Тёмный

এবার নতুন ১টি আইন করে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের সিদ্ধান্ত সরকারের। 

আইন শিখো-Didar Ahmed Shaan
Подписаться 33 тыс.
Просмотров 127 тыс.
50% 1

এবার নতুন ১টি আইন করে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের সিদ্ধান্ত সরকারের | Union Parishad Chairmen
#UnionParishad #Chairmen #চেয়ারম্যানমেম্বারবাতিল
আমাদের ভিডিওগুলি ফেসবুকে দেখতে-
Follow me on Facebook- / didarahmedshaan
‌‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’
সিটি করপোরেশন
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এ দুইটি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। তা হলো ধারা ১৩(ক) ও ধারা ২৫(ক)।
⦁ ১৩(ক)-তে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কোনো সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে।
⦁ ২৫(ক) ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কোনো সিটি করপোরেশনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এর কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। প্রয়োজনে যথাযথ বলে বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা দিতে নিয়োগ করতে পারবে। নিযুক্ত প্রশাসক এবং নিযুক্ত কমিটির সদস্যরা মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ করবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।
পৌরসভা
‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ দুইটি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। তা হলো ধারা ৩২(ক) ও ধারা ৪২(ক)।
⦁ ধারা-৩২(ক)-তে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভার মেয়র বা কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।
⦁ ধারা-৪২(ক) ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভায় একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে।
জেলা পরিষদ
‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ দুইটি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। তা হলো ধারা ১০(ক) ও ধারা ৮২(ক)।
⦁ ধারা-১০(ক)-তে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান এবং সদস্যদের সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে অপসারণ করতে পারবে।
⦁ ধারা ৮২(ক)- বিশেষ পরিস্থিতিতে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে বলে ধারা ৮২(ক) তে উল্লেখ করা হয়েছে।
উপজেলা পরিষদ
‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এ দুইটি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। তা হলো ধারা ১৩(ঘ) ও ধারা ১৩(ঙ)।
⦁ সংশোধন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণ করতে পারবে সরকার।
⦁ বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিতে পারবে প্রশাসক।
দেশের সব উপজেলার চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি,| Union Parishad Chairmen,চেয়ারম্যান মেম্বার বাতিল,চেয়ারম্যান অপসারণ,চেয়ারম্যান মেম্বার অপসারণ,মেম্বার বাতিল,চেয়ারম্যান বাতিল প্রজ্ঞাপন,সকল চেয়ারম্যান মেম্বার বাতিল,Chairman Member Batil,Chairman batil,Chairman oposaron,Chairman member oposaron ajker news

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
Далее