বাংলাদেশের গর্ব রফিক উল্লাহ আফসারী। ওনার কথা গুলো অনেক মুল্যবান আল্লাহ তুমি আফসারী ভাই কে সুস্থ ভাবে নেক হায়াত দান করুন আমীন 🤲 আল্লাহ নব মুসলিম গুলো কে হেফাজত করুন আমীন 🤲🤲🤲
ইয়া আল্লাহ তুমি সর্ব শক্তিমান, তোমার বান্দাদের তুমি হেফাজত কর। ভারতে পাঠানো হয়েছে সেই ১১জনকে। সেই মনিরের আকুতি, ভারত আর ফেরত যেতে চাই না। পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠাচ্ছে। আমরা #ভারত গিয়ে কি করবো। #সবকিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি। একবার চিন্তা করছেন তাদের বর্তমান পরিস্থিতি কত কষ্টের? আপনার নিজের এরকম হলে কতটা কষ্ট হতো ফ্যামিলির সবাইকে নিয়ে? 😭 এখন আমাদের করার কিছু নাই তাদের জন্য দোয়া করতে পারি যেনো তারা আবার আগের ধর্মে পীরে না যায় যতই কষ্ট হোক না কেন। এখন ভারতে গেছে হয়তো তাদের উপর কোন নির্যাতন হতে পারে এটা থেকে তাদের কে আল্লাহ হেফাজত করুক। আর তাদের এই কষ্টের পথে যারা ঠেলে দিয়েছে অপপ্রচার চালিয়ে তাদের জন্য আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ তাদের বিচার করুক।
আচ্ছালামুয়ালাইকুম, কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। যেসব আলেম নামের জালেমদের কারণে এই ১১ জন নও মুসলিমের জীবন বিপন্ন হল তাঁরা কিয়ামতের দিন কঠিন জবাব দিতে হবে
আস্সালামুআলাইকুম ... ভাই! খুবই কষ্ট পেলাম তাদের বিষয়ে কথাগুলো শুনে, নিজেকে এবং নিজের দেশকে এখন অপরাধী ও অপমানিত মনে হচ্ছে। এই ১১ জনের দেওয়া অভিযোগ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে বিচারের দ্বিন আল্লাহর কাছে এবং এর জবাবদিহিতা করতে হবে। আমাদের দেশে লাখো রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের জাইগা হল অথচ এই ১১ জন ব্যাক্তির বাংলাদেশে পরিবারের লোকজন থাকা সত্যেও তাদের আশ্রয় হলো না! ধিক্কার জানাই এই নোংরা আইনকে এবং ধিক্কার জানাই এই দেশের সরকার প্রধানদের। হে আল্লাহ্ এই মুসলিম ভাইদেরকে ধর্য ও উত্তম সম্পদ দান করুন এবং ইসলামের পথে কবুল করুন। আমিন।।
আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি একটি বার্তাঃ ১। কোন আলেমকে গালি দিবেন না। ২। দলান্ধতা পরিহার করুন। ৩। ভালোবাসা যেন শুধু মহান রবের জন্যে হয়। ৪। সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হউন। ৫। ছোটখাটো বিভেদগুলো মন থেকে মুছে ফেলুন। আল্লাহ আমাদের কবুল করুন,আমিন।।।
বাংলাদেশ কিছু হুজুর নামে ইহুদি ঢুকে গেছে তারা চাই ইসলামটাকে ভাগ করতে একটি দল করতে চাই যার পরিস্থিতি খুবই ভয়াবহ এর প্রমাণ ইতিমধ্যে অনেক জায়গায় পেয়ে যাচ্ছে
এ জগতে কিছু মানুষ আছে,, যাদের দু চোখ বোজে বিস্বাস করা যায়,,,তাদের মাঝে আছেন,,, ইলিয়াস ভাই,, কবির বিন সামাদ ভাই,,, নায়েব আলী ভাই,,,আমিরুল মমিন মানিক ভাই,,,, টিপু ভাই,, আরও অনেকে।।।।।।