কুমিল্লার রাসস্থলীতে রাস উৎসবে শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য
.
কুমিল্লা শহরের রাণীর বাজারে অবস্থিত শ্রী শ্রী রাসস্থলী মন্দিরে রাসপূর্ণিমা ও উৎসব উপলক্ষ্যে উপস্থিত হলেন শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। পূজ্যপাদ মোহন্ত মহারাজ এর পৌরোহিত্য সেখানে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী রাস উৎসবের শুভ সূচনা, অধিবাস অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের পাহাড়তলীস্থ কৈবল্যধাম থেকে তিনি দ্বিপ্রহরে সেখানে উপস্থিত হন।
পূজ্যপাদ মোহন্ত মহারাজ পরবর্তী ২ দিন শ্রীশ্রী ঠাকুরের অনুগামী ভক্তদের মাঝে শ্রীনাম বিতরণ করে যজ্ঞে পূর্ণাহুতি দিয়ে পুনরায় চট্টগ্রামের কৈবল্যধামে ফিরে আসেন।
জয় রাম জয় গোবিন্দ।।
28 окт 2024