কবিয়াল শ্রী অসীম সরকার আপনার নিকট আমার একটি প্রশ্ন ছিল যদি গুরুদেব র্ধম বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকে তাবে কি সেই গুরু পথ পদর্শন করা উচিত, নাকি শুধু কৃষ্ণনাম করলে এবং আমার মতে যাই ধর্ম ধর্মীয় মতে তাই মেনে চলব???? দয়া করে আমার এ সংশয় দূর করবেন। আপনার শ্রী চরণে আমার প্রণাম রইল।