আমি সত্যি কথা বলছি হিরো আলম ভাই। গত বছর আমি গুলশান এ আইছি।তখন আমি আমার খালার বাসায় আইছি জুলাই মাসে তখন আপনি মাইর খাইছেন।আর এবার আমি গতকাল গুলশান এ আছি আজকে আরাফাত গ্রেফতার হয়েছে। আরাফাত তোর জন্য শুভকামনা রইল।
এই সেই আরাফাত যে বলেছিল সরকার নাকি আন্দোলনে কোন প্রকারের বল প্রয়োগ করছে না, যদি করত তাহলে প্রতি সেকেন্ডেও যদি আন্দোলনে গুলি চালানো হয় তারপরও নাকি সরকারের গুলি পাঁচ বছরের ও ফুরাবে না।
মহান আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করব যেন যেন ইরাক ফিলিস্তিন লিবিয়া সিরিয়া ইয়েমেন এর সকল মুসলিম রাষ্ট্রের জনগণের সকল দুঃখ দুর্দশা কেটে যায় আল্লাহ এ দোয়া কবুল করুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤
শিল্প অঙ্গনে হিরো আলম যাই হোক না কেন, ব্যক্তি হিসাবে হিরো আলম একজন নিখুঁত দেশপ্রেমিক। মনে আছে ছাত্র আন্দোলনের সময় বৃষ্টিতে ভিজে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন সবার আগে হিরো আলম। স্যালুট ভাই তোমাকে একজন দেশপ্রেমিক হিসেবে
হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো এই বিধাতার খেলা, তোমাকে যারা মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলো, তাদের তুমি যাদি মানবতার হাত নাও বাড়াতে পারো তাহলে তোমার পা বাড়িয়ে দিওনা। এতে ইতিহাস তোমাকে কখনও ছেড়ে দিবেননা।।