এই হুজুর যত গুলো কথা বলছে এবং যে ভাবে বলছে মনে হয় হুজুর সামনে থেকে নিজ চুখো দেখছে । আমার মনে হয়না এমন ভাবে নবী( সা) এভাবে কথা বলছে,, এজন্য হুজুরদের কে মানুষ ভালো মনে করে না একহুজুরের জন্য ভালো হুজুরদের ভদনাম
আল্লাহর নবীর হাদিস কে যারা কিচ্ছা বলে উড়িয়ে দে, নিঃসন্দেহে তারা মোনাফেক। আল্লাহর রাসূলের হাদিস কোন আলেম রেফারেন্সসহ হবে, কোন আলেম রেফারেন্স ছাড়া বলে, কোন আলেম রেফারেন্স ছাড়া টেনে টেনে বলে। যে যেভাবেই বলুক না কেন। বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ এগুলি আমাদের কাছে হাদিছ। এইগুলি উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই।