আপু কানাডায় এডভান্স ডিপ্লোমা তে আইলটিএস ছাড়া গিয়ে ৩ মাস এর ইংরেজি কোস করে জব পাওয়া সম্ভব নাকি প্লিজ বলবেন একটু এবং ৬মাস এর টিউশন ফি এবং লিবিং কস্ট দিয়ে গেলে ৬ মাস এর মধ্যে জব পাওয়া সম্ভব কি এবং তার ৬ মাস পর থেকে জব করে কি টিউশন ফি এবং লিবিং কস্টর খরচ চলানো সম্ভব কি না প্লিজ একটু বলবেন 🙂
ডিপেন্ড করবে ভাইয়া । আপনার ইংরেজী স্পিকিং আর কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় তাহলে পেতে পারেন জব। তবে কোন নির্দিষ্ট সময় বলতে পারছি না কারন ডিপেন্ড করে কারো ক্ষেএে কম সময় লাগে কেউ কেউ আবার তাড়াতাড়ি পেয়ে যান ।
Yes, the International Driver's Permit (IDP) is valid in Canada. The IDP is valid for 1 year in most countries and you can renew it. If you want to drive you can apply for heavy vehicle driving job through different job search websites. There is no guarantee how long it will take time to get any job. I wish all the best for you.