অজান্তে পানি চলে আসলো দু চোখে। বুক ফেটে কান্না আসছে ভাই ডার জন্য। সত্যি অসাধারণ । মহান রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন ভাইকে যেন দ্রুত সুস্থ করে দেন। জানিনা ভাইকে কেন এত আপন আপন লাগে। দোয়া করি অন্তর থেকে আল্লাহ পাক আমাদের ভাইকে যেন দীর্ঘআয়ু দান করেন। আমিন।
মাস আল্লাহ খুব সুন্দর কবির ভাই অসুস্থ অবস্থায় থাকায় সত্ত্বেহেও আমাদের খুব সুন্দর গজল উপহার দিয়েছেন হে আমার রব কবির ভাইকে অতি দ্রুত সুস্থ করে দাও ও নেক হায়াত দাও আমিন❤❤❤❤❤
এই সঙ্গীত টি,র কথা লিখেছেন দেশ বরন্য জীবন্ত কিংবদন্তি গীতিকবি শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ রফিকউজ্জামান সুর সংগীত পরিচালনা করেছেন আরেক খ্যাতিমান কিংবদন্তি আলাউদ্দিন আলী । নাম দুটি ব্যবহার করলে কি কোন ক্ষতি হতো ।।