ভাই, আমার স্যামসুং টিভিতে কথা আসে কিন্তু ছবি আসেনা, দুইজন মেকার দেখিয়েছে একজন বলে সার্কিট গেছে আরেকজন বলে প্যানেল সমস্যা এখন আমি কি করবো বুঝতেছিনা, আপনার শো রুম কি ঢাকায় ? থাকলে ঠিকানাটা দিবেন কি ?
Vision 3240Es গুগল টিভি আজ থেকে ৪ মাস আগে কিনেছি রেগুলার চালানো হয় আজকে চালাতে গেছে টিভি তে লাইট আসে কিন্তু ডিসপ্লে আসে না কালো হয়ে থাকে কিন্তু ভিতরে চ্যানেল চলছে সাউন্ড আসে, এইটা কিসের থেকে সমস্যা
দাদা আমার মনিটরে আলো হঠাৎ চলে গেছে। এখানের মেকার বলে সার্কিট গেছে ১৫শ টাকা চাচ্ছে আর বলে কোনো গ্যারান্টি নাই ১ সপ্তাহ ও চলতে পারে ১ মাস ও চলতে পারে এইসব বলে।
আমার সনি ব্রাভিয়া ৪০ ইঞ্চি টিভির সাউন্ড আসে কিন্তু ছবি আসে না ।মেকার দেখিয়েছি তারা বল্লো ডিসপ্লে গেছে ৬০০০ টাকা লাগবে বলছে ঠিক করতে এখন কি করতে পারি আমি? ৬০০০ টাকা দিয়ে কি ঠিক করাবো?