খুব খুব খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে তুমি খুব মিষ্টি দেখতে তুমি আমার খুব প্রিয় নায়িকা মধুমিতা দি খুব প্রিয় নায়ক ইয়াস বোঝেনা সে বোঝেনা সিরিয়াল আমার খুব ভালো লাগে ❤❤❤❤❤❤❤
মধুমিতা সরকারের প্রথম সিরিয়াল ছিলো' কেয়ার করি না '। মোটেও না। সোমিতৃষা কউন্ডউর প্রথম সিরিয়াল ছিলো জি বাংলার ' সুবর্ণলতা ' চরিত্রের নাম ছিলো মল্লিকা।
এই একটাই সিরিয়াল আছে যেটা অরিজিনাল টা থেকে রিমেক টা বেশি ভালো এবং পারফেক্ট হয়েছে 😍🥰🤩 পাখি এবং অরন্যর মতো খুশি ওঅর্নবকে এতটা পারফেক্ট লাগে নাই সিরিয়াল এর পাখির চরিত্র ছিল দুষ্ট, মিষ্টি ঝগড়াটে, হাসিখুশি চরিত্র যেটা পাখি নিখুঁত ভাবে অভিনয় করেছে আর পাখির মুখ সবসময় হাসিখুশি থাকতো 🥰🥰 কিন্তু খুশির মুখ থাকতো গম্ভীর হয়ে যেটা সিরিয়াল এর সাথে মানায় নাই খুশির মুখে হাসিখুশি ভাব ছিলো না 🙂 আর অরন্যর কথা আর কিছু বলার নাই অরন্য রাগের সময় রোমান্স এর সময় দুষ্টামি করার সময় তার লুক চেঞ্জ করতো সেটা ছিলো একদম পারফেক্ট 😘😘 আর সিরিয়াল টার নাম ছিলো বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের সাথে সিরিয়ালের কাহিনি পুরোটা মিলে গেছে পাখি অরন্য দুইজন দুইজনকে ভালোবাসে কিন্তু বুঝতে দিতো না 🥰🥰 তারপর অরন্যকে নকল করে অনেক নায়ক আসছে সিড, ঋষি কিন্তু অরন্যর মতো পারফেক্ট অভিনয় করতে পারেনি😂😂 অরন্যর মধ্যে যে Attitude এর ভাব ছিলো অন্য নায়কদের মুখে ছিলো না 😎😎😘😘 আর মন ফাগুন তো পুরোটাই বোঝেনা সে বোঝেনা নকল করে করেছে জাস্ট একটু চেঞ্জ করছে 🤣 আর ন্যাকাই এর কথা আর কি বলবো পাখির আমের মিষ্টি আমের সন্দেশ বানানো দেখে নিজেও মিষ্টি বানানো শুরু করছে তারপর সিরিয়াল একটা করে ৫ ইঞ্চি জুতা পরে বলিউড নায়িকার ভাব নিতো 😂🤣তাই মিঠাই এর ফ্যান এর থেকে হেটার্স বেশি 🤣🤣 যারা বোঝেনা সে বোঝেনা দেখেনাই তারাই অন্যদের নিয়ে ধ্যাস্টামো করে 😐যারা দেখেছে তাদের রুচিতে সমস্যা হলে অন্যদের বলবে 👍 যতো সিরিয়াল যতো নায়ক নায়িকা আসুকনা কেনো পাখি অরন্যর মতো নষ্টামি ছাড়া রোমান্টিক কাপল আর আাসবে না 🤗🤗😍😍 সিরিয়াল এর One and Only বেষ্ট কাপল পাখি অরন্য এন্ড বেস্ট সিরিয়াল বোঝেনা সে বোঝেনা 😘😘 ১০ বছর আগেও নাম্বার ওয়ান ছিলো ১০০ বছর পরেও নাম্বার ওয়ান থাকবে বোঝেনা সে বোঝেনা🤩🤩 এখনো মনে আছে পাখি জামা কিনে দেওয়ার জন্য মাটিতে নাগিন ডান্স দিছি 🥺 পাখি অরন্যর সাথে তুলনা করার মতো আর কোনো সিরিয়াল আসবে না 🤩😍😘🥰 পাখি, অরন্য, মামি, কৃষ্ণেন্দু, পিসি, হ্যারী, অর্ক পিউ সবার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো যা অন্যান্য সিরিয়ালে আলাদা আলাদা এতগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় নাই 🙂 তাই বোঝেনা সে বোঝেনা অন্য সব সিরিয়ালের থেকে আলাদা 🤩😍
ভুলভাল সব বলে দিচ্ছে দীপার এটা প্রথম সিরিয়াল কোনো দিনই না অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগে সরস্বতীর প্রেম দত্ত এন্ড বৌমা এই সিরিয়ালগুলোতে অভিনয় করেছে আর অন্য কোন সিরিয়ালে অভিনয় করেছে কিনা তা আমি জানিনা এই দুটো জানি আর আপনি কিভাবে বলে দিলেন যে অনুরাগের ছোঁয়া দিপার প্রথম সিরিয়াল