Тёмный

ও বেহুলা।।কবি-অরুণ মিত্র।। O Behula।।পাঠে-প্রণতি।। 

Sonar tori (by Dr. Pranati)
Подписаться 361
Просмотров 13
50% 1

ও বেহুলা।।
ও বেহুলা
অরুন মিত্র
----------
আমার বিছানায় মাঝ রাত্তিরের ঢেউ লাগলে আমি বেহুলাকে
ডাকি; ও বেহুলা, তোমাকে বলবার কিছু কথা আছে আমার, শোনো।
লোহার বাসর ঘর থেকে সাপেকাটা লখিন্দরকে নিয়ে তুমি গেলে
জলে ভাসিয়ে দিতে। তাইতো বিধান। তুমি কলার ভেলায় তাকে
শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না,
তুমিও ভাসলে তার সঙ্গে। সেটা আশ্চর্যের নয়। তুমি যে
ভীষণ ভালবাসতে তাকে এবং তোমার ভালবাসার তেজ
ছিল দুর্দান্ত। তুমি সমস্ত বিঘ্ন বিপদ তুচ্ছ করে
সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায়।
সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল ক’রে
লখিন্দরকে বাঁচিয়ে ফিরেয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য
পড়ে গেল সারা দেশে। এ পূণ্যভূমির আকাশে বাতাসে
শ্লোগানের মতো ধ্বনি উঠল
এই তো পতিভক্তি, একেই বলে সতীসাধ্বী।
ও বেহুলা, এখন বলো তো আমায়, লোহার বাসর
ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লখিন্দরের বদলে
তোমাকে ছোবল দিত, তাহলে কী হত!
বেহুলা মুখ নিচু করে চুপ। কিছুই বলে না।
তাহলে শোনো, কী ঘটতো আমিই বলে দিই। লখিন্দর
যত্ন করে তোমাকে বয়ে নিয়ে যেত, যত্ন করে কলার ভেলায়
তোমাকে শুইয়ে ভাসিয়ে দিত ভেলা। সে নিজে কিন্তু
থাকত ডাঙায় এবং ভাঙ্গা হৃদপিন্ড নিয়ে শোকাচ্ছন্ন
ফিরে আসত বাড়িতে। তোমার বিরহে সে দিনরাত
ধিক ধিক আগুনে পুড়ত। দাঁতে দাঁত চেপে কোনরকমে
সংসারে টিকে থাকত। কিন্তু মাস দুই বাদে, তোমার
বিরহ এমন অসহ্য হয়ে উঠল - লখিন্দরের কাছে,
যে আর একটি মেয়েকে তার বিয়ে করতেই হল। অবশ্যি
তোমার মতো অপরূপ সুন্দরী সে নয়। কিন্তু তাতে
কী আর এমন অসুবিধে।
#bengalikobita
#kajinazrulislam
#rabindrakobita

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@DRS-Toys
@DRS-Toys Месяц назад
অসাধারণ👏✊👍
@kkbhattacharyya4860
@kkbhattacharyya4860 Месяц назад
liked 3...কবি অরুণ মিত্রের লেখা খুব প্রিয়... আপনার নিবেদন অনবদ্য যথারীতি...মন ভরানো ❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤
@pranatibhattacharyya7175
@pranatibhattacharyya7175 Месяц назад
ধন্যবাদ 🙏
@Priyankarpriyoadhyay
@Priyankarpriyoadhyay Месяц назад
অপূর্ব নিবেদন ❤ ভালোবাসা দিয়ে থেকে গেলাম 🎁👈 শুভকামনা রইল 👍♥️
@pranatibhattacharyya7175
@pranatibhattacharyya7175 Месяц назад
ধন্যবাদ।♥️
Далее