেসকল Topic এর ওপর ভিত্তি করে সাজানো হয়েছে তা হলো-
Synonym
Antonym
Phrase Idioms
One Word Substitution
Appropriate Preposition
Group Verb
Correct Spelling
Identification of Parts of Speech
Vocabulary Based Gap Filling
Grammar Based Gap Filling
Information Based / Comprehensive Question
.
৫। কবিতাগুলোর বাংলা অনুবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা ও Literary Device বা Figure of Speech এর ব্যাখ্যাসহ Identification
.
৬। এছাড়াও পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য সকল Figure of Speech নিয়ে আলাদা অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা।
.
৭। পাশাপাশি পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য সকল Literary Terms নিয়ে আলাদা অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা।
.
৮। পুরো Textbook এর Grammar এর আলোচনা এক নজরে পড়ে ফেলার জন্য রয়েছে Textual Grammar নামে ২৫ পৃষ্ঠার সম্পূর্ণ আলাদা একটি অধ্যায়। যেখানে ব্যাখ্যাসহ মূল বইয়ের লাইন তুলে দিয়ে Grammar আলোচনা করা হয়েছে।
.
৯। যেহেতু ঢাবির লিখিত প্রশ্নের সব কিছুই Textbook থেকেই থাকে, সেহেতু প্রতিটি Lesson শেষে রয়েছে সম্ভাব্য সকল ধরেনের Written নিয়ে পূর্ণ আলচনা। যেখানে পাবেন-
Textual Paragraph
Explanation
Summary
Theme
Make Sentence
Fill in the Gaps etc.
.
১০। এছাড়া লিখিত প্রস্তুতিতে পূর্ণাঙ্গ করতে রয়েছে আলাদাভাবে Non-Textual ৩৫টি Paragraph, Textbook এর Lesson ভিত্তিক ৫০+ Fill in the Gaps
.
১১। এছাড়াও পাবেন ১০০০+ Translation, যা আপনার Written এর ভয়কে জয় করতে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশা আল্লাহ।
.
মনে রাখবেন, Textbook থেকে যদি কোনো ভার্সিটি এডমিশন পরীক্ষায় একটা প্রশ্নও না আসে তবুও আপনার Text Marker পড়া বৃথা যাবে না। কারণ #Text_Marker বইটি শুধু টেক্সবুক পড়ার জন্য নয়, বরং এটি ইংরেজি শেখার একটি উৎকৃষ্ট বই।
.
বইটি পাওয়া যাচ্ছে আইকন প্লাসের সকল শাখায়, অভিজাত ফার্মগেট ও নীলক্ষেতসহ দেশের অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইনে। বইটির সর্বোচ্চ খুচরা মূল্য ৩২০ টাকা মাত্র, যা ৪৬০ পৃষ্ঠার বই হিসেবে এবং কাগজের মান বিবেচনায় আসলেই কম।
.
#যেভাবে_অনলাইনে_পাবেন
01701-84 22 33 নম্বরে বিকাশ/রকেট/নগদে ৩৫৫ টাকা (বইয়ের মূল্য ৩২০ টাকা + কুরিয়ার চার্জ ৩৫ টাকা) সেন্ড মানি বা ক্যাশ ইন করে নিচের তথ্যগুলো এই আইডিতে ইনবক্স করুন-
আপনার নাম
পূর্ণ ঠিকানা
মোবাইল নম্বর
অর্ডার করার ২/৩ দিনের মধ্যে আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ারে আপনার বই পৌঁছে যাবে, ইনশা আল্লাহ।
.
পরিশেষে একটা অনুরোধ করব। ভালো বই পড়ুন, পড়ার প্রেসার কমান। ভালো বই মানে গোছানো বই। Text Marker এর চেয়ে গোছানো বই আশা করি দ্বিতীয়টা পাবেন না।

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@SadiyaAktar-d1w
@SadiyaAktar-d1w 9 месяцев назад
Sir, would you mind taking classes on RU-vid
@koushikmandol399
@koushikmandol399 8 месяцев назад
বইটির দাম কত ❤
@ahmed.english
@ahmed.english 7 месяцев назад
320 tk
@koushikmandol399
@koushikmandol399 8 месяцев назад
বইটির দাম কত ❤
Далее
Million jamoasi - Sportsmenka bilan uchrashuv
15:05
Просмотров 361 тыс.
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 192 тыс.
How To Speak Fluently In English About Almost Anything
1:49:55