সত্যিই যদি আমরা নেতাজি , ক্ষুদিরাম বসুর মাটিতে বড়ো হয়ে থাকি তাহলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই সিস্টেম কে পরিবর্তন করেই ছাড়বো এটাই হোক আমাদের শপথ।✊🚩 🇮🇳বন্দে মাতরম🇮🇳
খেলা তো অনেক হলো , এবার সবাই নবান্ন চলো । পিসি তুমি শিক্ষা খেলে, মা বোনদের ইজ্জত ও নিলে। ১০০০ টাকা দাও টি বলে, তোমার ভাইপো মায়েদের কাপড় খোলে । অনেক করেছি সহ্য তোমায়, এবার তোমাকে বিদায় জানায়। ২৭ শে ছাত্র সমাজ দিয়েছে ডাক, এবার তো কিছু করা যাক। আজকে ভাবছো গিয়ে কি হবে, কাল তোমার মেয়েটিও বড় হবে। এখন লাগে ভয়, কাল যেন আমার ঘরে R.G kar না হয়। সবাই মিলে আওয়াজ তুলুন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। মানুষ তুমি মানহুশ নয়, মানুষ হও।
একজন ছাত্র ডাক দিলেও সাড়া দিতাম। আপনি কিভাবে জানলেন তিনজন ছাত্র ডাক দিয়েছে? আপনার জাতীয় পতাকা হাতে নিয়ে আহ্বানে চক্রান্তের গন্ধ, কে আপনি? কুচক্রী মুখ্যমন্ত্রীর দলদুত? অথবা দলদাস? জাতীয় পতাকা দেশের সন্মান ও জনগণের গর্ব। পতাকা যদি থাকে তবে সেটা হবে কালো পতাকা প্রতিবাদের চিহ্ন। অপচেষ্টা বন্ধ করুন, সময় থাকতে নিজেকে শুধরে নিন।
আশা করছি পুলিশ বল প্রয়োগ করবে না যদি বল প্রয়োগ করে পুলিশ ভয়ঙ্কর পরিস্তিতি তৈরি হবে সব কিছু হাতের বাইরে চলে যাবে l তাই সকলের কাছে অনুরোধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে নবান্ন অভিযান সফল করুন l
এটা গণ-আন্দোলন, এখানে কোনো দলের পতাকা থাকা উচিত নয়। জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করলে দেশের মানুষের একে অপরের প্রতি সম্মান এবং একতা বাড়ে বলেই আমার ব্যক্তিগত মতামত। সবার আগে তিলোত্তমার বিচার চাওয়া, যাতে হাজার হাজার তিলোত্তমা মাথা উঁচু করে বাঁচতে পারে, একটা সুন্দর জীবন গড়তে পারে
শুদ্ধ বাবু, কোন চিন্তা নেই শুধু আন্দোলনটা সফল হোক আর CBI শুধু R G KAR নিয়ে পুলিশের ছক টা ফাঁস করুক, তারপর দেখবেন ৩৫৫/৩৫৬ র সুপারিশ সুপ্রিমকোর্ট থেকে আসবে।
কোনো এক জন জনপ্রতিনিধি ,তিনি যে দলের hon না কেন, তিনি যদি শাসন ব্যবস্থা র শীর্ষে অবস্থান করেন, তবে তার আগে জনগণের সুখ সুবিধা দেখা প্রয়োজন, দলের কর্মী ও নেতাদের jono নয়, তা না হলে জন ros হবে এই ,এটা অনিবার্য,
মাঝে মধ্যে ভারতের মানুষ ভুলে যায় এই দেশের নাম "ভারতবর্ষ"। এখানে অপরাধ করা যতটা সহজ, ততটাই কঠিন সেই অপরাধের সঠিক "বিচার" পাওয়া। বিচার যদিও পাওয়া যায় তাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলো নবান্ন # চলো নবান্ন #চলো নবান্ন পুরো তৃণমূল মুক্ত ভারত বর্ষ,
Central Govt. has a setting with TMC to pass bills in RS. CBI is a total failure, no arrests and closure Nothing will happen, plz cool down. Mamata chilo ,achey, ..........
All Doctors, All Engineers, All Physics Honers, All Chemistry Honers, All Mathematics Honers, All Botany ,Zoology Figeology Honers, All Bengali ,English , History , Filogophyy Homers All M Comce All 12Class 11class 10 class all pass course student All mothers , All sisters All Fathers All brother S rest of all members of West Bengal are requested to perticepet