মাছের খাবারের মূল্য বেশি এবং মাছের মূল্য কম হওয়ার কারণে প্রান্তিক মৎস্য চাষিরা যখন দিশেহারা, তখন অর্থাৎ আজকের আলোচনা তাদের ( প্রান্তিক মৎস্য চাষিদের) জন্য খুব গুরুত্বপূর্ণ । প্রান্তিক মৎস্য চাষিদের আর্থিক অবস্থা বিবেচনা করে এধরণের সময়োপযোগী পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।একইসাথে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।
স্যার আমি সন্তোষ কোলকাতা থেকে লিখছি। একটি প্রশ্ন করছি। সেটা হল পুকুরে গোবর,খৈল,ডি.এ.পির মিশ্রণ প্রয়োগ করার সময় আকাশ মোটামুটি রৌদ্রজ্জ্বল ছিল। কিন্তু, প্রয়োগ করতে করতে যদি বৃষ্টি নামে তবে মাছের কোনো ধরনের অসুবিধা হবে কিনা?যেটা আমার ক্ষেত্রে গতকাল ঘটেছে। আবার তার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
আসসালামু আলাইকুম।Sir ami pabda macher renu dichi aj 3din apnar kotha motho porichorja korchi ,akon kotha holo macher gaye moyla lege thake dekhe ja bujlam ata macher mol, er kono somadan ache ki ? akon onek gorom pukure pani 2.5 - 3.5 Fit, 3 diner renu mache motor er pani dewya jabe ki ?
স্যার বাতাসের শব্দের কারণে আপনার কথা শুনতে একটু সমস্যা হচ্ছে। দয়া করে পরবর্তী ভিডিও করার সময় যেখানে বাতাসের উপদ্রব কম সেই রকম স্থানে বসে ভিডিও করলে ভালো হয়।
আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন। আপনার আলোচনা খুব ভালো লাগে। আমার ৬০শতক পানিতে কাফ বড় মাছ চাষ করছি ৩ বছরে পরে মাছ বিক্রি করবো। এক বছর গেছে । কেমন হবে
আসসালামু আলাইকুম স্যার আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য আমার একটা বিষয় জানার প্রয়োজন তাহলো স্যার, পানির কম বেশির কারণে সার লবণ চুন ইত্যাদি পরিমাণ কম বেশি হবে কিনা? ধন্যবাদ। (সৌদি আরব থেকে স্যার) আপনার কোন ভিডিও দেখার বাকি নাই, এমন কি কোন কোন ভিডিও দুই তিনবারও দেখেছি কিন্তু আমার উত্তরটা পাই নাই কোন ভিডিওতে তাই আপনাকে কষ্ট দিচ্ছি। দয়া করে জানাবেন অথবা একটি ভিডিও তৈরি করবেন এই বিষয়ে আবারও ধন্যবাদ আপনাকে।
স্যার, আপনি সবসময় কার্প মাছ সম্পর্কে বলেন,কিন্তু গলদা চিংড়ি চাষ সম্পর্কে বেশি কিছু বলতে চান না। দয়া করে চিংড়ি মাছের মাসিক পরিচর্যা সম্পর্কে কিছু বলিয়েন।
Assalamualaikum Sir shing magur tengra ak shonge ki chash kora Jabe? Pani poriborton o aretor ar babosta ase. shing magur tengra ar rashio ki hobe? Pani avg-5 ft . shotok a ki poriman mas sarbo?
Ami notun pukur niyechi kintu pukur choto Just 14sotok carpet area. Ami jakhon pukur niyechilam takhon pukur a anek mach chilo kintu jele jal diye mach dhore kintu besi mach pai ni... Pore jele 50kg mixed mach nite bole abong ami 50kg mach kine pukur a chere di... Apnar katha sune mone hochhe anek besi mach chere diyechi. Akhon ki korbo?? Ami niyemito chun r lobon dichhi... R ki khabar debo?
sir, আমার পুকুরের কাতলা মাছের বা অন্যান্য মাছের রং কালো হচ্ছে। এবং রুই মাছ পর্যাপ্ত পরিমাণে বাড়ছে না এক্ষেত্রে আমার করনীয় কি ? আমার পুকুরের পরিমাণ সাড়ে পাঁচ বিঘে, এক সময় বালি তোলা হতো কিন্তু বর্তমানে বালির চিহ্ন নেই পাক হয়ে গেছে বলা চলে।
স্যার, মাছের খাবারে লেদার মিল (leather meal) কি ভাবে ব্যবহার করা যায়? শুনেছি এই leather meal এ 65/70%protein থাকে। প্লিজ এই বিষয়ে যদি আলোক পাত করেন উপকৃত হই।
সার আমার একটা ধান খেতের ঘের আছে । ধানের গোরা সহ কেটে ফেলছি। ধানের গোড়া নেই বললেই চলে। কালকে জমি চাষ দিবো। ৮০ শতক জমিতে ৮০ কেজি চুন দিবো। তার পর জৈব সার গোবর ব্যাবহার কবো কিনা করলে শতকে কত কেজি করবো। পানি থাকে ৩ ফিট থেকে ৩.৫ ফিট। পাঁচ মাস পনি থাকে। কাপ মিশ্র চাষ করতে চাই। শতকে কত পিছ মাছ দিবো । কোন মাছ কত দিবো শতকে। স্যার বললে আনেক উপকারিত হবো
স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। আমি একজন নতুন মাছ চাষি।আমি দুইটি পুকুর লিজ নিয়েছি একটি ৬০শতক ২য়টি ১৭০শতকের মতন এখানে রুই, কাতলা, কাফু,মিরকা,আছে এখন কি মাছকে বেকারির মেয়াদ উত্তীর্ণ খাবর খাওয়ালে কি কোন সমস্যা হেব???
প্রিয় স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমার পুকুর এ ৫ ফিট পানি আছে। শিং মাছ আছে কেজিতে ২৫০০/৩০০০ পিছ পানি বেশি কারনে কি মাছের প্রবলেম হবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ❤️❤️❤️
স্যার আমি আপনার You Tube er Vidio গুলি দেখে গতবছর থেকে আমাদের 141 শতক পুকুরে মাছ চাষ করছি এবং খুবই উপকার পেয়েছি। আমার একটি প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হই। আমার বাড়ি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। প্রশ্নঃ আমার পুকুরে কাতলা মাছ ভালো বাড়ে, আপনি মিশ্র চাষে উপরের স্তরে একটা করে কাতলা,সিলভার,বিগহেড,গ্রাস কাপ ছাড়তে বলেছেন; সিলভার,বিগহেড, গ্রাস কাপ কতোটুকু কমিয়ে কাতলা সর্বোচ্চ কতটা দিতে পারি? আমার প্রণাম নেবেন,ভালো থাকবেন।
স্যার চিটাগুড় যদি আমরা মাছের খাবারের সঙ্গে মিশিয়ে দিই তাহলে পরবর্তীকালে মাসিক পরিচর্যা হিসেবে চিটাগুড় ব্যবহার করার দরকার আছে কি যদি বলেন তবে খুব উপকার হয়।
জি ভাই দরকার আছে, যেটা খাবারের সাথে দেয়া হয় সেটা খাবার হিসেবে ফুরিয়ে যায় আর যেটা মাসিক পরিচর্যা করার জন্য দেয়া হয় সেটা পানির ভারসাম্য রক্ষা প্রাকৃতিক খাবার তৈরি ইত্যাদি কাজে ব্যাবহুত হয়।
স্যার আমি বিলে ১৭ শতাংশে একটি জমিতে মাছ চাষ করতেছি গভীরতা কম, দেড় থেকে দুই ফুট।পানি ৬ থেকে ৭ মাস থাকে।পানিতে ৩ ভাগের ১ভাগ জলজ উদ্ভিত আছে।১০০০ পিচ তেলাপিয়ার পোনা।১০০ পিচ রই মাছ,সাইজ কেজিতে ১০টি ধরে এমন। কার্পিও ২ কেজি ৬০ পিচ এবং সরপুটি ১ কেজি ৬০ ৭০ পিচ। গ্রাস কার্প ৮ পিচ বড় সাইজ। আমার কি মাছ বেশি হয়েছে নাকি কম?একটু জানালে খুশি হব।ধন্যবাদ স্যার
স্যার সালাম নিবেন আমি একটা 40 শতক পুকুরে মাছ দিয়েছি কাতোল 40 পিছ 30 পিছ গাসর্কাপ কালবাউশ 12 পিছ র্কাফু 25 পিছ 400_500 গ্রাম ওজনের আর সিলবারকাপ 70 পিছ 200গ্রাম ওজনের রুই 150+ পিছ সরপুটি150 ~পিছ 100 থেকে 250গ্রামওজনের আর বাটা 400 পিছ60_70 গ্রামওজনের তেলাপিয়া মনোস্রেক 1000 পিছ 120 লাইনের মাছ আছে, পানির গবিরতা আছে25 শতক 3_4ফিট আর বাকি 15শতক 8_10ফিটপানি আছে স্যার মাছ ও পানি দুটির অবস্থা সাবাভিক ভালো আছে,পানির কালার সবুজ আছে এবং মাছ কে এক বেলা ভাসোমান ফিট দেই আরেক বেলা ধানের চিটা দেয়,গাসর্কাফ কে কলা পাতা ও গাস দেই আর মাসিক পরিচর্যা চুন শতকে 200গ্রাম ও খৈল গবর 5দিন পচিয়ে দেই আর রাসায়নিক সার দিয়ে আসছি এবং খর দিয়েছে স্যার আমার জন্য দোয়া করবেন আমি আপনার প্রাকৃতিক নিরবর মাছ চাষ করতে চাই কিন্তুু আমি প্রবাসী আছি তাও চেষ্টা করছি যতোটুকু পারি ফনের মাধ্যমেই পুকুর পরির্চযা স্যার একটা সত্যকথা যেটা হলো 120 মাছকে 3কেজিখাবার দিলে খাবার বেশি হয়ে যাই এতে মনে হয় আমি কিছুটা হলেও সারতক, স্যার আমার এই পুকুরের মাছ 10 থেকে12মাস কি রাখলে কি মাছে ঘ্রদের কোন সমস্যা হবে এখন ঘ্রদ অনেকটা ভালো? আমি পুকুরে মাছ ছারার আগে 5কেজি গবর 5কেজিছাই দিয়ে চাষ করে নিয়েছে তার দুই দিন পরে চুন দেই পরে পানি দেই স্যার আমার কথায় রাগ করবেন না
আমার রেস্টুরেন্টের বিরয়ানি থাকে বিফ এবং চিকেন বিরিয়ানি তাহলে আমি কি গোশত সহ বিরানী গুলা মাছকে খাওয়াতে পারব স্যার এটা একদিনের পরে আর সেল করা যায় না। আর আমার এখানে তাজা শুটকি আছে ৬০ টাকা ৭০ টাকা কেজি কিন্তু শুটকির গুঁড়া নাই এগুলো আমি ব্লেন্ডার করে খাওয়াইতে পারব। চট্টগ্রামে
স্যার আমি আমার এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছিলাম কার্প মাছ চাষ করার ক্ষেত্রে, উনি ৫০ শতকের জন্য ৫০ কেজি ইউরিয়া, ৫০ কেজি ফসফেট,২৫ কেজি পটাশ,৩ কেজি বোরন অথবা ৫ কেজি জিপসাম পানিতে গুলে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এভাবে কি সার দেওয়া যাবে?
স্যার আমি দুই বিঘা জমির উপর একটা পুকুর করতে চাচ্ছি আমি একজন নতুন উদ্যোক্তা কিভাবে শুরুটা করব বুঝে উঠতে পারতেছি না স্যার আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি যদি এড্রেসটা দিবেন দয়া করে প্লিজ প্লিজ স্যার
স্যার আমি পাচমিশালি(৩৫/- কেজি) শুটকি দিয়ে ফিড তৈরি করে মাছকে দিচ্ছি, শুটকির গুরাটা যদি ১বছর বা তার বেশিদিন সংরক্ষন করে রাখতে চাই, তাহলে কিভাবে রাখতে পারি একটু যদি বলতেন স্যার
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার, আমি বোঝাতে চেয়েছি যখন শুটকির দামটা কোম থাকে তখন বেশি করে কিনে নিবো এবং এটা গুড়া করে পেকেট করে এক বছর এর মতো সুময় কি রাখা যাবে,, আমাকে একজন কোম্পানির ভাই বলেছে যে কিছু মেডিসিন আছে যা ব্যাবহার করলে সমস্যা হবে না, তাহলে আমি কি কোনো মেডিসিন ব্যাবহার করতে পারি এবং এটার নাম কি