এরকম প্রত্যেকটি বাজারে দোকানে অভিযান চালানো স্বাধীনতা আন্দোলনের অপরিহার্য একটি কর্তব্য এবং দাবী। জনগণকে সাবসিটি এবং রিলিফ দেবার জন্য এই অভিযান অত্যাধিক জরুরী। ধন্যবাদ বন্ধুদেরকে।
দেশের ব্যবসায়ী সহ সকল জনসাধারণের উচিত এই সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ এতদিন দেশ ছিল লুটেরাদের হাতে। তাদের বিদায়ে লুটপাট এর হাত থেকে জনগন রক্ষা পেয়েছে।
লহ্মীপুর অভিজান চালাতে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই বন্যার কারনে মানুষ চুলায় রান্না করা একেবারেই বন্ধ তাই গ্যাসের দামও বাটতি। আজকে ১৪০০ টাকার গ্যাস বিক্রি করে ২৬০০ টাকা তাই ভোক্তা অধিদপ্তরের কাছে আমার বিনীত অনুরোধ স্যার কে 🙏এই লক্ষ্মীপুরে একটা অভিযান চালানোর জন্য
এই সমস্ত ও অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত এবং এদের ট্রেড লাইসেন্স বাতিল করা উচিত এরা যেন চিরতরে ব্যবসা থেকে সরে যায় সে ব্যবস্থা করা উচিত
যে দুর্যোগের সময় শিশুরা তার টিফিনের টাকা দান করছে, ভিক্ষুক তার টাকা দান করছে, হজে জমানো টাকা দান করছে, কানের দুল খুলে দান করছে, সেই দুর্যোগের সময় এত অনিয়ম করে কিভাবে কঠিন শাস্তি দিতে হবে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে অনুরোধ আপনারা এই ধরনের সকল অসাধু ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এবং ডিলারশিপ বাতিল করে দিবেন। জরিমানা করলেও একই ধরনের কাজ করতে এরা দ্বিধাবোধ করবে না।
যারা বিপদের মধ্যে সহযোগিতার বদলে অসহায় মানুষের বিপদ আরো বাড়িয়ে দেয়,এবং নিজের স্বার্থটাকে খুব বড় করে দেখে। এই ধরনের ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেয়া হোক এবং লাইসেন্স বাতিল করা হোক।
ওদের জরিমানাটা আরো বেশি করার দরকার মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা তাহলে ওরা ভালো হতে পারে আপনারা যে কয় টাকা জরিমানা করছেন তার চেয়ে দশ গুণ বেশি লাভ করছে