আমি ময়মনসিংহ শহরের সদরে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের পার্শ্বে রেলওয়ে কলোনীতে বসবাস করি। কৃষি বিদ্যালয়ের যে বৈদ্যুতিক লাইন তার থেকে একটি লাইন রেলওয়ের পাওয়ার স্টেশন হয়ে আমাদের সম্পূর্ণ রেলওয়ে কলোনীতে সংযোগ দেয়া হয়েছে। এই কলোনীতে প্রায় ৩০০ পরিবার বাস করে। আমরা একদম শেষ প্রান্তে। এখানে রেলওয়ের একটি স্কুলও আছে আমি উক্ত স্কুলের একজন কম্পিউটার শিক্ষক। আমরা শেষ প্রান্তে বসবাস করি বলে আমার বাসা ও আমাদের স্কুল বিদ্যুৎ সরাসরি বৈদ্যুতিক খুটি হতে অর্থাৎ ২২০ ভোল্টের লাইনের সাথে সংযোগ করা থাকলেও তাতে পর্যাপ্ত ভোল্টেজ পাওয়া যায় না। বৈদ্যুতিক লাইনের মিস্ত্রি ও সাব-ইঞ্জিনিয়াদের সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও যথাযথ ভোল্টের পাওয়া যায় না। অনেক বার তাদের নিকট গেলেও তারা তেমন কোন সমাধান দেয় না। যার উদাহরণ হলো: কয়েকবার বলার পর ২-৩ দিন ভোল্টেজ বেশ ভালো থাকে তারপর আবার কমে যায়। এতে করে স্কুলের প্রায় ১৩০০ শিক্ষার্থীকে পাঠদান করাতে বেশ কষ্ট করতে হয় । যদি আমাদের স্কুলের বৈদ্যুতিক লাইনটির শুরুতে একটি ওয়ার ফেজ ট্রান্সফরমার লাগানো হয় তবে কি ভোল্টেজ পাওয়ার কোন সম্ভাবনা আছে কি? যদি সম্ভাবনা থাকে তবে দয়া করে জানাবেন কি এই রকম ট্রান্সফরমার ক্রয় ও লাগাতে কত খরচ হতে পারে? কোমলমতি এই শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে দয়া করে জানালে অনেক খুশি হবো
স্যার আপনি বলেছে একটি লাইন দিয়ে পুরা কলনি সংযুগ দেওয়া হয়েছে ??? থাতে কি নিউট্রাল ও আছে কি আপনি উল্লেক করেন নি ,তাই বোল্ড মেপে দেখুন এবোমিটার দিয়ে কত দেখায় তার পর নিউট্রাল এর সাথে মাটির আর্থ সংযোগ দিন দেখুন বোল্ড বাড়ে কিনা বাড়লে হেবি আর্থ করুন ,আরো আপনার পশ্ন তে উল্লেক করুন বিস্থারিত যেমন যে তার টা গেছে তার সাথে কি 11000 হাজার লাইন তার আছে কিনা একটু বিস্থারিত
যে বৈদ্যুতিক লাইনটি সম্পূর্ণ কলোনীতে সংযোগ করা হয়েছে তাতে একটি তার ফেইজ এবং একটি তার নিউট্রাল। ১১০০০ হাজার লাইনের তার থেকে একটি ৩ ফেজ ট্রান্সফরমার হলে সম্পূর্ণ কলোনীর প্রায় ৩০০ পরিবার ও একটি স্কুলে লাইন সংযোগ করা হয়েছে। বেশির ভাগ পরিবার বৈদ্যুতিক হিটারে (প্রায় ২০০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন) রান্না করেন। এতে করে সামনের দিকে অর্থাৎ কলোনীর সামনের প্রান্ত যেখান সাবস্টেশন রয়েছে তার আশপাশে বৈদ্যুতিক ভোল্ট ২২০-২৩০ হয়ে থাকে। আর কলোনীর শেষ প্রান্তে বৈদ্যুতিক ভোল্টেজ সর্বোচ্চ ৯০-১৫০ ভোল্ট হয়ে থাকে। আমার বাসায় তামার মোট তার দিয়ে প্রায় ২২ ফুট মাটির নিচে আর্থ করা আছে। কিন্তু তাতে ভোল্টেজ আশানুরূপ ফল পাইনি। স্কুলের ফ্যান সঠিক ভাবে চলে না, ৩২ ওয়াটের এনার্জি বাতির আলোও বোঝা যায় না, কম্পিউটার চালানোর জন্য ভোল্টেজ এসটাবেলেজার থাকলেও কাজ হয় না, পানির পাম্প চলে না। তাই স্কুলের জন্য সর্বোচ্চ ৯০-১৫০ ভোল্টের লাইনে যদি বৈদ্যুতিক লাইনটির শুরুতে একটি ওয়ান ফেজ ট্রান্সফরমার লাগানো হয় তবে কি ভোল্টেজ পাওয়ার কোন সম্ভাবনা আছে কি? যদি সম্ভাবনা থাকে তবে দয়া করে জানাবেন কি এই রকম ট্রান্সফরমার ক্রয় ও লাগাতে কত খরচ হতে পারে?
@ J hasan amar mone hoi huge voltage drop hoye jache load er karone Apni akti capacity masure kore stabilizer lagiye nin Jodi power house theke sufficient voltage throw korte pare.... Thanks.
Are vai Ami apnake bojaite chaitechi .apni j exhaust pan ar video ta upload Kore Chen 20se october2018sale . R ajke 12october2019 .ar mane holo.8din pore 1bochor somoi hobe vidiotar.👍
Exhaust Fan installation করলেন, নাকি ওয়াল কাটা দেখালেন?ওয়াল কেটে শুধু ফ্যানটা বসালেন, হয়ে গেলো?কোন Nuts and bults অথবা screw দিয়ে টাই করা লাগবে না?আপনার ভিডিও তৈরি করার উদ্দেশ্য ভাল, তবে একটু ভাল কাজ দেখাবেন।যাতে মানুষ সঠিক টা জানতে ও বুঝতে পারে। আর ইটের গাথুনী করার সময় ই ফ্যান এর পরিমাপ অনুযায়ী হোল রাখা যায়।পরে ওয়াল কাটার জন্য এত কষ্ট করা দরকার নাই।
আমার বাড়ি গাজীপুর এর শ্রীপুরে। আমি জানতে চাই যে এই ফ্যান গুলিকি সুত্যিই কাজ করে, মানে রুমের গরম বাতাস কি বাহিরে নিয়ে যায়। প্লিজ কেমন হবে জাবেন, আমি লাগাবো।
ভাইয়া আমার একটা বিসয় জানার ছিলো সেটা হোলো সিলিং ফেন জেই দিকে ঘুরে এডজাস্ট ফেন ও কি ওই দিকেই ঘুরে নাকি এডজাস্ট ফেন সিলিং ফেন এর উল্টো দিকে ঘুরে আমার এডজাস্ট ফেন এর কেপাছিটর চেঞ্জ করছি তাই সঠিক বুঝতেছি না
vai ...safety koi...hat moja...nai helmet nai marks nai...vai..apnak bol c aage nij r save korar samogri gola...dekhan..video deoar somoy..ie gola diben na...safty nai bile unlike dilam....