যারা যারা এনামুলকে ভুল বুঝতেছেন, তাদের উদ্দেশ্য বলছি একজন মানুষ ভালবেসে প্রিয় মনের মানুষটাকে বিয়ে করে আনলো, আজ কেন ও সেই মানুষটাকে ছেড়ে দিল, নিশ্চয় কোন কারণ আছে, বন্যার অনেক ভুলের কারণে আজ সংসার টা টিকলো না,আজকে এনামুল এবং বন্যা যদি এক সাথে থাকলে অনেক অনেক ভাল লাগতো, কিন্তূ তা হলো না, এনামুল কতটুকু কষ্ট পেয়েছে জানিনা আমি ওদের ভক্ত হয়ে বেশি কষ্ট পেয়েছি, ভাই সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে থাকে, এনামুল বন্যাকে কেন ছেড়ে দিল একটি লাইভে আসে প্রমান সহ বলেছে, লাইভটি দেখলে তোমাদের সব ভুল ভেঙ্গে যাবে,
এনামুল ভাগ্য যা আছে।কেউ ফিরাতে পারবে না।যা করেন ভাল জন্য করে। এখন দুই জনে মিলে মিশে লাইফ কাটিয়ে দেও। পাঁচ ওয়াক্ত নামাজ।আদায় করি ও মা বাবা পাশে থাকি ও।
আমি একটা কথা বলি এনামুলকে দেখে আমার আসলেই খুব কষ্ট হয় কারণ আমি শুরু থেকে গান দেখি তাই বন্যা আসলে অনেক চঞ্চল সে তাকে মন থেকে কখনো ভালোবাসেনি আর এনামুল সত্যি ভালোবেসে ছিল তাই সেরকম চেহারা হয়ে গেছে
ভাইয়া এনামুলে কাজটা ঠিক করে নাই বন্যাকে কষ্ট দিয়ে স্মৃতি সরকার কে বিয়ে করে স্মৃতি তো গান পরে তাহলে বন্যার দোষটা কে ছিল আমার সাথে যারা একমত এনামুল যত চ্যানেলে আছে সব চ্যানেলকে আনফলো করে দিবা বন্যা যত চ্যানেলে আছে সব চ্যানেলকে ফলো করে দিবা আমরা সবাই এক মতে কিন্তু এনামুলের গান আর দেখবো না যারা যারা একমত সাবস্ক্রাইব তুলে নিবেন এনামুলকে আমরা আর দেখতে চাই না তোর একটা মেয়েরে এতটা কষ্ট দেওয়া ঠিক না একটা লম্পট ছেলে কিভাবে পারলো মেয়েটাকে কষ্ট দিতে এখন আবার বলে বন্যার নাকি দূর ছিল আরে কেন এমন বিয়ে করবে তাই বলে বন্যার দোষ আমার আদেশ করে যদি ভিডিওর না দেখি তাহলে এনামুলকে কোন চ্যানেলে আনবে না সবাই এনামুলকে যে চ্যানেলে দেখবেন সাবস্ক্রাই তুলে নিবেন ভাইকে বলছি আমারা কিন্তু আপনার অনেক বড় ভক্ত আরে না মুঝে দেখতে চাই না আমি কি এতগুলা কথা বলছি যদি কথার ভিতরে ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Ekjone je sontusto thake sei.biye kore halal somporko niye thake.anamul o chaile bonnar motho pothe pothe er or bari giye moja mosti korte parto.kintu se seta koreni.bonna ok baba.mar kas theke soriye niye vara basai thakto ekhon se tar poribar niye ek bela kheleo valo achey