আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা💝😍 প্রিয় শায়েরী আপু আপনাকে এবং আপনার "প্যানারোমা রিয়েশন টিমকে" আমাদের বাগেরহাট জেলাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুক🤲 এবং দোয়া করি আমার দেশের ঐতিহাসিক স্থান গুলি এবং বাংলাদেশের সৌন্দর্য আপনার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর নিকট আরো সুন্দরভাবে উপস্থাপিত হোক আল্লাহ আপনাকে এবং প্যানারোমা ক্রিয়েশন টিমকে সেই তৌফিক দান করুন।
I am from the Kingdom of Saudi Arabia and I do not understand Bangladeshi language but I loved this beautiful report and also beautiful views I wish God to fix your country and become one of the most beautiful countries in the world. 🇸🇦🇧🇩
চাকরির সুবাদে বরিশাল থেকে বাগেরহাটে ৬ মাস ছিলাম সত্যি বাগেরহাট সৌন্দর্য ময় জেলা❤❤❤❤ বিষেশ করে বিকালের মুনিগঞ্জ ব্রীজ এর সৌন্দর্য ,মাছের ঘের,ষাট গম্বুজ মসজিদ, মাজার গেট এর শুক্রবার এর বাজার।
মসজিদটি সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত,এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।তাই এর সাথে জরিত সবাইকে ও স্থানীয় সরকার এবং আর্কিওলজিকাল সাইট গুলোর তত্বাবধানে যারা আছেন তাঁদের সুদৃষ্টি কামনা করতেছি।