@@AlAm-c3k ভারত এত সুবিধা নিলো লাভ কি হলো,, বন্যায় দেশ ভাসিয়ে দিলো,, বর্ডারে মানুষ মারা, গ্যাস দিলো,ইলিশ মাছ, বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি,, এত সুযোগ দেওয়ার পর ও বাংলাদেশের সাথে এই রকম অন্যায় করলো,,
100 bosor thakuk uni ,,Allah unk a nek hayat dik,,deser obostha jokhn najehal,,chinno binno hoye jassilo sob kisu,, tkn uni ai des k sokto kore dhore rakhse,,amra chai tini ai asone thakuk sob somoy ♥️🤗
ডক্টর ইউনুস স্যারের মতো কথা বলতে এর আগে কোন নেতাকে দেখিনি। এতো সুন্দর সাবলিল ভাবে গুছিয়ে শান্তভাবে বলেন কথা, মুগ্ধ হয়ে শুনি! আমরা এই দেশের জন্য এমন একজন নেতাকে চাই যার চাওয়া শুধু নিজেকে নিয়ে নয়, পুরো দেশটাকে নিয়ে। আল্লাহ্ দীর্ঘজীবি করুন উনাকে, আমিন।
আল্লাহ আপনি স্যারকে ইসলামের জন্য কবুল করুন। আমীন, রাষ্ট্র ক্ষমতায় বসে এত সুন্দর বক্তব্য- আমি আমার জীবনে কোনদিন শুনিনি । স্যার আপনি এগিয়ে যান বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে।
আপনার মতো মানুষ আমরা আমাদের বাংলাদেশে পেয়েছি এটা আমাদের গর্ব ও অহংকার। আপনার সহজ সরল ও সহানুভূতিশীল আলাপ আলোচনা আমাদের নতুন পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। আশা করছি আপনি আমাদের অহংকারের ও গৌরবের মাঝেই বেঁচে থাকবেন।
@@mjakash6641 দল বা রাজনীতি করতে চাইলেই মানুষ লোভী হয় এই তত্ত্ব কই পেলেন? তাহলে কে লোভী না পৃথিবীতে? শেখ মুজিব, জামাত, জিয়া, ম্যান্ডেলা কিংবা জিন্নাহ -গান্ধী?
অামার মতে নিবাচন ব্যবস্থা করে যত সম্ভব নিবাচন দিয়ে দেওয়া ভাল তা নাহলে সরবোচ্চ ৬ মাস থাকতে পারবে দেইখেন নিবাচন যদি যলদি না দিলে, আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে যাবে দেইখেন তখন দেশটা সম্পুন্য ধ্বংস হয়ে যাবে
ডক্টর ইউনুস উনি থাকবেন দেশের প্রধানমন্ত্রী, এবং দেশের বড় বড় আলেম এবং এবং সুশিক্ষিত ভালো ছাত্র, তারা হবেন দেশের এমপি মন্ত্রী, এবং পাঁচ বছর এভাবে দেশ পরিচালনার হিসেবে দেখতে চাই।
আমাদের ছাত্র ভাইয়েরা ..... তাদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন করছে✊ তারপরে এক যোগ্য ব্যক্তির হাতে বাংলাদেশ হস্তান্তর করছে🙋♂ আমি যতই দেখি এই মানুষটারে শুধু অবাক লাগে....😊 উনার কথাগুলো শুনলে আমি মুগ্ধ হই 😮 কি সাধারণ সাদাসিধা একজন মানুষ 😍 নাই কোন অহংকার নাই কোন লোভ 😊 26 বছর বয়সে এই প্রথম কোন সরকারের প্রতি মুগ্ধ হইলাম 🤗 যার ভাষণ শুনলে কলিজাটা জুড়ায় যায়❤❤ এই সরকারের অধীনে আমরা যা দেখলাম কোনদিনই ভুলবো না❤❤❤❤
কোনো বাড়ানো কথা নাই, কোনো মায়াকান্না নাই। টু দ্যা পয়েন্ট সব কথা বলেছে। আমাদের কাজ এখন একটাই ইউনুস সরকার ও ছাত্র-সমন্বয়কদের বিরুদ্ধে অনেকে জনগণকে ক্ষেপিয়ে দেয়ার চেষ্টা করতেছে। আমরা যেন কারও ষড়যন্ত্রে পা না দিই। ইউনুস সরকারকে সম্পূর্ণ সাপোর্ট করি। নাহলে বিপ্লব বেহাত হবে, ভয়ংকর স্বৈরাচার ফিরে আসবে।
১৫ বছর ভোট দিতে পারিনি। প্রয়োজন হলে আরও ১০ বছর ভোট দিব না। আমাদের এই মুহূর্তে ভোট অধিকারের প্রয়োজন না। আমাদের প্রয়োজন একটা জবাবদিহি মূলক সুশাসন । একটা আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
এসব কথা আওয়ামী লীগ থাকতে বলেন না কেন আরো দশ বছর থাকবে আপনার কথা কি দেশ চলবে নাকি উনাকে আনা হয়েছে একটা নির্বাচন পরিবেশ তৈরি করা জনগণের প্রতিনিধি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পার্লামেন্টের প্রতিনিধিরা দেশ সংস্কার করবে রাজনীতির দলগুলো উচিত দ্রুত নির্বাচন করে ক্ষমতা নেওয়া না হলে ভারত শেখ হাসিনা ষড়যন্ত্র করে ক্ষমতা নেয়ার আশঙ্কা রয়েছে ডঃ ইউনুস কোন রাজনীতি ব্যক্তি নয় যতক্ষণ পর্যন্ত জনগণের প্রতিনিধি সরকার গঠন হবে ততক্ষণ ঝুঁকির ভিতরে থাকবে দেশ
আমার জীবনের বলতে পারি খুব বড়ো স্বপ্ন বা ইচ্ছে ডক্টর ইউনুস স্যার এর সাথে দেখা করার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার কাছে দেখা করার সাধ্য আমার নেই শুধু স্বপ্ন স্বপ্ন থেকে যাবে দুর থেকে দোয়া রইলো স্যারের জন্য খুব ভালো মানুষ স্যার
আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন না। এ দেশের জনগনের দুঃখ দূর্দশাময় করুন মুহুর্তে মহান আল্লাহ তা'আলা আপনাকে উপহার হিসেবে পাঠিয়েছেন। দোয়া করি দেশ পরিচালনার এই গুরু দায়িত্ব যুগ যুগ ধরে আপনার হাতে থাকুক এবং মহান আল্লাহ তাআলা আপনাকে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দেন। আবারও বলছি, আমরা সবাই আপনাকে পেয়ে আনন্দিত এবং আশাবাদী। দয়া করে আমাদেরকে হতাশ করবেন না।❤
অামার মতে নিবাচন ব্যবস্থা করে যত সম্ভব নিবাচন দিয়ে দেওয়া ভাল তা নাহলে সরবোচ্চ ৬ মাস থাকতে পারবে দেইখেন নিবাচন যদি যলদি না দিলে, আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে যাবে দেইখেন তখন দেশটা সম্পুন্য ধ্বংস হয়ে যাবে
সামনের দিনে কি হবে তা জানি না, কিন্তু কথা গুলো শুনে হৃদয়ের স্পন্দন থেকে তার জন্য মনের অজান্তেই একটা দোয়া, ও চোখে যেন পানি টলমল করছে আমার, আল্লাহ ডা: ইউনুস স্যারকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন নেয় বিচারের পথে রাখুন, আমিন
এই হলো একজন রাষ্ট্রনায়কের মতো কথা যেখানে কোন হিংসা বিদ্বেষ নেই। অথচ স্বৈরাচারী সরকার 16 বছর ধরে সকাল বিকালে পরনিন্দা শুনতে শুনতে বাংলাদেশের মানুষ ক্লান্ত।
এত সুন্দর মানবিক কথা আমার 35 বছর বয়সের মধ্যেও কোন রাজনৈতিক দল থেকে শুনিনি। ❤❤❤❤❤❤❤ স্যার আপনি থাকেন, যতদিন মন চায়, রাষ্ট্রপরিচালনায় আপনাকেই একমাত্র দরকার। বিগত যে মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া তো দূরের কথা, সামান্য কথার সান্তনা পর্যন্ত পাওয়া যায় নাই। কি হবে নির্বাচন দিয়ে, যদি রাষ্ট্র নিয়ে টানাটানি চলে। আমরা নির্বাচন চাই না, আমরা একটি সুন্দর রাষ্ট্র চাই।
নোবেল তো আর আপনি এমনি এমনি পান নাই, জাতির উদ্দেশ্যে দেওয়া আপনার ভাষণে আমরা মুগ্ধ। এতদিন আপনার মত একজন নেতাকে আমরা খুজছিলাম। স্যার দয়া করে আপনি পাঁচটা বছর ক্ষমতায় থাকুন। দেশের আপামর ছাত্র জনতা আপনাদের সাথে আছে
একজন প্রবাসী হিসেবে দাবি জানাচ্ছি কমপক্ষে ৫-৬ বৎসর আপনি ক্ষমতায় থাকুন আর আমরা আশা করছি আপনার মতো একজ যোগ্য ব্যক্তি দেশকে সঠিক ভাবে পরিচালিত করতে পারবেন- ইন শা আল্লাহ। আল্লাহ আপনাদের সহায়ক হোক।৷ আমিন❤
স্যার, আমি নীতিগত ভাবে কখনো বাংলাদেশের কোন ব্যাক্তি বা ব্যাক্তিত্বকে অনুসরণ, সাপোর্ট, ভরসার যায়গায় রাখি নি, তবে আপনাকে আমি এবং আমার মত বর্তমান বাংলাদের আরও বহু মানুষ হৃদয়ে যায়গা দিয়েছে, দয়া করে আপনি বাংলাদেশের এখন যে সংকটকালীন অবস্থা চলছে এর থেকে একটা নিরসনের পথ তৈরি করে দিন, আমারা চাই আপনি আরও বহু দিন, মাস নয়,,বহু বছর থেকে অন্তত পক্ষে শৈরাচারের সাথে যারা সম্পৃক্ত তাদের বুচার কাজ সম্পন্ন করে দিবেন, এবং ভারতের তাঁবেদারি থেকে বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে মুক্ত করে দিবেন, এবং ভবিষ্যৎ বাংলাদেশে আর যেন কোন শৈরাশাসক না গজাতে পারে তার একটা রূপরেখা করে দিবেন, এটা আমার এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া,, আসসালামু আলাইকুম স্যার
মাশাআল্লাহ ৮৪ বছর বয়সে তিনি মন থেকে যে বক্তব্য গুলো দিয়ে থাকেন তা অন্য কোনো রাজনৈতিক প্রদান এমন বক্তব্য দিতে পারে নাই,তারা লিখে এনেও দেখে দেখে এমন বক্তব্য এত সুন্দর ভাষায় দিতে পারে নাই এতে বোঝা যায় ডক্টর ইউনূসের হৃদয় জুড়ে বাংলাদেশের প্রেম বাংলাদেশের জনগণের দুঃখ সুখ বোঝার মত একটা হৃদয় তার ভেতর আছে আমরা আশা করি উনি যতদিন সময় লাগে লাগুক তারপরও দেশকে সুন্দর স্থিতিশীল একটি দেশ হিসেবে গড়ে তুলুক এই প্রত্যাশা আমাদের সকলের
আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস এর কথা গুলো অনেক ভালো লাগবো আমি আওয়ামী লীগ কর্মী তারপর ও বলবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছে আরও পাচ বছর সময় দেওয়া হোক ডক্টর ইউনুস কে বাংলাদেশ সুন্দর করে গড়ার জন্য 🥰
@@muhammadforkan3908 ৫ বছর হবে না কারণ রাজনৈতিক দল গুলো মানাবে না। আবার ৫ বছর হবে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করে এবং নির্বাচনে সংখ্যাগ্নিষ্ঠতা পেয়ে জয় লাভ করে তাহলে
স্যার দেশ গড়তে আমাদের যতদিন প্রয়োজন আমরা সাধারণ জনগণ আপনাকে ততদিন এই চেয়ারে দেখতে চাই যতই বাধা আসুক ধৈর্যের শহীদ আমরা আপনার পাশে থাকবো আমরা কাউকে ভয় পাই না নেয়ের জন্য জীবন দিতে রাজি অন্যায়কে প্রতিহত করবো আপনার জন্য সবসময় শুভকামনা
স্যার, আপনাকে দেশের সর্বোচ্চ পদে দেখতে চায় সাধারণ মানুষ 🇧🇩। আপনি আমাদের গর্ব। ইনশাআল্লাহ আপনার হাত ধরেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। ভালবাসা অবিরাম স্যার ❤️