Тёмный

কাজী নজরুল ইসলাম : জীবনের শেষ অধ্যায় / Kazi Nazrul Islam : Last Period of His Life Story 

The Galposalpo
Подписаться 273 тыс.
Просмотров 1,2 млн
50% 1

This video is about the tragic end / last period of life story of Kazi Nazrul Islam ( কাজী নজরুল ইসলাম : জীবনের শেষ অধ্যায় / কাহিনী / পর্ব ).
১৯৪২ সালের ১০ই জুলাই। কবি কাজী নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বিভিন্ন খবরের কাগজে নজরুল ইসলামের সেই আকস্মিক শরীর বিপর্যয়ের সংবাদ প্রকাশিত হয়েছে। আশা করা হয়েছিল যে, ভারত বিখ্যাত এই কবি, বাঙালির প্রাণের কবি, কবি কাজী নজরুল ইসলামের এই অসুস্থতার খবর পেয়ে তার শুভানুধ্যায়ীরা, তার ভক্তরা, সবাই দলে দলে ছুটে আসবেন। কিন্তু না, কেউই আসলেন না।
হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে তিনি পরিত্যক্ত। বাঙালির প্রাণে বিদ্রোহের আগুন লাগিয়েছিলেন যিনি, শ্যামাসঙ্গীতের পাশাপাশি ইসলামিক সংগীতে ঝড় তুলেছিলেন যিনি, অসম্ভব জনপ্রিয় সব নজরুলসংগীত লিখে, সুর দিয়ে যিনি বাঙ্গালীর সংগীতজগতকে, সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেছিলেন, আলোকিত করেছিলেন, সেই তিনি, কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় কাউকে পাশে পেলেন না।
ঘরে তার পঙ্গু স্ত্রী, তার চিকিৎসার জন্য ওষুধপত্রের জন্য টাকা দরকার, দুই ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অনুরুদ্ধ, তাদের বেঁচে থাকার জন্য টাকা দরকার, বাড়িতে আশ্রিত আরো দু-তিনজনের সাথে আছেন শাশুড়ি গিরিবালা দেবী, সেই সংসার চালানোর জন্য টাকা দরকার, সর্বোপরি তার নিজের চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সেই নিদারুণ শোচনীয় অবস্থায় তিনি কারো কাছ থেকে কোনরকম আর্থিক সাহায্য পেলেন না।
অচিরেই অসুস্থ কবি নজরুল ইসলামের জীবন হয়ে উঠলো এক ট্র্যাজিক জীবন। সেই জীবন বর্ণনা করা বাস্তবিক অর্থেই এক হৃদয়বিদারক কাজ। তবু এই ভিডিওতে আন্তরিকতার সাথে সেই কাজটি করার একটা চেষ্টা করা হয়েছে।
ভিডিওটি বেশ বড়। যদি কোন ভুল হয়ে থাকে তা অনিচ্ছাকৃত। আশা করি, আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।
For making this video I am grateful to:
তথ্যঋণ:
১) নজরুল জীবনের শেষ অধ্যায়
By সুফী জুলফিকার হায়দার
২) নজরুল জীবনী
By অরুণ কুমার বসু
৩) উইকিপিডিয়া
Thanks a lot
yours faithfully
The Galposalpo
#nazrulislam #najrul_islam

Опубликовано:

 

27 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@omarshorif3247
@omarshorif3247 Год назад
বাংলাদেশের সরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মাত্র ১ সপ্তাহের জন্য রাখবে বলে ঢাকায় নিয়ে আসে।বাংলাদেশে কবিকে যেভাবে বিশেষ যত্ন নেওয়া হয়েছিল এই এক সপ্তাহ,তা দেখে কবিপুত্র মুগ্ধ হয়ে ইচ্ছা পোষন করেন যে কবিকে এভাবেই যেনো এখানে সমাদরে রাখা হয়।আর এটা কবির বর্তমান উত্তরসূরী যারা বেঁচে আছেন তাদেরই বক্তব্য। কাজেই বাংলাদেশ সরকার তখন কবিকে লুফেও নেয় নি এবং কোনো নিয়ম ভঙ্গ করে কবিকে এখানে রাখে নি। তবে এটা অবশ্যই আমাদের সৌভাগ্য যে কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের শেষ মুহূর্তটা বাংলাদেশে একটু হলেও সমাদরে কাটিয়েছেন কোটি ভক্তের আবেগের সাথে। আমরা গর্ববোধ করি তিঁনি আমাদের সবার প্রানের কবি,তিঁনি আমাদের জাতীয় কবি।মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক।🤲💖
@dragonballallstars8521
@dragonballallstars8521 Год назад
কবির পুত্র কখনো চান নি যে বাংলাদেশের মাটিতে তার সমাধিস্থ হোক। তার পুত্র জানতেন তার বাবার ইচ্ছে ছিল মায়ের পাশে সমাধিস্থ হোয়ার। সেটা বাংলাদেশ সরকার জানতেন তাই তো তড়িঘড়ি করে কাজটা করে ফেলেছেন কবি পুত্র পৌছনোর আগে। আত্মীয় পরিজনের জন্য অপেক্ষা করার সময় পর্যন্ত দেয় নি।
@altafhossain1278
@altafhossain1278 Год назад
ধন্যবাদ আপনাকে সঠিক এবং উপযুক্ত জবাব দিবার জন্য। নজরুল ইসলাম বাংলাদেশে যে অভূতপূর্ব সম্মান মর্যাদা ইজ্জত নিয়ে বেঁচে ছিলেন বা আছেন এবং থাকবেন তা কি ভারত তাকে কোনদিন দিতো ? ঢাকাতে আনার পূর্বে নজরুলের আর্থিক, শারিরীক অবস্থা সম্পর্কে সরকার কি ব্যবস্থা নিয়েছিল দয়া করে জানাবেন প্লিজ খুব খুশি হবো। নজরুলের শেষ জীবন ও রবি ঠাকুরের শেষ জীবন একটু মিলিয়ে দেখুন কত পার্থক্য? সুতরাং এই ভূলভাল মন্তব্য/ বক্তব্য/ বিবৃতি দিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করাই বরং উত্তম।
@koowasha
@koowasha Год назад
Shobi manlam, kintu ‘Jatio Kobi’ ke boraddo dewa basha firiye newa mante parlam na, jotoi tader shontanera e deshe na thakuk.
@debashismondal4604
@debashismondal4604 Год назад
ফেরত না ফেরত নিয়ে কেউর কোন খোভ থাকার ক্থা নয়। উনি ছিলেন সবার কবি।
@rukaiyaislam2792
@rukaiyaislam2792 Год назад
ভারতে থাকলে কি তাকে জাতীয় কবির মর্যাদা দেয়া হতো... শুধু তিনি মুসলিম বলে ভারতে তাকে কত অবগ্গা করা হয়েছিলো
@travel69-monirhosan
@travel69-monirhosan Месяц назад
আমি আপনার আলোচনায় বুঝতে পারলাম ১৯৪২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উনার চিকিৎসার জন্য ভারত সরকার তেমন কোন অর্থ বরাদ্দ করে নাই। যাই হুক বাংলাদেশ সরকার তাকে খুব মর্যাদা পূর্ণ ভাবে রেখেছে। কবির জন্য দোয়া করবেন।
@a.b.malim-urrashidchowdhur5916
১৯৭২ সালের নভেম্বর মাসে ধানমন্ডির সেই বাড়ীতে আমরা কয়েকজন কবি কাজী নজরুল ইসলামকে দেখতে গিয়ে ছিলাম। উনার হাত দুটো হাতে নিয়ে ভাবছিলাম, এই সেই হাত যে হাত দিয়ে কবি লিখেছিলেন অসাধারণ সব কবিতা, প্রেমের গান, বিদ্রহের কবিতা, ইসলামী গান, যা আজও অমর সৃষ্টি হয়ে আছে । ইচ্ছে হয়েছিল উনার হাতে চুমু খেতে, কিন্তু পেছন থেকে কে একজন বলে উঠল সামনে এগিয়ে জান পেছনে বহু লোক দাঁড়িয়ে আছে লাইনে। তাই সেই মহামূল্যবান হাত দুটি ছেড়ে সামনে এগিয়ে যেতে হলো। প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ্ ওনাকে জান্নাত বাসি করুন আমিন।
@altafhossain1278
@altafhossain1278 Год назад
নজরুল ইসলাম শুধু মাত্র এ উপমহাদেশের জন্য সৃষ্ট হয়ে আসেন নি বরং তিনি মানব ধর্ম মানবতা মানবাধিকার ন্যায় বিচার আইনের শাসন ও সততা দেশাত্মবোধ আদর্শ চরিত্র ব্যকতিত্য সত্যবাদিতা নৈতিকতা ও চারিত্রিক গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পন্ন একজন মহামানব যিনি আজীবন ধর্মীয় অনুশাসন বিধিবিধান ও দর্শন বাস্তবায়ন করতে আপ্রান চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিশ্ব বাসী তাকে জানতে,চিনতে,বুঝতে বা মানতেই পারেনি বরং ক্ষেত্র বিশেষে উল্টোটা ঘটেছিল। তার লেখা কবিতা, গান গজল নাটক উপন্যাস বা কিসসা কাহিনী নিয়ে গবেষণা, চিন্তা ভাবনা করে দেখুন তো কোরআনের বাংলা তাপসীর বা অনুবাদ ছাড়া আর কিছু আছে কি? অথচ নবম শ্রেণীর ছাত্র হয়ে ৬/৭ টি ভাষার সংমিশ্রণে লেখা পড়া অনেকের পক্ষেই সম্ভব ছিল না।তাই অভিশপ্ত ও হতভাগ্য হিংসুটে পরশ্রীকাতর দুর্নীতি বাজ প্রতারক জালিয়াত ঘুষখোর দুর্নীতিবাজ মিথ্যা বাদী জমিদার শ্রেনীর হিন্দুদের চক্ষু শুল এবং ইংরেজ শাসন শোষনের চরম বিরোধী হয়ে ও কি কাহারও কোনো সহানুভূতি পেয়েছিলেন? নজরুল ইসলাম তার স্বমহিমায় উজ্জ্বল নক্ষত্র হয়ে মধ্য গগনে অবস্থান করে সর্বাধুনিক প্রযুক্তির আলো বিতরন করেছিলেন যা বিশ্বের আর কোনো কবির লেখায় আছে বলে মনে হয় না বরং আশীর্বাদ প্রাপ্ত নজরুল ইসলাম তার স্বল্প সময়ের মধ্যেই বিশ্বকে অনেক কিছুই দিয়ে গেছে যা দেশ ও জাতিকে ছাড়িয়ে চাঁদে পৌঁছে গিয়েছে। দুর্ভাগ্য এ জাতির যে নজরুল ইসলামের মতো একজন মহামানব যিনি আজীবন ইসলাম ধর্ম, কোরআন ও পাক পাঞ্জাতনকে আঁকড়ে ধরে ছিলেন তাকে এখনও পর্যন্ত চিনতে জানতে বুঝতে শিখতে ও আত্মস্থ করতে পারেনি বরং ব্র্যাকেট বন্দী কবি ও বিদ্রোহী কবি বলেই চিহ্নিত করে রাখছে কিন্তু তার মানবতাবাদী ও মানব ধর্মের পতাকা বাহী সেনাপতি হিসেবে অধিষ্ঠিত করতে পারে নি ।যার প্রতিটি স্তরে স্তরে, ক্ষেত্রে প্রবেশ করে দেখুন শুনুন জানুন ও শিখুন এবং আত্মস্থ করতে পারবেন নজরুল ইসলাম কি ও কেন এতো চঞ্চল অস্থির ও বেপরোয়া এবং বাঁধা প্রাচীর ভেঙে ফেলে মুক্ত বন্ধন হীন এক জীবনের প্রতি আকৃষ্ট ছিলেন? কি ছিল তার বিশ্বাস, কষ্ট,ব্যাথা, বেদনা, জ্বালা যন্ত্রনায় ছটফট করতো? কি বলেছেন সালাত কায়েম ও সিয়াম পালন সম্পর্কে? কি বলতে চেয়েছিল তার বিদ্রোহী কবিতায়? কি বলতে চেয়েছিল কারবালা শাহাদাতের ব্যাপারে? কি বলতে চেয়েছিল ঈদের আনন্দ ফুর্তি করার জন্য? কি বলতে চেয়েছিল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা সম্পর্কে? কি বলতে চেয়েছিল মানব ধর্ম, মানবতা, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল?কি বলেছিল হজ্জ ও যাকাত আদায় সম্পর্কে? কি বলতে চেয়েছিল সৃষ্টি জগতের মালিক আল্লাহ পাক সম্পর্কে? কি বলতে চেয়েছিল দয়াল নবীজী সা সম্পর্কে আদৌ কি তার কোনো লেখা ইসলাম ধর্ম বিরোধী বা কোরআন বিরোধী? তখন কার সমাজের বিভিন্ন স্তরের সমাজপতিরা এবং আজকের অনেক সমাজপতি ও গেয়ান পাপীদের দলভুক্ত ও সমগোত্রীয় এবং ধান্দাবাজ অশিক্ষিত নিরক্ষর চাপাবাজ বুদ্ধি প্রতিবন্ধীরা নজরুল ইসলামকে মানতে পারছেনা তার অল্প শিক্ষার জন্য। কারন এরা প্রত্যেকেই বড় বড় ডিগরি ধারী শিক্ষিত সুশীল বুদ্ধি প্রতিবন্ধী সু শীল গোপাল ভাঁড় দালাল চক্রের সদস্য ও মানসিক ভারসাম্য হীন মিথ্যা বাদী প্রতারক জালিয়াত ঘুষখোর দুর্নীতিবাজ ও অপকর্মের মূল হোতা বলেই তো নবম শ্রেণী পাঠ করা একটি ছেলের হাতের লেখাকে প্রতিষ্ঠিত করতে হবে? না,না তা কি করে সম্ভব? যা মহা গেয়ানী সক্রেটিসের বেলায় ঘটেছিল। নজরুল ইসলামের লেখনী সমস্ত বিশ্ব কে মারাত্মক ভাবে নাড়া দিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত করেছিল এবং বিশ্ব এখনও পর্যন্ত সে ধাক্কা সামলে উঠতে পারে নি বরং অচিরেই নজরুলের সেই লেখনীর প্রতিফলন ঘটতে যাচ্ছে। নজরুলের একটি গানে লিখেছিল মে,আমাকে দিব না ভুলিতে।বলতে পারেন কত ভয়ংকর ও রোমাঞ্চকর মারাত্মক এবং রহস্যময় একটি গানের ভাষায় লিখে গিয়েছেন? শুধু মাত্র এই ছোট্ট চারটি শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করতে পারলেই নজরুলের আসল ও একমাত্র পরিচয় জানতে পারবেন।
@Hrifoy
@Hrifoy 4 месяца назад
আসসালামু আলাইকুম এমডি আলতাফ হোসেন কেমন আছেন,আপনার এই লেখনী পড়ে আমি খুব আবেগ আপ্লুত হয়ে পরছি।এতো সুন্দর করে নজরুল সম্পর্কে লিখার জন্য আপনাকে ধন্যবাদ। আসলেই আমরা নির্লজ্জ জাতি। জীবিত অবস্থায় কবিকে সম্মান দিতে পারিনাই, এখন আমরা তাকে নিয়ে গবেষণা, পি এইচ ডি করি। আল্লাহ পাক কবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন। রাত ১২:৫৯ মিনিট সৌদিআরব।
@leaves3191
@leaves3191 2 месяца назад
@@altafhossain1278ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
@leaves3191
@leaves3191 2 месяца назад
আলহামদুলিল্লাহ
@kaziqumruzzaman3247
@kaziqumruzzaman3247 Год назад
কবি কাজী নজরুল ইসলামকে যেদিন ঢাকায় আনা হলো সেদিন আমাদের স্কুলের নবম শ্রেণির ছাত্র ফরহাদুর রেজা, হেড স্যারের অনুমতি নিয়ে আমাদের স্কুলের সব ছাত্রদের নিয়ে এয়ারপোর্টে গিয়েছিল, তখন আমি ষষ্ঠ শ্রেণির ছাত্র, মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়,এয়ারপোর্টে এতো মানুষ এসেছিলো, ভিরের মধ্যে কিছুই দেখতে পাইনি।পরে আম্মা আর বড় বোনের সাথে ধানমন্ডিতে কবির বাসায় কবিকে দেখতে গিয়েছিলাম দু'বার, পিজি হাসপাতালেও গিয়েছিলাম।বাংলাদেশের মানুষ কবিকে খুবই ভালোবাসে।
@amirhamja4840
@amirhamja4840 Год назад
পড়ে কি দেখতে পেরেছিলেন
@kaziqumruzzaman3247
@kaziqumruzzaman3247 Год назад
@@amirhamja4840 হা পরে তিনবারই দখেছিলাম।
@amirhamja4840
@amirhamja4840 Год назад
@@kaziqumruzzaman3247 বাহ্ আপনার ভাগ্যটা ভালোই আমাদের জাতীয় কবিকে নিজের চোখে দেখতে পেরেছেন 🥰🥰
@kaziqumruzzaman3247
@kaziqumruzzaman3247 Год назад
@@amirhamja4840 আমি সত্যিই খুব ভাগ্যবান কারণ আমি বঙ্গবন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম,মুক্তিযুদ্ধ দেখেছি স্বাধীনতা দিবসের দিন ঢাকার মতিঝিল কলোনিতে ছিলাম,সেদিনের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করতে পারবোনা,আপনাকে অনেক ধন্যবাদ।
@amirhamja4840
@amirhamja4840 Год назад
@@kaziqumruzzaman3247 অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘায়ু কামনা করছি🥰🥰
@nareshbanerjee9992
@nareshbanerjee9992 Год назад
ধন্যবাদ। আমরা তখন ছাত্র। ১৯৬৫|৬৬,তাঁর জন্ম দিনে কোলকাতা পৌরসভার পক্ষ থেকে কোলকাতার কৃস্টফা র রোডে তাঁর তদানীন্তন বাস ভবনে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা কয়েক বন্ধু(৭|৮ম শ্রেনীর ছাত্র)তাঁকে,রোদের মধ্যে কয়েক ঘন্টা দাঁড়িয়ে,দেখতে গিয়ে ছিলাম। সৌভাগ্য হয়েছিল নীরব কবিকে দেখার। আজ ৭৩ বছর বয়সে সে স্মৃতিচারণ করলাম। তাঁকে শ্রদ্ধা জানাই।
@shajjadhushine
@shajjadhushine Месяц назад
Tini amader kobi,Bangla mayer kobi,bangalar garbho
@shajjadhushine
@shajjadhushine Месяц назад
Tini amader kobi,Bangla mayer kobi,bangalar garbho
@sumanbanerjee3464
@sumanbanerjee3464 Год назад
এই মহামানব মহাকবি কে আমার সশ্রদ্ধ প্রণাম🙏🙏 হৃদয় খুব দুঃখিত হয়ে গেলো😔 ** মানুষ খুব বেইমান, খুব স্বার্থপর।😔
@crazycatlady9871
@crazycatlady9871 Год назад
Manush sabchaite voyonkar prani
@minarfarmershub5428
@minarfarmershub5428 Год назад
সত্য বলেছেন
@niharbasu6004
@niharbasu6004 Год назад
মানুষের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সবচেয়ে নিষ্ঠুরতম প্রানী। এরা ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করে। নজরুল যদি ভারতে থাকতেন তবে ওর এমন হৃদয়বিদারক করুন অবস্থা হোত না। দূর্ভাগ্য আমাদের।
@islamicvoice850
@islamicvoice850 Год назад
আসসালামুয়ালাইকুম, ভাইয়া, দ্বীন ইসলামের জন্য এই চ্যানেলকে পছন্দ করি। মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে নেক আয়ত দান করুন। আমিন।
@aparnaanniegomes7492
@aparnaanniegomes7492 Год назад
দেহ যেখানেই থাকুক নজরুল আছেন বিশ্বময় যারা উনাকে এখনো ভালবেসে চলেছেন তাদের মাঝে ।
@shahinurrahman4917
@shahinurrahman4917 Год назад
অনেক অজানা তথ্য উঠে এসে, খুবই ভাল নাগল। মহান আল্লাহ্ তালা কবি নজরুল ইসলামকে জান্নাত দান করুন, আমিন।
@rakibhossain5021
@rakibhossain5021 4 месяца назад
উনার তথ্যে অসংখ্য ভুল
@monishmondol5767
@monishmondol5767 Год назад
মহান মানুষটির জীবন এত কষ্টের এটা জানা ছিলো না।ঈশ্বর এই মহামানবের মঙ্গল করুন।
@GurusadayMondal
@GurusadayMondal 5 месяцев назад
Dikha janakgatana
@muktimaity7646
@muktimaity7646 Год назад
তথ্যের অনেক বিকৃতি এর আগের অনেক অনুষ্ঠানে লক্ষ্য করেছিলাম,আপনার এই উপস্থাপনায় মনের ধোঁয়াশা খানিকটা উপশম হলো।আমি ভাবতাম আমার দেশের মানুষ এতবড় প্রতিভা কি শুধুই মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে অন্যের দেশের মাটিতে ঘুমিয়ে রইলেন?আজ আপনার কাছে কৃতজ্ঞ আমার প্রাণের কবি নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করে বিবেকের দংশন থেকে আমাকে এবং আমার মতো অনেক কে হয়তো কিছুটা সান্ত্বনা দিতে পারলেন।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
@altafhossain1278
@altafhossain1278 Год назад
এখানেও অনেক তথ্য অসঙ্গতি পূর্ণ এবং সাফাই সাক্ষী দিচ্ছে পরিকল্পিত ভাবেই যা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ও অনভিপ্রেত এবং অগ্রহনযোগ্য।
@firozsk8304
@firozsk8304 Год назад
RIGHT
@muktimaity7646
@muktimaity7646 Год назад
@@firozsk8304 ধন্যবাদ
@akhterhussain2985
@akhterhussain2985 Год назад
সহস্র সালাম,, চৈতন্য জ্ঞান এর অধিকারী কবি কাজী নজরুল ইসলাম,,,গিরিবালা দেবির মনের কস্ট টা অনুধাবন করলাম,,নিজের মন ও কস্ট পেল,,উল্লেখ যোগ্য যে কবিতা গুলো আমার শোন ও পড়া নারী, বিদ্রোহী,রাজবন্ধীর বয়ান,কিছু গজল, গান অমর সৃস্টি।উপরে ভালো থাকুন। আপনার জ্ঞান এর আলো নিজের মধ্যে ধারন করতে পারি, সে জন্য সকলের দয়া / প্রার্থনা কামনা করছি।
@a.b.malim-urrashidchowdhur5916
উনিশশো বাহাত্তরের ডিসেম্বরে আমি কবি কাজী নজরুল ইসলাম কে দেখতে গিয়ে ছিলাম। ধানমন্ডির সেই বাড়ীতে । ওনার হাতটি ধর ভাবছিলাম এই হাত দিয়ে তিনি লিখেছিলেন অমর কবিতা, গান, কাব্য । আজ সে হাত অসার হয়ে আছে ।
@sarminaktat9325
@sarminaktat9325 4 месяца назад
So hat diye zuddho o koresilen
@kajalghoshmyself50
@kajalghoshmyself50 Год назад
কী মানসিক নির্যাতন এক অসাধারণ প্রতিভবান মানুষের !
@mrinalkantipandit1428
@mrinalkantipandit1428 Год назад
তথ্যবহুল পরিবেশন। বাকরুদ্ধ কবি কাজী নজরুল মৃত্যুর পূর্ববর্তী দিনগুলো কিভাবে কাটয়েছিলেন--- সে সম্পর্কে সুন্দর আলোকপাত, সমৃদ্ধ হলাম।
@zamanmemory5362
@zamanmemory5362 Год назад
আমার সৌভাগ্য হয়েছিলো ১৯৭৪ সালে ঢাকায় আমার প্রিয় কবিকে দেখার।
@CTSumon
@CTSumon День назад
দাদাভাই,,, আমি মোঃ সুমন আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানা থেকে দেখছি। আপনার কথাগুলো খুব শান্ত ইমোশনাল মন নিয়ে শুনলাম। কলিজাটা ফেটে গেল। ভিতরে জমানো অনেক ভাষা, কথা উৎপত্তি হলো । কিন্তু কি লিখবো তা বুঝতে পারছি না। লেখার ভাষায় প্রকাশো করতে পারলাম না । বোবা হয়ে গেল আমার অবুঝ মন । একাই একাই অনেক কাঁদলাম। হাইরে দুনিয়ায়, হায়রে দুনিয়ার মানুষ । আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি সত্য উপস্থাপনা তুলে ধরার জন্য ❤❤❤❤❤
@md.azizulhoque9890
@md.azizulhoque9890 Год назад
অনেক-অনেক ধন্যবাদ জনাব উপস্থাপককে। আপনার বিশেষ তথ্য সমৃদ্ধ এবং অত্যন্ত প্রশংসনীয় ভাষাশৈলী ও সুললিতকন্ঠে উপস্থাপনায় আমি মুগ্ধ। আপনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি (গুটি কয়েক ব্যতীত) আমাদের হুজুগের ও স্বার্থের বন্ধু নামীয় তথাকথিত বাঙ্গালী চরিত্রকে অকপটে -নির্দিধায় প্রকাশ করার জন্য। "সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় - অসময়ে হায় হায় কেহ কারও নয়"। এই প্রবাদটাও ঐ তথাকথিত বাংগালীদের উদ্যেশ্য করেই আমাদের উপরোক্ত"গুটি কয়েক" বাংগালী গুরুজনেরাই বলে গছেন। প্রীয় কবি কাজি নজরুল ইসলামের অসহায়ত্বে ঐ বসন্তের কোকিল- বন্ধুদের চরিত্রের সাথে তখনকার বঙ্গীয় সরকারের যে কুচমৎকার মিল, তাতে আমি একজন বাংগালী হয়েও অত্যন্ত ব্যথিত হলাম। আর শেষ যেকথাটা আপনি আশা করেছেন -'আগামীতে আমাদের সন্তানেরা যেন নিজেদেরকে শুধরায়ে নিতে' কিন্তু কিভাবে নেবে? ঐ যে দেখেনতো ওদেরকে বানরের বাচ্চা নামে পরিচয় করাচ্ছে! তবে যারা ওদেরকে বানরের বাচ্চা বানাতে চায়, প্রকারান্তরে তারা নিজেরাও যে ঐ বানরের বাচ্চা পরিচয়ে পরিচিত হচ্ছে- এ বোধটুকুও যেন তাদের নেই। "বুঝেনা যে- তাও বুঝেনা; কী যে বুঝেনা- তাও বুঝেনা" ; ওরা নাকি আবার ডক্টর! মানে- বি+শে+ষ্+অ+জ্ঞ?
@salahuddiniqbal3674
@salahuddiniqbal3674 Год назад
ধন্যবাদ।এমন তথ্যবহুল উপস্থাপনার জন্য।দুখু মিয়ার জীবনটায় সুখ কখনো সহ্য হয়নি। আমাদের প্রিয় কবি কে যারা কষ্ট দিয়েছে -আল্লাহ যেন তাদের উপযুক্ত বিচার করেন। আল্লাহ কবিকে ক্ষমা করুন।
@masudkhan8362
@masudkhan8362 Год назад
কবির জীবন বিশেষ করে অসুস্থতাকালীন সময়ের দুর্ভোগ এবং শেষ জীবনের কষ্ট সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারলাম। অনেক ধন্যবাদ, দাদা। কবি কোন নির্দিষ্ট ধর্মের মানুষের নয়; তিনি মানবতার।
@jayantaghosh6755
@jayantaghosh6755 Год назад
দাদা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না সত্যি এতো সুন্দর একটা প্রতিবেদন যা আমার চিরকাল মনে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
@akramulhaquerobi1638
@akramulhaquerobi1638 Год назад
খুব ভালো লাগলো তথ্যগুলোর জন্য।কষ্টকর ছিল শাসক মহলের উন্নাসিকতায়,কাজী নজরুল ইসলাম ভাগ হয় নাই,প্রকৃতপক্ষে নজরুলের সমৃদ্ধিটা হয়েছে বর্তমান পূর্ববাংলায়।জাতিরজনকের একটা বড় ভালোবাসার জায়গায় ছিল কাজি নজরুল ইসলাম, তাই তিনি উনাকে নিয়ে এসেছিলেন, পরাধীন পশ্চিম বাংলা থেকে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে।যাই হোক,এটাও গবেষণার বিষয়।তবে,বাংলাদেশের মানুষ গভীর ভাবে ভালো বাসে কবিকে।আল্লাহ উনার মঙ্গল করুক।আর একটা বিষয় আপনাকে নজর দিতে হবে, ভিডিও টা প্রচারের পর অনেক মতামত এসেছে।এগুলে যাচাই করে একটা রিভিউ দেয়া।আমিন।
@abdulmiah4679
@abdulmiah4679 Год назад
দাদা আপনার জন্য শুভকামনা ও দোয়া রহিল , সেই সাথে আমাদের প্রিয় কবির পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, আমিন ।
@mofijurrahaman8174
@mofijurrahaman8174 Год назад
অসাধারণ উপস্থাপন,thank u😅😅😅
@rinkumukherjee6890
@rinkumukherjee6890 Год назад
🙏🏻🙏🏻🙏🏻💔😭😭😭নির্বাক হয়ে শুধুই শুনছিলাম দুই চোখ জলে ভোরে উঠলো ওনার জীবনের এই করুন কাহিনী শুনে হতভাগা পৃথিবীতে ওনার মূল্যায়ন কেউই করতে পারলো একজন এত বড়ো মাপের কবির জীবনের কাহিনী শুনে হতবাক হয়ে গেলাম হায় পোড়া দেশ আসল রত্ন কেউ চিনলো না😭😭😭💔🙏🏻🙏🏻🙏🏻
@tapandas5309
@tapandas5309 Год назад
darun presentation.
@abulhossainchowdhury8113
@abulhossainchowdhury8113 Год назад
Eid @@tapandas5309
@altafhossain1278
@altafhossain1278 Год назад
ঠিক আছে এ দেশের লোকজন তাকে চিনেনি । কারন নজরুল ইসলাম জন্মগতভাবে ভারতীয় নাগরিক ছিল। কিন্তু কেন বঙ্গবন্ধু আপ্লুত হয়ে তাকে বাঙলাদেশের মাটিতে আনতে উদ্বুদ্ধ হয়েছিল? কি এমন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এবং মানবতাবোধ থেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নজরুল ইসলামকে ঢাকা আনার জন্য আকাঙ্ক্ষিত ও কাতর হয়ে পড়েছিল? নিশ্চয়ই তার সাথে সামঞ্জস্য পূর্ণ প্রাপ্য সম্মান মর্যাদা ইজ্জত কিছুই তাকে দেয়া হচ্ছে না দেখে তিনি নজরুল ইসলাম কে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আনার জন্য আকাঙ্ক্ষিত ও কাতর হয়ে পড়েছিল।দয়া করে নজরুল ইসলামের ঐ সময়ের জীবন যাপন ও চিকিৎসা সেবা যত্ন সব কিছু বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন । কোনো ধরনের ঘটনা গোপন করবেন না বরং পারিপার্শ্বিক অবস্থা ও জরাজীর্ণ এবং দুর্দশা গ্রস্থ পারিবারিক সব কিছু বর্ননা করবেন বলে বিশ্বাস করতে চাই। ধন্যবাদ উপস্থাপক কে।
@theeasyclassroom7769
@theeasyclassroom7769 Год назад
অসাধারণ অমূল্য এমন সুন্দর সত্য উপস্থাপনায় বিক্ষত হৃদয়ের অশ্রুসিক্ত ভক্তি গ্রহণ করুন হে মহোদয়। এমন নজরুল বাংলার মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবে অনন্তকাল। তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
@mdanisurrahman383
@mdanisurrahman383 Год назад
কবি তাঁর শেষ ভাষণে বলেছিলেন,"আমি এই পৃথিবীতে প্রেম পেতে এসেছিলাম,প্রেম দিতে এসেছিলাম।কিন্তু প্রেমহীন এই নিরস পৃথিবীতে কোথাও প্রেম পেলামনা বলে নিজেকে নিরব অভিমানে চিরতরে সরিয়ে নিলাম।"
@rajonmia9
@rajonmia9 8 месяцев назад
হুম
@bijankumarpanda9974
@bijankumarpanda9974 Год назад
আমি জীবনের বাজী রেখে বলতে পারি এ কবি শুধু কবি নয় জীবন্ত কিংবদন্তী মহামানব, শতাধিক প্রনাম,সেলাম জানাই। হিন্দু মুসলমান কে যিনি একসূত্রে বাঁধলেন , তাঁর জীবনের অন্তিম মুহূর্তে আমরা(অজ্ঞ এবং স্বার্থান্বেষী )নীচু মনের ‌পরিচয় দিয়েছি! ছিঃ ছিঃ ছিঃ ! ক্ষমা কর প্রভু।
@hasibarfius1843
@hasibarfius1843 Год назад
আমার ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম । ওনার এই কষ্টের ঘটনা গুলো আমার হৃদয়টাকে চুরমার করে দিলো। বিশ্বাস করুন, চোখের কোণে খানিকটা জল এসে গেছে😥😥
@somahajra7123
@somahajra7123 Год назад
কবির শেষ জীবনের অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে ৷মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল ৷ সশ্রদ্ধ প্রনাম কবিকে ৷
@kanchankarmakar2044
@kanchankarmakar2044 11 месяцев назад
আপনি এত সুন্দর মনমুগ্ধকর তথ্যমূলক প্রতিবেদন করেন !! আমি আপ্লুত আপনার বাচনভঙ্গিতে❤ ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন🙏🏻
@subhasghosh4117
@subhasghosh4117 Год назад
আমার প্রাণের কবি-বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। তাঁর সমগ্র জীবন দু:খ কষ্ট ও বেদনায় ভরা। প্রাণের উচ্ছাস ছিল তাঁর সহজাত। তাই দিয়েই সমস্ত বেদনাকে ঢেকে রেখেছিলেন। তাই এই প্রতিবেদনটি জীবন সায়ান্হ এই সব শুনে কষ্ট হয়। তবুও না শুনেও থাকতে পারলাম না। তৎকালীন বিশিষ্ট জনদের হিরন্ময় নির্লিপ্ততা কেও ক্ষমার অযোগ্য।
@makashemsheikh1977
@makashemsheikh1977 Год назад
অশেষ ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিও টি আপলোড করার জন্য। প্রিয় কবির জীবনী থেকে আরও তথ্য নির্ভর ভিডিও আপলোড করার জন্য অনুরোধ রইলো । মহান আল্লাহ কবি বেহেসত নসিব করুক আমিন।
@soobrataguha14
@soobrataguha14 Год назад
এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে share করার জন্য অজস্র ধন্যবাদ l দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না l ভীষণ সত্যি প্রবচন... আরও একবার প্রমাণিত 🙏 অনেক শুভেচ্ছা রইলো 💐💐💐 ভালো থাকবেন 🌹🌹🌹
@jibeshchandrachoudhuri2708
@jibeshchandrachoudhuri2708 Год назад
স‍্যার, অনেক অজানা ইতিহাস জানলাম।কবিকে বিভিন্ন জনের অবহেলার করুণ কাহিনী শুনে চোখে জল এসে গেল। কবির প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর আপনাকে জানাই অজস্র ধন‍্যবাদ। আপনার বলার ধরন সত‍্যই অতুলনীয়। চিরকাল মনে রাখার মত।
@lutfunnahar6448
@lutfunnahar6448 Год назад
Osadharon
@dr.md.saburuddin4782
@dr.md.saburuddin4782 Год назад
দাদা আপনার তথ্য বহুল বক্তব্যের জন্য ধন্যবাদ। সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন এ কামনা করি।
@parthabauri8874
@parthabauri8874 Год назад
কবি নজরুলের প্রতি অশেষ শ্রদ্ধা 🙏 চুরুলিয়া দেখার সৌভাগ্য হয়েছে আমার। মন ভারাক্রান্ত 😭 আপনার উপস্থাপনা তথ্যসমৃদ্ধ ও সুন্দর 👍
@NotorajRabiul
@NotorajRabiul Год назад
কাজী নজরুল ইসলামের জীবনের শেষাংশের বিষয়গুলো আপনার মতো এতো সুন্দর করে কেউ বলতে পারেনি ভিডিওতে। ধন্যবাদ
@dilipchatterjee9372
@dilipchatterjee9372 Год назад
সবকিছু জেনে মনে খুবই কষ্ট পেলাম। এরকম ঘটনা মোটেই আশা করা যায় না। কবিকে আমি আমার শতকোটি প্রণাম জানাই।
@manamarahman457
@manamarahman457 Год назад
স‌ত্যিই খুব কষ্ট হ‌চ্ছে।১৯৪৭সা‌লে আমার মা‌য়েরও জন্ম হয়‌নি।আর এখন য‌দি ক‌বি‌কে আমরা বাঙ্গালীরা পেতাম তাহ‌লে এত কষ্ট ম‌নে হয়না কেউ পে‌তে দিত।
@raviraaj9653
@raviraaj9653 Год назад
অনেক অনেক শুভেচ্ছা ,অভিনন্দন রইল নিখুঁত ভাবে সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের অজানা ,অবহেলিত দিন গুলির বেদনাদায়ক প্রহর যত! ধ্বিক্কার জানাই সে সময়ের সমাজ কে ,যারা দায়িত্ব এড়াতে একে অপরের ঘাড়ে দোষারোপ চাপিয়ে সেই মহান ,সংগ্রামী,যোদ্ধা,কবি গায়ক ,সুরকার ... মানুষ টি ও তার পরিবার এর প্রতি অনিহা করাতে।
@m.ajabbar7433
@m.ajabbar7433 Год назад
অনেক ধন্যবাদ এই মহাজীবনের তথ্য সম্বলিত জীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরার জন্য।
@gautamroy7255
@gautamroy7255 Год назад
সত্যি স্যার ধন্যবাদ মহান কবি কাজী নজরুল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, সত্যি স্যার কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যা আপনার মুখ দিয়ে শুনলাম জানলাম সত্যিই খুব বেদনাদায়ক, কাজী নজরুল ইসলাম শেষ ইচ্ছাটুকুও পূর্ণ হলো না সত্যি আপনার মুখে শুনতে শুনতে চোখে জল এসে গেল, কাজী নজরুল ইসলামকে জানাই আমার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম, ""এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান"জয় ভারত বন্দেমাতরম..
@KamalHossain-wt1iz
@KamalHossain-wt1iz 10 месяцев назад
আমার প্রিয় জাতীয় কবি,কাজী নজরুল ইসলামের এই মর্মান্তিক জীবন কাহিনি শুনে দুচোখ ভেয়ে পানি চলে আসল। হে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করিয়েন। আমিন ছুম্মা আমিন।
@subratasen2627
@subratasen2627 Год назад
হরে কৃষ্ণ। কবিকে ঈশ্বর করুনা করুক। তিনি খুবই সুন্দর মনের অধিকারী।
@mdafsarali9350
@mdafsarali9350 Год назад
সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@Rezaulkarim-yd7yv
@Rezaulkarim-yd7yv Год назад
আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য বহুল কবি কাজী নজরুল ইসলামের শেষ জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য।
@jamaluddin6677
@jamaluddin6677 4 месяца назад
কাজী নজৰুল ইছলামৰ জীৱন পাঠ শুনি বৰ ভাল লাগিছে। বহুত কথা জানিব পাৰিলো, আপোনাক বহুত বহুত ধন্যবাদ জনাইছো।
@falgu55
@falgu55 Год назад
মহাসাধককে শত প্রণাম🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 আপনাকে অনেক ধন্যবাদ, আশাকরি এই মহাজীবন সম্বন্ধে আরও তথ্য ভবিষ্যতে জানাবেন। 🌹🌹🙏🙏🌹🌹
@s.m.salahuddin7873
@s.m.salahuddin7873 Год назад
অসাধারণ উপস্থাপনা। অনেক অজানা তথ্য জানলাম। ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য।
@mdaliulhoque5080
@mdaliulhoque5080 Год назад
খুব দুঃখ জনক, সমস্ত বিষয় উপলব্ধি করে ব্যথিত হলাম। প্রকৃত সত্য ঘটনা না জেনে আমরা ভুল করি। নজরুল ইসলাম অবহেলায় বিপদাপন্ন হয়ে বাংলা দেশ গেলেন। এ যাত্রাকে অনেকে ভুল বুঝেন। আমার মনে হয় এরকম মানসিকতার বোধদয় হবে এই আলোচনা থেকে। সুন্দর উপস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ।
@shreyabhattacharyya2493
@shreyabhattacharyya2493 Месяц назад
অসাধারণ আপনার উপস্থাপনা। এর আগেও বেশ কটি উপস্থাপনা শুনেছি। সেগুলিও খুব আন্তরিক এবং হৃদয়গ্রাহী। অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠানের জন্য ঈশ্বর মঙ্গল করুন আপনার।
@gobindaganguly6392
@gobindaganguly6392 Год назад
বীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম * কাজী নজরুল ইসলাম অমর রহে * পরিবেশনের জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম বন্ধু *
@agnimitrasadhukhan8059
@agnimitrasadhukhan8059 Год назад
এক কথায় অনবদ্য। অনেক কিছুই জানলাম। আমার সব সময়ই মনে হত যে কবির কোন জাত হয় না,তিনি সবার । মৃত্যুর পর নিজের জন্মস্থানে ফিরে আসার ইচ্ছা সবারই থাকে।উনি সুস্থ থাকলে তাইই চাইতেন।
@runukarmakar3172
@runukarmakar3172 Год назад
8
@ayeshaaya87
@ayeshaaya87 Год назад
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারলাম।কিন্তু তাঁর এই দীর্ঘ অসুস্থ জীবনের কথা জানতে পেরে বেশি দুঃখিত হয়েছি।😢 মহান রাব্বুল আলামিন কবিকে জান্নাত নসিব করুন। আমিন ❤❤
@rabindralaldas5317
@rabindralaldas5317 Год назад
তোমাকে অসংখ্য ধন্যবাদ এই মনোগ্রাহী তথ়্যপূর্ণ প্রতিবেদনটির জন্য l তোমার বাচনভঙ্গী ও খুব ভাললাগে কারণ প্রতিটি শব্দ খুব স্পষ্ট উচ্চারিত হয় l ঈশ্বর তোমার সর্বাঙ্গীন মঙ্গল করুণ l
@narayandebnath4082
@narayandebnath4082 Год назад
Thank you for this well researched and detailed presentation.I respect poet from the core of my heart from my childhood and was always curious to know what happened to him during his last years.Shocked to know the apathy of the society towards his health problems u Der British India.God bless this great soul.
@parimaldas3514
@parimaldas3514 Год назад
অসাধারণ সত্যের সন্ধানের হীরের ক্ষণির কন্ঠস্বর সকলের ভারতবর্ষের ভারতীয়দের ভারতবর্ষের শ্বাধীনতার যুদ্ধের কবি মহানয়কে জানাই শতোকটি প্রনাম।
@kazijakirhossain259
@kazijakirhossain259 8 месяцев назад
প্রিয় কবি নজরুল সম্পর্কে অনেক কিছু জানি ও পড়েছি। তবে আপনার মাধ্যমে নতুন করে আরো অনেক কিছু জেনেছি। জনম দুখী মানুষ নজরুল শুধু কাগজে কলমে ও কন্ঠে বাঙ্গালী কে দিয়ে গেছেন। বাঙ্গালী থেকে ভালো বাসা টুকু ও ঠিক ভাবে পাননি কবি। ধন্যবাদ আপনাকে এবং আপনার সুন্দর উপস্থাপন কে।
@anjankumarmukherjee1416
@anjankumarmukherjee1416 Год назад
বিদ্রোহী কবি; জাত-পাতের বিরুদ্ধে সোচ্চার কবি; এপার-ওপার পারাপারের কবি; আমার অন্তরের অন্তসথল হতে ঊৎসারিত ঊপেক্ষিত, অব্যক্ত প্রেম যা কণ্ঠ রোধ করে মূখর কবিকে মূক করে তোলে; কবি নজরুল তোমাকে জানাই আমার শতকোটি প্রণাম।💖💖⚘️⚘️💖💖
@jamalhossian3480
@jamalhossian3480 Год назад
এতো সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অনেক শুভ কামনা।
@prasantabiswas4002
@prasantabiswas4002 Год назад
বিদ্রোহী কবিকে আমার শ্রদ্ধাঞ্জলি।। এছাড়াও আপনাকে ও কিভাবে ধন‍্যবাদ জানাব ভাষায় প্রকাশ করতে পারছি না।। আরো ভালো অজ্ঞাত তথ‍্য দেবেন।।নমস্কার।।
@koushikchakraborty7169
@koushikchakraborty7169 Год назад
Khub bhalo laaglo shunte....Mohan Kobi Kazi Nazrul Islam ke pronaam janae🙏
@asifmahmud8670
@asifmahmud8670 Год назад
এই বাংলাদেশ নজরুলের।এই নজরুল আমার,আমার সন্তানের,আমার আত্মার।এই নজরুল আমার অহংকার,এই নজরুল আমার প্রতিবাদের হুংকার।আমি নজরুল,আমার চোখের পানি বলে দেয় নজরুল আমার,আমাদের😪😪
@debashismondal4604
@debashismondal4604 Год назад
চমতকার আভিব্যাক্তি। ধন্যবাদ আপনাকে
@mitrabiswas9756
@mitrabiswas9756 Год назад
নজরুল কোনো দিনই বাংলাদেশের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে ব্যন করেছিল। জিবিত অবস্থায় কোনো দিন ওনাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। অবশ্য মরার পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রঙনে সমাধিস্থ করা হয়েছে তাও তার ছেলে ও পরিজনের অনুমতি ও উপস্থিতি ছাড়া ।
@asifmahmud8670
@asifmahmud8670 Год назад
@@mitrabiswas9756 রেফারেন্স দিবেন দয়া করে।নজরুল বিশ্বের।কথায় কথা বাড়ে।আপনি কি জানেন বাংলাদেশের সাধারণ মানুষ গুঞ্জন ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ঢাবি প্রতিষ্ঠার বিরুদ্ধের অবস্থান নিয়েছিলেন?এখন আপনি কি এটা বিশ্বাস করবেন?নজরুল ভারতে রবীন্দ্রনাথের পাশাপাশি কতটা চর্চা হয়?বাংলাদেশে নজরুল চর্চার ভূমি।এটা অন্তত স্বীকার করুন।নজরুলের আবেগ নিয়ে খেলা খেলবেন না।পারলে সম্মান করুন😊 অনুমতি ছাড়া সমাধি দিয়েছে।সেই সমাধি কূটনৈতিকভাবে ভারতে নেবার জোর দাবি জানাচ্ছি যদি আপনাদের নজরুল আর বাংলাদেশ নিয়ে এতোই আপত্তি থাকে।আমি তথাকথিত এই বাংলার মানুষ না যে বলেই দিবো যে,ওই বাংলার সবার নাড়ীর বন্ধন তো এই বাংলায় নিহিত।রায় বাবু বলেন আর ঘটক সাহেব বলেন ওনারা দুনিয়ার।উনারা কার বাপ-দাদার সম্পত্তি নয়।এই বাংলাদেশ আমার,এই ভারত ও আমার।মাস্টার দা আমার,নেতাজি ও আমার।আশা করি আমাকে বুঝতে পেরেছেন😊
@humayunkhan1595
@humayunkhan1595 Год назад
আমি যখন সা'দত কলেজের ছাত্র ছিলাম তখন কবিকে আমি আমাদের কলেজে এনেছিলাম। আমাকে সহযোগিতা করেছিলেন বংগবীর আঃ কাদের সিদ্দিকী ( বীর উত্তম) কবীর সাথে এসেছিলেন উমা কাজী, মিষ্টি কাজী, খিলখিল কাজী ও সব্যসাচীর একমাত্র ছেলে ( নাম মনে নেই)
@abdulkhalequemondal9591
@abdulkhalequemondal9591 Год назад
Dada apnake onek dhonnyabad janalam amader prio kobi shomporke anek tothoya bohul protibedon lekhar jonno.
@gaziakoiimfazlulhaque
@gaziakoiimfazlulhaque 6 месяцев назад
মানবতার মহান কবির প্রতি সশ্রদ্ধ সালাম! আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন!
@Mumtahinna
@Mumtahinna Год назад
Kabi, Kazi Nazrul Islam ,is Shamubadi Kabi ,All Mighty Allah bless him .❤❤🎉🎉🎉
@moyezurrahman8014
@moyezurrahman8014 Год назад
You have worked hard.many thanks for informative deliberations.
@abulkalamazad-ph9bi
@abulkalamazad-ph9bi Год назад
চমৎকার মূল্যায়ন। মুগ্ধ হলাম। ধন্যবাদ প্রিয়
@shailamannan6825
@shailamannan6825 7 месяцев назад
আমাদের প্রাণের কবি নজরুল। তার জীবনে র অজানা কাহিনীগুলো আপনার মাধ্যমে জানতে পারলাম। কবিকে ঠিক মতো মূল্যায়ন করা হয়নি। দুর্ভাগ্যবশত একটি জাতীর জন্য এটা খুবই দুঃখজনক এবং লজ্জা জ নক ব্যাপার। কবির জীবন কাহিনী তুলে ধরবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ !!
@Muhib_recitation
@Muhib_recitation Год назад
প্রিয় কবি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
@jahedabegum588
@jahedabegum588 Год назад
সেসময় যারা আমাদের বিদ্রোহী কবির প্রতি খেয়াল রাখে নি,যারা তার এই মর্মান্তিক মৃত্যুর জন্য পুরোটা দায়ী আজ তারাই কবির গান উচ্চস্বরে গায়।তারাই বলে কবি কতো ভালো ছিলেন। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলাম না।বাঙ্গালী খুবই স্বার্থপর এক জাতি
@mddidar1519
@mddidar1519 Год назад
দুঃখজনক
@hk56r
@hk56r Год назад
আপনাকে অনেক অনেক সালাম/প্রণাম ও শুভেচ্ছা। ১০০% সঠিকভাবে আমাদের প্রিয কবি নজরুলের জীবন কথা।বাংলাদেশের একটি লাইব্রেরিতে রক্ষিত অনেক পুরাতন একটি বইতে পড়েছিলাম কলকাতার মুসলিমরা একসময় তাকে মুসলিম নহে, বলে মন্তব্য করে তার জীবন নাশ করতে চেযেছিলা।নজরুলকে আগলে রাখা প্রমিলার মাকে মনে হয় দাঙাগার সময় সরিযে,দিতে পারে সেই জঙাগীরা।
@skmdhabib988
@skmdhabib988 Год назад
তারা কারা ???
@anutapabhattacharya7541
@anutapabhattacharya7541 Год назад
@@hk56r এখানেই একটি ভিডিওতে মন্তব‍্য পড়েছিলাম নজরুলকে নাকি রাতের অন্ধকারে পিছন থেকে মাথায় আঘাত করা হয়েছিল।আশ্চর্য নয়।উনি সুস্থ থাকলে বাংলা ভাগ করা যেত না।
@altrnatvthinker
@altrnatvthinker Год назад
ব্যাপার টা তা নই ,অসিক্ষা কুশিক্ষা মূর্খতা বাংলাদের এদেরকে শেষ করে দিয়েছে ,এর জন্য ইংরেজরা বেশীর ভাগ দায়ী আর দেখুন আজ ইন্ডিয়ার পলিটিক্স।খুব বাজে মস্তিষ্ক হিন অনর্থক অথচ একটা বড় প্রতিবেশি দেশ হিশেবে তারা কত কিছু করতে পারত। তারা বাংলাদেশ থেকে কত কোটি ডলার আই করে কিন্তু বাংলাদেসের সাথে কি আচারন করে ,( আমি হাসিনার বালের দেশে থাকি না,আমি একজন ডাচ নাগরিক কয়েক জুগ)
@rupalidas6160
@rupalidas6160 Год назад
অশ্রুসিক্ত চোখে নির্বাক হয়ে শুধু শুনে গেলাম।কবির প্রতি ভালোবাসা ও ভক্তি নিরন্তর 🙏❤️💙🙏
@sarojray6068
@sarojray6068 Год назад
খুব ভালো লাগলো নতুন কিছু জানলাম নজরুল সমন্ধে।
@haroonroshid7278
@haroonroshid7278 Год назад
দাদাভাই , বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলি দেখে জানার পিপাসা মিটাই ৷ ধন্যবাদ | ভাল থাকবে ৷
@mahmudamoon5159
@mahmudamoon5159 Год назад
ভালোবাসি.. কবি নজরুল ইসলাম! ❤️🥺
@debkumarmukherjee7569
@debkumarmukherjee7569 Год назад
অত্যন্ত সুন্দর উপস্থাপনা। খুব ভালো লাগলো।
@WZPOEM
@WZPOEM Год назад
সন্মানিত উপস্থাপক, আপনার সুস্পষ্ট ও প্রাণবন্ত পর্যালোচনায় কবির অসুস্থ জীবন কাহিনি জানতে পারলাম। আমি নিজেও একজন কবি। বেদনায় মনটা ভরে গেল- কবির প্রতি কিছু মানুষের বৈষম্যমূলক আচরণের কথা শুনে। মহান আল্লাহপাক কবিকে জান্নাতবাসী করুন।
@shyamalsom1379
@shyamalsom1379 Год назад
I am Speechless. Thanks to Author. Let the Great Soul rest in Eternal Peaceful Divinity of Immortality. 🙏🙏🙏🙏
@mohammedfarooque8337
@mohammedfarooque8337 Год назад
আপনার মাধ্যমে জাতীয় কবি নজরুলের ঐতিহাসিক করুণ অবস্থা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
@shihabkhan1715
@shihabkhan1715 Год назад
Dada, Thank you very much for this presentation.
@aliajgarmallik6340
@aliajgarmallik6340 Год назад
অসংখ্য ধন্যবাদ ।
@manjuli301
@manjuli301 Год назад
Thank you for such detailed information of Kazi Nazrul's later life story.So pathetic end of such a precious life.... feeling disturbed and emotional. The legendary poet who in real sense was truly a religious person, tried to bring Hindu and Muslims together, spreading love n compassion, taught people true meaning of religion, was misunderstood by his own brothers! What a sad end! Koti koti pronam Kobi Nazrul ke🙏🙏
@alameenmissionpanchur2007
@alameenmissionpanchur2007 Год назад
এই মহামানবকে বোঝার ক্ষমতা সে সময়কার রাজনীতির কারবারিদের ছিলো না,ভাবলে কষ্ট হয়। কিন্তু সাধারণ মানুষের কি কিছুই করার ছিল না। আজকের দিনেও কি ওনার সঠিক মূল্যায়ন কি আমরা করতে পারছি।ধিক্ আমাদের।
@Irtizasvlog
@Irtizasvlog Год назад
* আল্লাহ সব কিছুই করতে পারেন * সুবহান আল্লাহ * আলহামদুলিল্লাহ * আল্লাহু আকবর * লা-ইলাহা ইল্লাল্লাহ *
@pronobsaker9094
@pronobsaker9094 Год назад
অনেক তথ্যাবহুল একটি অনুষ্ঠান। নজরুলের অসুস্থ সময়ের দিনগুলোর কথা নতুন ভাবে সবাইকে জানতে সহায়তা করবে।
@nurjahankhatun5077
@nurjahankhatun5077 Год назад
অসাধারণ শুনলাম, অনেক কষ্ট লাগলো
@sibanandagoswami7926
@sibanandagoswami7926 Год назад
অশ্রুতপূর্ব মর্মস্পর্শী নিবেদন ।অনেক ধন্যবাদ আপনাকে ।
@shyamalmukherjee5197
@shyamalmukherjee5197 Год назад
কবীর কোনো জাত হয় না। কিন্তু কিছু মৌলবাদী পাকিস্তানের ঔরষে জন্ম বেজন্মারা মহান কবি কাজী নজরুল ইসলামকে হিন্দু মুসলমান তত্ত্বের ভিত্তিতে আলাদা করে। আল্লাহ তাদের কোনো দিন ক্ষমা করবে না।
@abduljubbarmallick4780
@abduljubbarmallick4780 Год назад
সমৃদ্ধ হোলাম l অনেক ধন্যবাদ আপনাকে l আপনার প্রতিটি প্রতিবেদন আমি শুনি l অসাধারণ
@sutapachakraborty6737
@sutapachakraborty6737 Год назад
Khub valo laglo apner deowa thattho gulo jene. Asadharon🙏🙏🙏 👌👌👌👌theke gelam.
@subhaschowdhury7644
@subhaschowdhury7644 Год назад
দুর্দান্ত উপস্থাপনা ! সমৃদ্ধ হলাম বরাবরের মতো। প্রণাম হে মহামানব 🙏🙏।
@chandidaschatterjee7825
@chandidaschatterjee7825 Год назад
My beloved poet remain in mind for future Go
@saktichakraborty590
@saktichakraborty590 Год назад
এমন অসাধারণ একটি প্রতিবেদন হৃদয় ভারাক্রান্ত করে দিল।
@dipakkumarkundu6435
@dipakkumarkundu6435 Год назад
👌অসাধারণ প্রতিবেদনে হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। অনেক কিছু জানতে পারলাম। 😔😴
@manohargoswami4320
@manohargoswami4320 Год назад
Exceptionally good upload. Thanks a lot.
@mdabdunnaim8899
@mdabdunnaim8899 Год назад
আপনার আলোচনা অজানা অনেক তথ্য জানিয়ে দিল । ধন্যবাদ ।
@salehachowdhury168
@salehachowdhury168 Год назад
You are really doing some good research works. We are really indebted to u. Keep up the good work. My eyes get watery. Ah Nazrul. I remember when I went to Kolkata and feed him Samdesh. I was crying and he was staring at me. Looks like it he was mistreated and misjudged. Thanks.
@sabinasanuara5332
@sabinasanuara5332 11 месяцев назад
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি জানাই গভীর শ্রদ্বা ও ভালবাসা ❤❤❤❤❤
@user-xm8yx2ig3c
@user-xm8yx2ig3c 10 месяцев назад
Such attitude influence the soft mind of common people, As a result at the last century destructing mass movement among Hindus & Muslims. So we should not hit upon others in the globalization age.
@amitkumarmanna6988
@amitkumarmanna6988 Год назад
I am extremely sorrowful, that the great poet our kazi nazrul saheb 's life. Thank you for this discussion.
@gautambhattacharjee566
@gautambhattacharjee566 2 месяца назад
আপনার দেওয়া সকল informaroon and narration is এক কথায় ইসাধারন।
@bipradaspal3808
@bipradaspal3808 Год назад
অসাধারণ অনবদ্য। এই মহামানবকে আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আপনাকে অভিনন্দন জানাই।
@anjabatalimali3883
@anjabatalimali3883 Год назад
অসাধারণ বর্ণনা,মন্ত্র, মুগ্ধ হয়ে শুনলাম
@debashismondal4604
@debashismondal4604 Год назад
সহমত
@abdulkarimahmed2709
@abdulkarimahmed2709 11 месяцев назад
খুব সুন্দর ও ভালো লাগলো কবি নজরুলের জীবন কাহিনী শুনে মর্ম্মাহত হৈয়াছি ।ভারত, আসাম থেকে 21:38
@gonascakroborty9494
@gonascakroborty9494 2 месяца назад
খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পেরে আপনাকে ধন্যবাদ।
@MuradAli-zb5sw
@MuradAli-zb5sw Год назад
দাদা আপনি নজরুল জীবনের৷ অসাধারণ আলোকপাত, মনমুগ্ধকর যাহা আজীবন মনে রাখার মত আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা সেই সাথে আমার প্রিয় কবি নজরুল ইসলামের জান্নাত বাসি করার জন্য আল্লাহর কাছে দোয়া করিলাম । পরে শেষ আপনার প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা রইল
@shibanichakraborty6638
@shibanichakraborty6638 Год назад
যে কবি মানুষের মঙ্গলের জন্য জীবনের জয়গান গেয়ে গেলেন,তিনি ই জীবনে পেলেন না এই নিষ্ঠুর পৃথিবীর কোন ভালোবাসা।একমাত্র বঙ্গবন্ধু ছাড়া।কবি যেখানেই থাকুন ভালো থাকুন।
@altafhossain1278
@altafhossain1278 Год назад
আপনার মন্তব্যটি সঠিক নয় বরং আশীর্বাদ প্রাপ্ত ছিল নজরুল ইসলামের শেষ জীবন যাপন যা একজন ঈমানদার ব্যক্তি যিনি রাসুল আল্লাহর আনুগত্য স্বীকার করে কোরআন নির্দেশিত পথে জীবন যাপন করে। তার শেষ জীবনে না ছিল থাকা,খাওয়া, চিকিৎসা বা সেবার কোনো ঘাটতি। এমনকি আমার জানামতে নজরুল ইসলামই একমাত্র কবি যার মরদেহ তিন বাহিনীর প্রধানগণ ও রাষ্ট্রপতি কাঁধে নিয়ে বহন করেছিল এবং তার লেখা কবিতা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছিল। সুতরাং আপনাদের চিন্তা ভাবনা করে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রকৃত সত্য উপস্থাপন করার জন্য অনুরোধ রইলো।
@kalpanamazumder1902
@kalpanamazumder1902 Год назад
যে কবি জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ছিলেন। যিনি বলেছিলেন পৃথিবীতে দুটো জাত নারী ও পুরুষ, সেই কবিকে নিয়ে শেষ জীবনে সুযোগ-সন্ধানীরা ধর্মীয় খেলা খেললেন। ধর্মের নামে কবিকে বাংলাদেশ থেকে আর ভারতে পাঠালেন না প্রতিশ্রুত মত। শেখ মজিবুর রহমান কাজটা একদমই ভালো করেননি। কথা দিয়ে কথা রক্ষা করেননি। কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে ধর্মের নামে তাকে নিয়ে যে রাজনীতি হল সেটা বাংলার মানুষ কোনদিন ভুলবে না। তার ইচ্ছামোতাবেক মসজিদের পাশে কবর দেওয়া হত ভারতেও। মসজিদ ভারতেও ছিল। পশ্চিমবাংলায় তার জন্মভূমিতেও মসজিদ ছিল। প্রমীলা দেবীকে যেখানে সমাধিস্থ করা হয়েছে তার আশেপাশেও মসজিদ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কি পৃথিবীতে একমাত্র মসজিদ? পশ্চিমবাংলায় নজরুলের জন্মস্থানে মসজিদ ছিল না? রাজনৈতিক ব্যক্তিত্বরা সবসময় কূটনীতির আশ্রয় করে চলে। তাই জন্মদিনের নাম করে নিয়ে শেখ মুজিবুর রহমান তাকে আর ফেরত পাঠালেন না ভারতে। অথচ শেখ মুজিবুর রহমান নানা কূটনৈতিক আলোচনা এবং ইন্দিরা গান্ধীর সাথে শালা পরামর্শ করে মাত্র ৭ দিনের পারমিশন পেয়েছিল কবিকে নেওয়ার।কবি নজরুল ইসলাম যদি সজ্ঞানে অর্থাৎ স্মৃতিশক্তিতে সম্পূর্ণ থাকতেন তবে আর শেখ মুজিবুর রহমান এই রাজনীতির খেলাটা খেলতে পারতেন না। তিনি দেশের মাটিতে নিজের পর্ন কুটিরে থাকতেন। কিন্তু কোন প্রলোভনে আসক্ত হয়ে ধানমন্ডির জাঁকজমকপূর্ণ রাজবাড়িতে থাকতে যেতেন না। তিনি ছিলেন সাম্যের কবি বিদ্রোহী কবি ধর্মনিরপেক্ষ, জাতি ধর্মের বর্ণের ঊর্ধে ওঠা এক মানবিক কবি। বিস্মৃতির সুযোগ নিয়ে শেখ মুজিবুর রহমান যে খেলাটা খেলে দেখালেন কূটনীতির আশ্রয় নিয়ে সেটাকে বলে ধর্মতন্ত্র। মানে আমি বলতে চাইছি কাজী নজরুল ইসলামের নাম যদি নারায়ন হোতো এবং তার জন্মস্থান যদি ঢাকায় হতো। সে ক্ষেত্রে তিনি কলকাতায় বসবাসকারী হলেও তার জন্মদিন পালন করার জন্য ঢাকায় নিয়ে যেতেন না। অর্থাৎ তিনি হিন্দু হলে। তিনি মুসলিম এই অজুহাতে ধর্মের সাফাইতে অনুরক্ত হয়ে কবিকে নিয়ে গেছিলেন ঢাকায় জন্মদিন উৎসব পালন করার ওছিলায়। উদ্দেশ্য ছিল একবারটি নিতে পারলে তার পরিবারের লোকদের পটিয়ে পাটিয়ে বাংলাদেশে রেখে দেবে মুসলিম কবি বলে। এইসব রাজনৈতিক চাল আমি খুব ভালোই বুঝি। আমার জন্মও পুরোদস্তুর রাজনীতি ঘেরা পরিবারে। ব্রিটিশ আমলে বাবাও সক্রিয় রাজনীতি করতেন। বাবা ছিলেন শেখ মুজিবুর রহমানের খুব কাছের বন্ধু। দেশভাগের পর বাবা চলে গেছিলেন পূর্ব বঙ্গে। বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাবাকে মন্ত্রিত্ব পদের জন্য ডেকেছিলেন। বাবা গ্রহণ করেননি। কারণ বাংলাদেশ যুদ্ধের সময় রাজাকারদের তিক্ত অভিজ্ঞতা থেকে বাবা তখনও বেরিয়ে আসতে পারেননি। তাই ভরসা পাননি। মন্ত্রিত্ব পদ নিলে বিপদ বাড়তো। কারণ শেখ মুজিবুর রহমান নিজেই নিজের দেশের মাটিতে বাঁচতে পারলেন না। কিন্তু বাঁচাতে এনেছিলেন কবি কাজী নজরুল ইসলামকে শুধু তিনি মুসলিম কবি ছিলেন বলে। মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছিলেন বলেই। কিন্তু কবি সাহিত্যিকদের কোন জাত ধর্ম থাকে না ।তারা জাত ধর্মের ঊর্ধ্বে প্রকৃত মানুষ জাতি। সেটাই শেখ মুজিবুর রহমানের বুঝতে দেরি হয়ে গেল। কিন্তু জীবন দিয়ে বুঝেছেন স্বজাতিরা কি করতে পারে।
@farhad949
@farhad949 Год назад
Kono akta motlob cilo hoito.
@sushovanpoi8716
@sushovanpoi8716 Год назад
@@altafhossain1278 9 ,
@m_sharif
@m_sharif Год назад
@@altafhossain1278 Right
Далее
Бмв сгорела , это нормально?
01:01
Бмв сгорела , это нормально?
01:01