বর্ষা ১ ঘোরা মটর নিয়েছি ১ মাস হল।এখন মটরে বা টিউবওয়েলে কোনোটায় পানি আসছে।অন্য বাড়ি থেকে পানি এনে কাজ করছি।মটর লাগানোর আগে খুব ভালো পানি উঠত টিউবওয়েলে। মিস্ত্রি বলছেন কয়েল পাইপ লাগাতে হবে ৪০ ফিট।লেয়ার নাকি নিচে তায় পানি আসে না।আমার প্রশ্ন হলো এই পাইপ লাগালেই যে পানি আসবে কি নিশ্চয়তা আছে?? আর এই কাজ সম্পুর্ন করতে মোট কত খরচ হবে?? যদি একটি জানাইতেন ভাই উপকার হত খুব।
ভাই আপনার এরিয়া আমি জানিনা যদিও ১" কয়েল পাইপ ( উইনার) ৪০ফুট নিচে দিলে পানি অবশ্যই উঠবে কয়েল পাইপের নিচের মাথায় ১" একটা চেক ভাবল লাগাতে হবে আপনার খরচ হবে যেহেতু মটর আছে মিস্ত্রি খরচ বাদ দিয়ে ৫০০-৭০০ টাকার মতো। ধন্যবাদ। ❤️🛠️💧