সম্পূর্ণ ভিডিও দেখলে বলতেন কত কম প্রাইচে ছিলাম প্রথম হোটেলটা তুলনামূলক বেশি নিছে কারন ওই দিন রাত হওয়ার কারনে আর বেশি ট্যুরিস্ট থাকায় তেমন ভাল মানের হোটেল খুজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আবার ঠিকি কম দামের মধ্যে ভাল হোটেলে ছিলাম। নেক্সট এ আরো ভিডিও আসবে সাথে থাকবেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
আমি আসলে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি যাতে আপনাদের একটু আইডিয়া হয়। নাম্বার দিলে কোন লাভ হবে না। আপনি গিয়ে খুজে তারপর ২/৩ টা যাচাই করে নেওয়াটাই ভাল। আমি প্রতিবার গিয়ে নতুন নতুন হোটেলে থাকি আর আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি।
কেন কি সমস্যা? অন্যদের থেকে প্রতারিত হইছেন তাই বলে কি সবাই এক? আপনি আমার ব্যাপারে না জেনে মন গরা কমেন্ট করে দিলেন এইটা কতটুকু যুক্তিযুক্ত? আমি তো আর হোটেল থেকে কমিশন/স্পন্সর নিয়ে ভিডিও করি না যে ভুয়া কিছু বলবো। আমি আমার ভিডিও তে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করি এইটা আমার ভাল লাগে যদি কারো কাজে আসে এতটুকুই