সু মধুর কন্ঠসুর হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেব বাংলাদেশের এক নিয়ামত আলহামদুলিল্লাহ। হুজুরের আলোচনা চমৎকার শুনতেই মন ভরে যায় আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা এতো বেশি করে এবং আমার কলিজা ঠাণ্ডা হয়ে ওঠে আমিন আল্লাহ পাক তৌফিক দান করুন আমি আমার উপর ইমান আনার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন কোন কিছু নেই বলে মনে হচ্ছে তার উপর ইমান আনার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন আমি ন খোদা হাফেজ মাওলানা মিজানুর রহমান আজা হারী আল্লাহ আপনি তৌফিক দান করুন আলাহামদুলিলাহ আল্লাহু সামাদ আল্লাহু আহাদ
হে আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমি প্রতিদিন হাজার হাজার বার তাওবা করতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আমিন
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকল প্রশংসা মহান আল্লহর | আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, দুনিয়া এবং আখেরাত কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাতে সাহায্য করুন | আল্লাহ এই আয়োজন এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন|
ছুবাহানআল্লাহ। আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে মাপ করে দেন। আজহারী ভাইয়ার কথা গুলা শুনতে সুধু মন চায়। যত শুনি তথই ভাল লাগে। আমার এই ভাইয়াকে কত যে ভাল বাসি বুজাতে পারব না। আই লাইক ইউ। লন্ডন থেকে।