১.মুরগির আমাশয়ের চিকিৎসা এবং রক্ত আমাশয়ের চিকিৎসার মেডিসিন কি সেইম?যদি সেইম না হয় তাহলে আমাশয় রোগের চিকিৎসায় কি কি মেডিসিন দিবো? ২.ডাইক্লাজুরিল গ্রুপের মেডিসিন চালানোর উপায় এবং এর সাথে কি কি মেডিসিন দিতে হবে সেটা সম্পর্কে জানতে চাই ৩.রক্ত আমাশয়ের চিকিৎসায় কি সাল্ফাক্লোজিন এবং টল্টাজুরিল গ্রুপের মেডিসিন চালানো যাবে?
পূর্বের দুইটি প্রশ্নের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। ১/ আপনার মাংসের মুরগির রাতের বাসস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। ২/ ব্রুডিং এর পরে আপনার মাংসের মুরগিটার কি ধরনের রোগ হয়ে থাকে এবং তার প্রতিকারে আপনি কি ধরনের ★অগ্রিম★ মেডিসিন চালিয়ে থাকেন? ৩/ মোরগ বা মুরগি কোনটি জন্মের হার বেশি?
ভাই মুরগি পালন করতে গেলে যে সকল ওষুধ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেই ওষুধ গোলা খামারিদের কাছে থাকা আবশ্যক ওই ওষুধ গোলা কি ও কোনটা কোন কাজে লাগে তা জানালে উপক্রিত হতাম বিদ্রুত -মাংসের মুরগির জন্য+ ডিমের মুরগির জন্য।
B L R I এর পাহাড়ি হিলি মুরগি নিয়ে কাজ শুরু করচি। আমার কাশে আছে পাহাড়ি হিলি মুরগি। সাকিল ভাইয়ের সহযোগিতায় এই মুরগি নিয়ে নতুন করে কেম নসম্ভাবনা আছে দেখবো ইনশাআল্লাহ
ভাইয়া সালফার ড্রাগস এর মেডিসিন গুলো কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়? এবং ব্যবহার করার উপায় ও এই মেডিসিন ব্যবহার করার সময় সাপোর্ট মেডিসিন হিসাবে কি কি মেডিসিন দেওয়া যাবে তা নিয়ে একটু বলবেন প্লিজ।
শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভাল আছেন। আমার একটি প্রশ্ন আমার ১৩০ পিস দেশি মুরগির বাচ্চা বয়স হয়ে গেছে ২৫ দিনেরও বেশি কিন্তু বিসিআরডিবি ভ্যাকসিন না পাওয়ার কারণে দিতে পারিনি।২৭ দিন বয়সে বিসিআরডিবি ভ্যাকসিন দিলে কোন ক্ষতি হবে কিনা?
শাকিল ভাই আমার লাল লেয়ার মুরগি (খাঁচার পালি) ৫ মাস চলছে লাল গুড়ের মতো পায়খানা করে এখন টকসিন দেয়া যাবে কি? পরিমান, সময় এবং কয় দিন চালাতে হবে জানাবেন প্লিজ।
আসসালামু আলাইকুম প্রিয় শাকিল ভাই।। আমি নিজে কাগজের কার্টুনের ভেতর ককশিট ও ফয়েল দিয়ে একটা ৫৪ ডিমের সেমি অটো ইনকিউবেটর বানিয়েছিলাম,w1209,,বিদ্যুৎ না থাকলেও ১/১.৫ ঘন্টা চলত তবে তাপ কম হতো, বাইরে থেকে ডিম ঘুরানো যায়সেভাবে বানানো, মাশাল্লাহ,, ২৫ ডিমে ১৬ টা বাচ্চা পেয়েছি 😍 আপনার কথায় এনরো+ এমক্সসিলিন দিয়ে ব্রুডিং চলছে ভাই।।তবে, আমার ডিমের মুরগী গুলো পশম ছিলো না বললেও চলে এখন বাচ্চাদের জন্য আলাদা কোন নিয়ম হবে তারাও কি বড় হয়ে মারামারি করবে এখন সলুশন আছে কি না কোন??
আসসালামু আলাইকুম। ব্রুডিং এ লাইটং এর কারণে কি বাচ্চার মল লেগে থাকে।লাইটিং এ তাপমাত্রা বেশি হলে নাকি কম হলে এ সমাস্যা হয়।মেডিসিন দিছি ফ্লোর এবং লিভো ২৪ঘণ্টা বাচ্চার বয়স চার দিন
আসসালামু আলাইকুম সালাম ভাই আমি আপনার কাছে দেশি মুরগি পালন করা শিখতে চাই প্রথমে 20টি মুরগি দিয়ে শুরু করতে চাই😊 আপনার হাত ধরে অনেক কিছু শিখতে চাই ভাই. INSHAALLAH BHAI Bhai amara messenger group a addd koren bhai 🐥
দয়াকরে উওরটা দিবেন। ভাই আমার ৯ টা ফাউমি মুরগি আছে বয়স ৮ মাস ডিমদে ৪/৫ এখন আমি তাদেরকে প্রতি ঔষধদি লিবার টনট সকাল বেলা বিকালে ই-সেল এইবাবে ৩ দিন আবার ৩ দিন গেপদি পরে ক্যালসিয়াম দি ৩ দিন আরার গেপ ৩ দিন আবার জিংক দি ৩ দিন আবার ৩ দিন গেপ এবাবে কন্টনিউ চালাতে থাকি এখন আমার এই নিয়ম কি ঠিক দয়া করে বলবেন। এগুলো খাওয়োনর পরেও ডিম বাড়ে না। মুরগি সুস্থ আছে খাবার দিচ্ছি লেয়ের লেয়ের ১ খাবারও একটু বেশি খায় প্রায় ৩ কেজির মত। এখন ভাই আমি কি করলে আরো বেশি ডিম পাবো।