কলকাতা রেস কোর্স (কলকাতার ঘোড়া দৌড়ের মাঠ) হল কলকাতার ময়দানের দক্ষিণাংশের একটি বড় ঘোড়া দৌড়ের মাঠ। এটি ব্রিটিশ ভারতের প্রথম রেসকোর্স (১৮১২ সালে) এবং এখনও পোলো ক্ষেত্রের সাথে সমকালীন ভারতে অশ্বারোহী কার্যকলাপের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলকাতার রেসকোর্স ভারতের এক বৃহত্তম রেসকোর্স। কলকাতার রেসকোর্স ১৮২০ সালে নির্মিত এবং কলকাতার রয়্যাল টার্ফ ক্লাব দ্বারা প্রতিপালিত। কলকাতার রেসকোর্স ভারতে এক বিখ্যাত ঘোড়দৌড়ের স্থান যেখানে প্রতি বছর একটি সুনির্দিষ্ট সময়ে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘোড়দৌড় অনুষ্ঠান যেমন ক্যালকাটা ডার্বি এবং কুইন এলিজাবেথ কাপ আয়োজিত হয়। রেসকোর্স কলকাতার সবুজ ময়দানের দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে অবস্থিত। পশ্চিমবঙ্গের, কলকাতা রেসকোর্সের পশ্চিম কোণে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত।
#RoyalCalcuttaTurfClub,#Kolkata Race Course, #Royal Calcutta Turf Club, #Latest Horse Racing News
28 окт 2024