স্যাৱ আমৱা কিছুদিন আগে আপনাৱ সাথে যোগাযোগ কৱে ।কোটালীপাড়া থানায় নিয়েছিলাম সেটা আজ চালু কৱেছি আলহামদুল্লিলাহ অনেক ভাল গ্যাস পাচ্ছি।ধন্যবাদ আবুল হোসেন স্যাৱ কে।
@@forhadhossin3742 আমি প্রথমে পাচ হাজার টাকা বিকাশ করছি। তার পর আমার হাতে সব মালামাল পাওয়ার। পরে পচিশ হাজার টাকা পরিশোধ করার পরে টেকনিশিয়ান এসে সেটায়াপ করে দিয়ে যায় ।
ভিডিও তে বলতেছেন ৫০০০০ হাজার টাকা আর কমেন্টে বলতেছেন ২৫০০০ টাকা, ভাই কাহিনি কি ক্লিয়ার করেন আগে। সবার কমেন্টই দেখলাম, কেউ বুঝতেছেনা আসলে কত টাকা দাম। টোটাল খরচ কত তাই বলেন
কিহিনি হল এই ভিডিও যখন আপলোড করা হয়েছে তখন অনুদান ছিল না বর্তমানে এটা করলে 25000 টাকা অনুদান দেয়া হচ্ছে তাই 50000 টাকার প্যাকেজ বর্তমানে 25000 টাকা খরচ হয়।