তোমাকে ভালোবাসি আল্লাহ, আমার জীবনে তুমি যা আমাকে দাওনি আর যা দিয়েছো এই সব কিছুর জন্য তোমার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি জানি তুমি আমাকে যা দাওনি তা আমার জন্য কল্যাণ কর ছিলো না, আর যা দিয়েছো তা আমার জন্য কল্যাণ কর ছিলো। হায়াত শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রশংসা করা শেষ হবে না আল্লাহ।আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো।(আমিন)।